নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লিখতে চেষ্টা করি ।

ন্যািন্স েদওয়ান

আমি ন্যান্সি দেওয়ান একজন লেখিকা

ন্যািন্স েদওয়ান › বিস্তারিত পোস্টঃ

বেদনা আর শুন্যতা

৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

তোমাকে ভালোবাসতে গিয়ে
আমি যে পথ হারিয়ে ফেলেছি ।
তোমাকে কাছে পেতে যেয়ে
বিসর্জন দিয়েছি অনেক কিছু ।
আমার এই প্রাণহীন হৃদয় জুড়ে
শুধু শুন্যতা আর শুন্যতা
এখানে ভালোবাসার ছিটে ফোটা নেই
কেউ ভালোবাসতে এখন ভয় হয়
তবে কি কবে পাবো
আমি আলোর দেখা ?
এই ভুবনে ।



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

হাবিব বলেছেন:




ভালবেসে সব পাওয়া হতো যদি তোমাকে পেতাম
তোমার রঙ মেখে ঠোটে রাঙাতে পারতাম
বদলে যেত শুন্য হৃদয়

২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আরেকটু গুছিয়ে লিখবেন।
ঠিক কবিতার মতো করে লিখবেন।

শুভকামনা।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার ন্যািন্স েদওয়ান ;
দুঃখিত আপনার নামটি আমি উচ্চারন করিতে পারিলাম না।
আপনার নামটি প্রতি উত্তরে উচ্চারনে খোলসা করিয়া দিলে ভালো হয়।
যাইহোক; এই মাত্র আপনার ব্লগ থেকে ঘুরিয়া আসিলাম। আপনি খুউব ভালো লিখেন বলিতেই হইবে।
আজকের কবিতা সমন্ধে ব্লগার সাইয়িদ রফিকুল হক বলেছেন:
"আরেকটু গুছিয়ে লিখবেন। ঠিক কবিতার মতো করে লিখবেন।"
তাহার উদ্দেশ্যে আমাকে বলিতে হয়ঃ কবিতা অত বিস্তারিত ভাষায় লিখা হয় না।
সারসংক্ষেপেই লিখা হইয়া থাকে, পাঠক-পাঠীকাদের বুঝিয়া নিতে হয়।
আজকের ন্যািন্স েদওয়ান -এর লিখা এই কবিতা নিটোল সুন্দর এক ভালোবাসার কবিতা।
কবিতা আমার ভালো লাগিয়াছে। আরও লিখুন; অবশ্যই পড়িবো।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

ছবি পোষ্টের উপরে দিবেন। নিচে না।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.