![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সময় খাই, সময় আমাকে খায়...শুধু দৃষ্টিভঙ্গি বদলায়।
তিতির বইকে বলে ‘মামা’। ওর দাদু ছড়ার বইয়ের কোন একটি ছবি দেখিয়ে বলেছিলো- এটা তোমার মামা। তারপর থেকে সব বই তার কাছে মামা। আমার বুকসেলফের কাঁচে নাক ডুবিয়ে আধো আধো বুলিতে প্রায়ই বলে ‘বাবার মামা’ ‘বাবার মামা’। ছবি ও ছড়ার বই তিতির খুবই পছন্দ করে। বইয়ের ছবি দেখতে, শুনতে আর ছিড়তে আরকি! ১৪ মাস বয়সেই ছড়ার মনোযোগী শ্রোতা সে। পরিচিত ছড়ার দুই একটা শব্দ সে ছড়া শুরু করলেই বলে দিতে পারে। মাঝরাতে ঘুম ভাঙলে ছড়া বললে ঘুমিয়ে পড়ে। তার জন্য নিত্য নতুন ছড়ার খোঁজে ছড়া লেখার এই প্রয়াস-
০১.
পান্তা বুড়ি পানতা বুড়ি
কোথায় তুমি যাও?
যাচ্ছ বুঝি রাজার বাড়ি
সঙ্গে আমায় নাও।
আমি তিতির খাইনা মোটে
রাজার বাড়ি গিয়ে
পান্তা খাবো হাপুস হুপুস
ইলিশ ভাজা দিয়ে।
০২.
রাত হলো ঘুমু যাও
চাঁদ মামা চুমু খাও
আমার চাঁদের কপালে
করো না কো হাউকাউ
তাড়াতাড়ি ঘুমু যাও
উঠতে হবে না কাল সকালে?
©somewhere in net ltd.