![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম,
অনেক মুসলিম ভাই বোন আছে যাঁরা বাংলা অনুবাদ সহ ভাল কুরআন অ্যাপ খুঁজে থাকেন। আমি আজ উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য দু'টি অসাধারন অ্যাপের বিষয়ে লিখব ইনশাআল্লাহ। আশা করি অ্যাপ দু'টি আপনাদের ভাল লাগবে। তবে আগেই বলে নিচ্ছি, সফটওয়ার, তিলাওয়াত, অনুবাদ সবকিছু একসাথে থাকার কারনে ফাইলগুলোর সাইজ একটু বড় হয়ে গেছে। যাঁদের ভাল নেট কানেকশন আছে তারা ডাউনলোড করে নিতে পারেন।
Zekr for Windows
উইন্ডজের এই অ্যাপটি হয়ত আপনারা অনেকেই ব্যবহার করেন, তবুও যারা জানেননা এই অসাধারণ সফটওয়ার সম্পর্কে অথবা ভাল তিলাওয়াত খুঁজে পাচ্ছেন না তাঁরা নিচের ডাউনলোড লিঙ্ক হতে একই সাথে সফটওয়ার ইন্সটলার+বাংলা অনুবাদ+তিলাওয়াত ডাউনলোড করতে পারবেন।
১। ডাউনলোডের জন্য প্রথমে এই লিঙ্কে যানঃ http://bit.ly/1r7XZ5y
উপরে দেখবেন ডাউনলোড(ডাউন অ্যারো) আইকন আছে। ওটায় ক্লিক করুন। তারপর "Download Anyway" বাটনে ক্লিক করুন।
২। ডাউনলোড হয়ে গেলে ডাউনলোডকৃত "Zekr.zip" ফাইলটি আনযিপ করুন। Zekr ফোল্ডারের ভিতর C++ Redutributable.exe ও Java.exe ফাইল দু'টি ইন্সটল করুন। যদি ইন্সটল করার সময় "This software is already installed" এরকম ম্যাসেজ দেখায় তাহলে এই স্টেপ স্কিপ করে ৩ নম্বর স্টেপ এ যান
৩। zekr-1.0.0-setup.exe ফাইলটি ইন্সটল করুন।
৪। Siyamrupali.ttf ফাইলটি কপি করে Control Panel>Fonts ফোল্ডারে পেস্ট করুন।
৫। আপনার ইন্সটল করা Zekr সফটওয়ারটি ওপেন করুন। তারপর মেনু থেকে Tools > Add > Translation এ যান। ব্রাউজ করে ডাউললোডকৃত ফাইলগুলোর মধ্যে bn.bengali.trans.zip ফাইলটি সিলেক্ট করুন।
৬। মেনু থেকে "View > Translation > [bn] মুহিউদ্দিন খান" সিলেক্ট করুন। তাহলে বাংলা ট্রান্সলেশন দেখতে পাবেন।
৭। মেনু থেকে Tools>Options এ যান, View ট্যাব এ যান। trans_bn_fontName এই ফিল্ডটি খুঁজে বের করুন। এটার ডান পাশে ক্লিক করে Siyam Rupali ভ্যালু বসান।
৮। মেনু থেকে Tools>Add>Recitation(*.recit.zip) এ যান এবং ব্রাউজ করে ডাউনলোডকৃত afasy-64kbps-offline.recit.zip ফাইলটি সিলেক্ট করুন।
৯। মেনু থেকে Audio > Recitation > Mishary Rashid Al-Afasy 64kbps (offline) সিলেক্ট করুন। এখন F4 বাটন চেপে যেকোন সূরা শুনুন আর সাথে দেখুন বাংলা অর্থ।
iQuran for Android
বাংলাদেশের অধিকাংশ মোবাইল ব্যবহারকারী বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। অ্যান্ড্রয়েডের জন্য প্লেস্টোরে অনেক বাংলা কুরআন অ্যাপ থাকলেও হয়তো কোনটিতে তিলাওয়াত শোনা যায় না, আবার কোনটিতে তিলাওয়াতের সাথে আয়াতের সিঙ্ক্রোনাইজেশন নেই। তাই এসব অ্যাপ ব্যবহার করে খুব একটা শান্তি পাওয়া যায় না। আমার দেওয়া অ্যাপটি ব্যবহার করে দেখুন, ইনশাআল্লাহ ভাল লাগবে।
১। এখান থেকে iQuran App.zip ফোল্ডারটি ডাউনলোড করুনঃ http://bit.ly/13Ju3SY
একইভাবে উপরের ডাউনলোড(ডাউন অ্যারো) আইকনে ক্লিক করুন। তারপর "Download Anyway" বাটনে ক্লিক করে ডাউনলোড করুন।
২। ফাইলটি আনযিপ করুন। ভেতরে iQuran2.5.2.apk ফাইল রয়েছে। এই ফাইলটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করে ইন্সটল করুন।
৩। এবার ডাউনলোডকৃত ফাইলের মধ্যে iQuran.7z ফাইলটি আনযিপ করুন। তাহলে iQuran নামের একটি ফোল্ডার পাবেন।
৪। এবার আপনার মোবাইলের Phone Memory অথবা SD Card এ খুঁজে দেখুন iQuran নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারটি আপনার আনযিপকৃত iQuran ফোল্ডার দিয়ে রিপ্লেস করুন।
৫। এবার অ্যাপটি চালিয়ে দেখুন। অটোমেটিকভাবে বাংলা অর্থ ও তিলাওয়াত চলে আসার কথা। বাংলা ট্রান্সলেশন না আসলে অ্যাপ এর সেটিংস এ গিয়ে বাংলা অর্থ ডাউনলোড করে নিন।
অ্যাপ দু'টি ইন্সটল করতে কোন সমস্যা হলে কমেন্টে জানান। ইনশাআল্লাহ হেল্প করব।
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২
জুয়েল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪
জুয়েল বলেছেন: .
৩| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৩
টাইম টিউনার বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +