![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির এক ফোঁটা বিন্দু
এসে আমাকে ধরে,
মনের হাজার ফোঁটা দুঃখ
তখনই নিমিষেই ঝরে পড়ে।
আমাকে ঐ ফোঁটা বলে…
যখন হৃদয় জ্বলে তখন মানুষ কত সান্তনা দিয়ে তাকে আগলে রাখে!
এক পথ সামনে এসে পড়ে
দু'পা সামনে চলে,
পথ যখন অন্ধকার তলে
তখনই হাজার বিশ্বাস ছুটে চলে!
আমাকে ঐ বিশ্বাস বলে…
জীবন যখন দেওয়ালে ঠেকে পড়ে তখন মানুষ কত অলিগলি খুঁজে ফেরে!
ভালোবাসার এক হাসি
চোখের সামনে ভাসে,
হাসি দেখে তুমিও যখন হাসবে
তখনই চোখে হাত দিয়ে দেখ কি আসে?
আমাকে ঐ হাসি বলে…
যখন ভালোবাসার অভাব চলে তখন মানুষ সে হাসির পিছনে পড়ে!
যখন দীর্ঘশ্বাসটা আসে
মানুষের বিশ্বাসটা কাঁদে,
হাজার হাজার সর্ম্পক
তখনই অল্প ঝাকুনিতে ভাঙে।
আমাকে ঐ দীর্ঘশ্বাস বলে…
মানুষ যখন সব হারিয়ে শিক্ষা পায় তখন তাকে বিবেক বলে!
২| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০
নাওছিব বলেছেন: ধন্যবাদ পিয়ালী
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:৩১
পিয়ালী দও বলেছেন: ভাল লাগল