নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাসের আড়ালে

নাতাশা মজুমদার

মাথার ভিতরে স্বপ্ন নয় — প্রেম নয় — কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতার ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়?

নাতাশা মজুমদার › বিস্তারিত পোস্টঃ

হাহাকার

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

আমি কখনো পাহাড় চূড়ো ছুতে পারিনি
কখনো স্যান্ধ সাগরের নিরব ক্লান্তি দেখিনি
তোমাদের কবিতা সভায় আমার কখনো জায়গা হয়নি
কোন এক নেশাভ্রম গ্রুপে আমার লেখা গুলোকে যারা তাচ্ছিল্য ভরে ছুড়ে ফেলে দিয়েছিল জানলা দিয়ে-
সত্যিই আর হলো না অখাদ্য লেখা গুলোকে কবিতা বলে চালিয়ে দেয়া !
তবুও কলম হাতে তীব্র ষরযন্ত্রে লিপ্ত হই
ছায়া হয়ে নিরবে চলি পিছু পিছু
অদ্ভুত হীনমন্যতা কিংবা কি গভীর চুম্বকার্ষনে !
অথচ আমার শৈশব জুড়ে কোন নদী ছিল না
আমার চোখেই যে আস্ত একটা নদী ছিল -
সেটা আমারও জানা ছিল না !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

রাগিব নিযাম বলেছেন: দারুন

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

কল্লোল পথিক বলেছেন: অনবদ্য কবিতায়+++
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতা ভালো লাগছে কবি ।

চালিয়ে যান লেখা

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

অভ্রনীল হৃদয় বলেছেন: কথাগুলো উপভোগ্য ছিল। চমৎকার।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ সবাইকে

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগল .।.।।।

বিশেষ করে
অথচ আমার শৈশব জুড়ে কোন নদী ছিল না
আমার চোখেই যে আস্ত একটা নদী ছিল -
সেটা আমারও জানা ছিল না !


অসাধারণ

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ

৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

এম.এ.জি তালুকদার বলেছেন: ধন্যবাদ দিতে ক্ষতি নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.