নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সময় খাই, সময় আমাকে খায়... শুধু দৃষ্টিভঙ্গি বদলায়।

কবি ও কবিতার যাবতীয় স্থলন/ ভুলে তুমি ছুঁয়ে দিলে দ্বিগুণ ফলন/ উঠতেই পারে ঘরে ইচ্ছায় পালন/ নামগোত্রহীন হবে ফকির লালন।

নামগোত্রহীন

আমি সময় খাই, সময় আমাকে খায়...শুধু দৃষ্টিভঙ্গি বদলায়।

নামগোত্রহীন › বিস্তারিত পোস্টঃ

নির্বাসনের কাব্য

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

১.

এই শহরেই তোমার আমার দেখা

দু’জনেই সেদিন ছিলাম আগুন্তুক

জীবিকার টানে এই শহরেই একা

কুরে কুরে খায় নির্বাসনের অসুখ।



২.

এই শহরটা আলোতে ঝলমলে

আমার বুকে খা খা করে দুপুর

এই শহরে হাজার জোনাক জ্বলে

আমায় টানে তোমার পায়ের নুপুর।



৩.

এই শহরটা ভীষণ রকম রঙিন

ছোঁয় না তবু একটু আলোক ছটা

দাবরে বেড়াই শহর রাস্তা দিন

তুমি ছাড়া ব্যর্থ আমার হাঁটা।



৪.

বিকাল হলে ডাকে জাদি পাহাড়

একলা বসে তোমায় দেখি শহর

ভিন গাঁয়েতে থাকে মনের আহার

তারে ছাড়া আর কাটে না প্রহর।



৫.

কক্সবাজারে নির্বাসনে আছি

তবু মনের মধ্যে তোমার জন্য ক্ষুধা

সাগরের জল বলে মেঘ হয়ে বাঁচি

জানে তা কবি নূরুল হুদা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

প্রান্তিক জন বলেছেন: এখনও সেই গীতি কবিতার যুগে পড়ে আছেন ???

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

প্রান্তিক জন বলেছেন: এখনও সেই গীতি কবিতার যুগে পড়ে আছেন ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.