![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় পাঠক,
এমন ঘটনা হয়তো আমাদের দেশে হরহামেশেই ঘটছে, তবুও বলি।
গত ৩০ মে ২০১৩ বৃষ্টিতে ভিজে পাসপোর্ট করার জন্য সোনালী ব্যাংক, আগাঁর গাঁও শাখার লাইনে সকাল ৯টায় দাঁড়ালাম টাকা জমা দিব। খুব কষ্ট করে ১০ টা ৫ মি: ব্যাংকের ভিতর ঢুকলাম, ৪ টা স্লিপ নিয়েছি লিখলাম প্রায় ২৫ জনের পেছনে প্রত্যেকের কাছে একাধিক স্লিপ, যাই হোক. প্রত্যেকের কাছ থেকে প্রতি স্লিপ প্রতি ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে, এদের মধ্যে একজন জানতে চাইলেন ১০ টাকার কি রশিদ আছে? কেন নিচ্ছেন? কোন সঠিক উত্তর এলোনা। কেউ কোন কথা বলছে না, সবাই দিচ্ছে এবার আমার পালা আমিও ৪টা স্লিপ আর ১২০০০ টাকা দিলাম এবং সেই সাথে ৫০ টাকার একটা নোট দিলাম। কিছুক্ষন পর আমার স্লিপ গুলো সিল/সই সহ ফেরত আসল। আমি ফিরতি ১০ টাকার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু কোন লাভ হলোনা। পাছে আমার দেরি হয় এই ভয়ে আমি দ্রুত বের হয়ে আসি। আবার বৃষ্টিতে ভিজে ফরম জমা দেওয়া। কিন্তু সেই ১০ টাকার হিসাব কেউই সঠিক ভাবে দিতে পারে নায়। জানি না আপনাদের জানা আছে কি’না ? যদি কারো জানা আমাকে বলবেন.!
২| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:২৪
নক্ষত্রের আমি বলেছেন: ধন্যবাদ কিং, হয়তো আপনা কথায় ঠিক.
৩| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩৯
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: দশ টাকা দেন। কথাটা এমনভাবে বলেছিল যে অন্য কেউ মনে করতে পারে, আমি বোধ হয় নির্ধারিত ফি'র চেয়ে দশ টাকা কম দিয়েছি।
হালার পুতেরে কইস্যা একটা চড় মারতে পারলে এর বদলা হতো।
৪| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৫
বাবু বিসি বলেছেন: আমিও দিয়েছি। না দিয়ে উপায় নাই ভাই। অন-লাইনে আবেদন করলে ঝামেলা কমে যায়।
৫| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৯
ব্যাংকার বলেছেন: পাসপোর্ট ফি আদায়ের সঙ্গে অবৈধভাবে ভ্যাট নেওয়া হচ্ছে। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন সোনালী ব্যাংক শাখায় পাসপোর্ট ফির সঙ্গে ভ্যাট আদায় করা হচ্ছে। জানা গেছে, পাসপোর্ট তৈরির জন্য এ শাখায় 'ফি' জমা দিতে আসা প্রত্যেকের কাছ থেকে ৫ ও ১০ টাকা করে ভ্যাট আদায় করছে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। বেআইনি প্রক্রিয়ায় পাসপোর্ট ফির সঙ্গে বাড়তি এই ভ্যাট আদায় করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলেছে, পাসপোর্ট ফির বিনিময়ে ব্যাংকের ভ্যাট নেওয়ার কোনো এখতিয়ার নেই। এটা স্রেফ চাঁদাবাজি ও শাস্তিযোগ্য অপরাধ।
লিংক
৬| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
ব্যাংকার বলেছেন: পাসপোর্ট ফি আদায়ের সঙ্গে অবৈধভাবে ভ্যাট নেওয়া হচ্ছে। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন সোনালী ব্যাংক শাখায় পাসপোর্ট ফির সঙ্গে ভ্যাট আদায় করা হচ্ছে। জানা গেছে, পাসপোর্ট তৈরির জন্য এ শাখায় 'ফি' জমা দিতে আসা প্রত্যেকের কাছ থেকে ৫ ও ১০ টাকা করে ভ্যাট আদায় করছে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। বেআইনি প্রক্রিয়ায় পাসপোর্ট ফির সঙ্গে বাড়তি এই ভ্যাট আদায় করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলেছে, পাসপোর্ট ফির বিনিময়ে ব্যাংকের ভ্যাট নেওয়ার কোনো এখতিয়ার নেই। এটা স্রেফ চাঁদাবাজি ও শাস্তিযোগ্য অপরাধ।
লিংক
৭| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
ব্যাংকার বলেছেন: পাসপোর্ট ফি আদায়ের সঙ্গে অবৈধভাবে ভ্যাট নেওয়া হচ্ছে। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন সোনালী ব্যাংক শাখায় পাসপোর্ট ফির সঙ্গে ভ্যাট আদায় করা হচ্ছে। জানা গেছে, পাসপোর্ট তৈরির জন্য এ শাখায় 'ফি' জমা দিতে আসা প্রত্যেকের কাছ থেকে ৫ ও ১০ টাকা করে ভ্যাট আদায় করছে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। বেআইনি প্রক্রিয়ায় পাসপোর্ট ফির সঙ্গে বাড়তি এই ভ্যাট আদায় করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলেছে, পাসপোর্ট ফির বিনিময়ে ব্যাংকের ভ্যাট নেওয়ার কোনো এখতিয়ার নেই। এটা স্রেফ চাঁদাবাজি ও শাস্তিযোগ্য অপরাধ।
লিংক
৮| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ব্যাংকার বলেছেন: পাসপোর্ট ফি আদায়ের সঙ্গে অবৈধভাবে ভ্যাট নেওয়া হচ্ছে। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন সোনালী ব্যাংক শাখায় পাসপোর্ট ফির সঙ্গে ভ্যাট আদায় করা হচ্ছে। জানা গেছে, পাসপোর্ট তৈরির জন্য এ শাখায় 'ফি' জমা দিতে আসা প্রত্যেকের কাছ থেকে ৫ ও ১০ টাকা করে ভ্যাট আদায় করছে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। বেআইনি প্রক্রিয়ায় পাসপোর্ট ফির সঙ্গে বাড়তি এই ভ্যাট আদায় করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলেছে, পাসপোর্ট ফির বিনিময়ে ব্যাংকের ভ্যাট নেওয়ার কোনো এখতিয়ার নেই। এটা স্রেফ চাঁদাবাজি ও শাস্তিযোগ্য অপরাধ।
লিংক
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৪
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ওই ১০ টাকা দিয়েই ওদের রুতি রুজি হয়। আপনার মত সবাই যদি ওই ১০ টাকা করে ওদের ভিক্ষা না দেন তাহলে অরা খাবে কিভাবে, থাকবে কিভাবে?
যে টাকা বেতন দেয় সরকার তাতে কি আর চলে নাকি। ওদের দরকার বাড়ি, গাড়ি, আপানার ১০ টাকা করে না দিলে ওনারা বাড়ি গাড়ি করবে কিভাবে?