![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিশুর আজ বিষণ মন খারাপ সিঁড়ির ধারে বসে আছে...দুই হাত মুখে দিয়ে!
ভালোবাসার মানুষটিকে যে দিন বেশি দেখতে ইচ্ছে করে তাকে সেই দিন দেখা তো দূরের কথা খুঁজেও পাওয়া যায় না !
মিশু ব্যাগ থেকে একটা খাতা আর পেন্সিল বের করে লিখা শুরু করল...উদ্দেশ্য এইভাবে আর কতদিন তাই চিঠি লিখে জানাবে মনের কথা...
প্রিয় 'মুনা'
আচ্ছা তুমি আমার সাথে এমন আচরণ কর কেন? আমি কি তোমাকে খুব বেশি বিরক্তি করি? তিন মাস ধরে সিঁড়ি দিয়ে তোমার সাথে উঠি কিন্তু তোমার এই আচরণ আমাকে মর্মাহত করে? তুমি দৌড় দিয়েই উঠে যাও তিন তলাতে। গত চার মাস ধরে তোমার পিছে পিছে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠি তুমি কি একটু ধীরে ধীরে যেত পার না? আর আমাকে সাইড দিতে গিয়ে একেবারে কর্ণার ঘেষে যাওয়ার কি দরকার? আমি কি টিএসসির কোন পোশাক বিরধী নাকি? তোমাকে দেখার জন্য ঘন্টা খানেক বসে থাকতে হয় কারণ তুমি কোন দিন তাড়াতাড়ি কোন দিন দেরিতে আসো, অথচ আমার জন্য সারাদিনে তোমার পাঁচ মিনিট সময় হয় না। তোমার আচরণ দেখে আমার নিজেকে একটা বখাটে মনে হয়!
পেন্সিল মুখে দিয়ে ভাবছে মিশু এটা কোন চিঠি নাকি চিঠির মাথা...! যাই হোক লেখা বুঝা গেলেই হচ্ছে...আবার লেখা শুরু...
আচ্ছা আমি তো শুনলাম মেয়েরা নাকি অনেক দূর থেকে খেয়াল করতে পারে কে কে তার দিকে তাকিয়ে আছে বা তাকে ফলো করছে, তবে...
- হুম পারে তো...আপনার মত নাকি?
- মিশুর হঠাৎ করে খাতা আর পেন্সিল পড়ে যায়, আর হা করে তাকিয়ে থাকে মুনার দিকে...
(মুনাও হাটু ভেঙ্গে, দুই হাত হাটুতে রেখে লেখার দিকে এতক্ষণ মনযোগ দিয়েছিল যদিও এখন সোজা হয়ে দাড়িয়ে আছে).
- কি দেখেন?
- না তুমি আসছ কখন?
- সেটা জেনে আপনার কি দরকার?
- না কারো গোপন লেখা এই ভাবে পিছন দিয়ে এসে পড়া কি ঠিক?
- বাহ চোরের আবার ধর্ম, গত চার মাস যে পিছন পিছন সিঁড়ি বেয়ে উঠেন সেটা কি? আর আমি কি পিছন দিয়ে আসছি নাকি আমি তো আপনার বাম পাশেই ছিলাম!
- ওকে আর হবে না...(বলে হাঁটা দিল মিশু)
- চিঠিটা দিয়ে যান...
(মিশু কিছু না বলে আরো জোরে হাঁটা দিল)
- ঠিক আছে তবে আজ থেকে আমিও বান্ধবীদের ছেড়ে আর একা একা সিঁড়ি বেয়ে উপরে উঠবো না !
মিশু হঠাৎ থেমে গেল, কিছু না ভেবেই পিছনে তাকাল...মুনা মুচকি হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে, খানিক পর ধীরে ধীরে হাঁটা দিয়ে সিঁড়ির গোড়াতে এসে দাড়াল...
মিশুও পিছন পিছন...!
©somewhere in net ltd.