নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লিখতে চেষ্টা করি ।

ন্যািন্স েদওয়ান

আমি ন্যান্সি দেওয়ান একজন লেখিকা

ন্যািন্স েদওয়ান › বিস্তারিত পোস্টঃ

"অযান্ত্রিক আমি" দেওয়ান নজরুলের লেখা গানের কলি আমার কবিতায়

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

রূপকথার জীবনটা এক সময়ে
হারিয়ে যাবে তোমার মনের গহীনে
তলিয়ে যাবে যান্তিক শহরে
কাজের বন্ধন ভেদ করে
তুমি বাসা বাঁধবে অন্য প্রাণে
পাখির বাসার মতো দুইটি চোখ তোমার
ঠিক যেন নাটোরে বনলতা সেন
হবে অতীত
আর কয়েক ঘণ্টা !
তুমি হবে পর, বেঁছে নিবে
দূরের বসবার
বাধাধরা জীবনটার
এক ধাপ চুকিয়ে দিয়ে
আগুন্তুক আমি,এসেছি একই
একলা হতে ।
অযান্ত্রিক আমি
সেই গানের কলি, গাইবেন না
বলবো না তোমাকে
নাটোরে বনলতা সেন ।



ছবি:বাংলা নাটক

* বর্ণন :"পাখির বাসার মতো দুইটি চোখ তোমার
ঠিক যেন নাটোরে বনলতা সেন "
আমার বাবা দেওয়ান নজরুলের লেখা "জিঘাংসা"
চলচ্চিত্র জনপ্রিয় গানের কলি
আমি আমার কবিতা ব্যবহার করেছি ।
তার ছোয়া ধরে রাখলাম আমার কবিতায়
আজ তার জন্মদিনে ।



ছবি:দেওয়ান নজরুল

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



আপনি গত এক মাসে ২৪টি লেখা পোস্ট করেছেন; অনেক কমেন্টও পেয়েছেন। নিজেও অনেক কমেন্ট করেছেন। এগুলো ভাল লাগলো। ব্লগে নিয়মিত সময় দিন। লিখুন মন খোলে। আশা করি, অল্পদিনে 'সেফ' হবেন। আর নামের বানানটি সংশোধন করার জন্য ব্লগ কর্তৃপক্ষকে মেইল করতে পারেন।

হ্যাপি ব্লগিং................!!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

ন্যািন্স েদওয়ান বলেছেন: আমি মেসেজ করেছি কর্তৃপক্ষকে কিন্তু মেসেজটি যাচ্ছে না, অনেক ধন্যবাদ আপনাকে । আপনার কমেন্টস পড়ে খুব ভালো
লাগলো ।

হ্যাপি ব্লগিং আপনাকেও ...।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

ন্যািন্স েদওয়ান বলেছেন: আপনি যা বলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.