নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষানবিশকাল চলছে......

আফরোজ ন্যান্সি

ঈশ্বরী

আফরোজ ন্যান্সি › বিস্তারিত পোস্টঃ

ভালো সকাল = খারাপ সকাল

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৮

জরুরী দরকারে সকাল ৮ টার মধ্যে পাসপোর্ট অফিস যেতে হচ্ছে। তাড়াহুড়োয় পাঠাও কল করলাম। মিনিট দশেক চেষ্টার পরে রাইড পাওয়া গেলো। বাসার নীচে নেমে দেখি সুদর্শন এক যুবক স্কাই ব্লু শার্টের ওপর পাতলা কালো শাল জড়িয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। মনে করার চেষ্টা করলাম আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। বেরোনোর সময় রুমমেট কে কাঁথায় মুখ মাথা ঢেকে ঘুমোতে দেখে আসছি তার মানে ঘুম থেকে ওঠার পর এই সুদর্শন বাদে অন্য কারো মুখই দেখিনাই। আকাশের দিকে আড়চোখে একবার তাকিয়ে দেখার চেষ্টা করলাম সূর্য আজ দিক ভুল করেনি তো ! জীবনে আজ অব্দি পাঠাও-উবারের যতো রাইড নিয়েছি দেখা গেছে তাদের প্রত্যেকে হয় মধ্যবয়স্ক আংকেল অথবা ভুড়িওয়ালা প্রায় টাক পরে যাওয়া যুবক এবং আংকেল সমাজের মাঝামাঝি পজিশনের কেউ। সাত সকালে এই সুদর্শনের রাইড পাওয়ার পিছনে গ্রহ-নক্ষত্রের হাত নাই তো!
কিন্তু সুদর্শনের মনে হয় ভাব একটু বেশী, প্যাসেঞ্জার দাঁড়ায়া আছে দেখেও তার কোনো রা নাই। তা ভাব তার একটু বেশী হইতেই পারে, ভাব নেওয়ার মতোই সে। আমি গটগট করে তার সামনে গিয়ে গলার স্বর যথেষ্ট চড়া করে পাল্টা ভাব মাইরা বললাম, “আগারগাও যাবো, পাসপোর্ট অফিস- চেনেন তো নাকি?”
সুদর্শন আমার দিকে ভ্রু কুচকে চোখ ছোট করে কয়েক সেকেন্ড তাকিয়ে বুঝার চেষ্টা করলো আমি কি বলতে চাইতেছি। তারপর কঠিন মুখে বললো, “সরি আপু কি বললেন বুঝলাম না”
“রাইড নিয়ে দাঁড়ায়া আছেন আর বলতেছেন বুঝি না আজব” কথাগুলো সুদর্শনকে বলতে যাবো ঠিক সেই সময় ফোন বাজলো-
“আফা আপনার বাসার নম্বর তো খুঁজে পাইতেছি না, আপনে একটু কষ্ট কইরে মাঠের সামনে আইসে খাড়ান”
রাইডারের ফোন রেখে দেওয়ার পর মনে হলো এর থেকে বাজে সকাল আমার জীবনে আর আসে নাই।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৬

পবিত্র হোসাইন বলেছেন: B-)) B-)) B-))

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৭

আফরোজ ন্যান্সি বলেছেন: মানুষের দুঃখে হাসতে নেই

২| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২০

আমি মুক্তা বলেছেন: =p~ :`> ওহ হো! আপুনি! আপনি তাকে সরাসরি বললেই তো পারতেন কিছু মনে না করে আমাকে একটু পাসপোর্ট অফিসে দিয়ে আসুন না, খুব জরুরি দরকার।

সুন্দরী মেয়ের মিষ্টি একটা হাসিতে গোটা পৃথিবীটাই পালটে যায়, আর ওই ব্যাটা সুদর্শনের এত্ত সাহস আপনাকে রিফিউজ করে! :-B

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৬

আফরোজ ন্যান্সি বলেছেন: বুদ্ধিটা মাথায় আসেনি তখন। নেক্সট টাইম সুদর্শন কে পেলে অবশ্যই বলবো

৩| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Ohhh humerus

৪| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: 何処?に行ってもロープ等内に入ってる方々、たまに見かけます。某所(古き良き時代の家々が立ち並ぶ場所)では私は私有地の方と仲が良く地主?親族?公認で勝手にロープ等内に入りますがほかの人から見たら...。(^_^;)

২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪০

আফরোজ ন্যান্সি বলেছেন: ট্রান্সলেট প্লিজ

৫| ২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৯

নয়া পাঠক বলেছেন: আপনার পোষ্টটি বেশ কয়েকবার পড়লাম! একবার মন্তব্য করতে গিয়েও ফিরে গেছি। কিন্তু শেষ পর্যন্ত কিছু না বলে থাকতে পারছি না।

ঠিক বুঝতে পারছিলাম না এটা আপনার কষ্টের সকাল না আনন্দের। যাহোক:

রূপে মইজো না সুন্দরী
রূপে অনেক জ্বালা
রূপওয়ালা পাত্রের চেয়ে
কালা অনেক ভালা!

রূপবান যদি হৃদয় চাহে
সকলি তার জানো আগে
যেন হঠাৎ ফেলে বিপদ-ত্রাহে
তব জীবন থেকে নাহি কভু ভাগে!

শুভকামনা নিরন্তর।


২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৫

আফরোজ ন্যান্সি বলেছেন: হা হা হা

৬| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৩

মাহমুদুর রহমান বলেছেন: হে হে হে

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৬

আফরোজ ন্যান্সি বলেছেন: হি হি হি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.