![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
মা কে তেমন লেখালেখি করা হয়নি আমার। কমবেশী সবারই মা কে নিয়ে অনুভূতি রয়েছে। তাই আমারও অনুভূতি টুকু ফুটিয়ে তোলার ব্যর্থ চেস্টা করলাম মাত্র ।
.
মা, ভালবাসার অপর একটি নাম। প্রতিটা মানুষের জীবনে এটা একটা ভালবাসার প্রতিক।যেন বিনা সুতোর বন্ধনে আবদ্ধ একটি শক্তি।এটি আলাহ প্রদত্ত একটি নিয়ামত সমগ্র মানবজাতির জন্য।
.
একজন মা তার সন্তানের জন্য মোটিভেটর হয়ে থাকেন। আপনার জন্মের পর থেকে মহান দায়িত্ব নিয়ে আপনাকে মানুষ করেছেন, আপনার হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে প্রতিটা পদে পদে আপনাকে চলতে শিখিয়েছেন।
.
মনে আছে শৈশবে আপনাকে কিভাবে বাস্তবতা শিখিয়েছেন, হ্যা হয়তো উনার বড় মাপের ডিগ্রী নেই, তবে উনি যা শিখিয়েছেন তা একজন পিএচডি ডিগ্রী ধারীর পক্ষেও শেখানো সম্ভব নাহ। শৈশবে মায়ের কড়া শাসন/চোখ রাঙ্গানো গুলো খুব মিস করি। এখনও মাঝে মাঝে ইচ্ছে হয়, একটু দুষ্টুমি করে তার একটু বকুনি খাই।
.
প্রতিটা মানুষেরই মার প্রতি ভালবাসা রয়েছে।তবে তা প্রকাশের ধরন, একেকজনের কাছে একেক রকম।কেও হয়তো ঘন্টার পর ঘন্টা কথা বলে নিজের অনুভূতি ব্যক্ত করেন, আবার কেও হয়তো ৫/১০ মিনিটে বুঝিয়ে থাকেন।
.
একজন মা তখনই মোটিভেটর হয়ে যান, যখন আমরা কোন দুঃসময় পার করি কিংবা কোন সিদ্ধান্ত হীনতায় ভুগি? তার বিকশিত জীবনের সাপোর্টে আমাদের দুঃসময়টা হয়ে যায় রঙ্গিনময়। অবিশ্বাস্য ভাবে তিনি একজন লাইফ সাপোর্টার হয়ে ছায়ার মতো থাকেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত।
.
মনে করুন, আপনার বিশেষ কেও একজন আছে, যে আপনার ২৪ ঘন্টার খোজ খবর রাখে, তারপরেও আপনি কিসের যেন একটা শুন্যতা বিরাজ অনুভব করেন।হ্যা এটাই মায়ের ভালবাসা, যেটা অন্য কেও পূর্নতা দিতে পারেইনা।
.
আপনি কেমন আছেন, তা আপনার ভয়েস শুনেই টের পেয়ে যায় সেই মমতাময়ী মা। আপনি অনেক ভাল আছে বললেও তাদের কপালের চিন্তার ভাজ কখনোই সোজা হয়না। তাদের প্রতিটি নামাজ শেষে দোয়াই থাকে আপনার কল্যানের জন্য ফরিয়াদ।
.
যখন বাড়ি থেকে ফিরে আসি, তখন মায়ের দিকে তাকিয়ে "চলে গেলাম" বলার সাহস পাইনা, কারন তার হয়তো অশ্রুসিক্ত নয়নটাকে সঙ্গে নিয়ে যেতে চাইবনা, কিন্তু ঠিকই আমার চাপাস্বরের কথা ধরা দেই তার মায়ার কাছে।
.
একজন মা আমাদের চাহিদা অনুযায়ী আবদার মেটাতে পারেনা বলে আমাদের অভিযোগের শেষ নেই তার প্রতি। কিন্তু একবার ভেবে দেখুন তার সাধ্যের মধ্যে থাকলে আপনাকে কি "না" করবে? আর তিনি ত অসাধ্য সাধন করে আপনাকে মানুষ করেছেন। আপনি কতটুকু মায়ের জন্য করতে পেরেছেন? তারজন্য কি মা কোন অভিযোগ নিয়ে এসেছে আপনার কাছে.?
.
যারা মায়ের ভালোবাসা গুলো বুঝতে চেষ্টা করেননা তাদের বলছি, একবার বৃদ্ধাশ্রমে গিয়ে ঘুরে আসুন, তারপর দেখুন তাদের অশ্রুসিক্ত নয়নে কত চাপাকান্নার গল্প লুকিয়ে আছে? মা কে কষ্ট দিয়ে আপনি হয়তো ভালভাবে বাঁচতে পারবেন, কিন্তু প্রকৃত সুখ খুজে পাবেননা। আর আল্লাহ ত পবিত্র কোরআনে তাদের সাথে "উহ" শব্দটি ব্যবহার করতে নিষেধ করেছেন, এবার তাহলে আপনি ভাবুন..
.
যারা অকালে কিংবা ইতিমধ্যে মা হারিয়েছেন তাদের ব্যাথা হয়তো আমি বুঝবনা( আল্লাহ তাদের মাগফিরাত দান করুন)। তবে তাদের থেকে মায়ের ভালবাসার প্রকৃত সঙ্গাটা বুঝতে পারবো আমরা।
.
বেচে থাকুক প্রতিটি মা প্রতিটা মানুষের অন্তরে ভালবাসার পরশে।আমি গর্বিত একজন মমতাময়ী মা পেয়ে আর আপনি.....?
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
রাজীব নুর বলেছেন: মাকে নিয়ে খুব সুন্দর পোষ্ট দিয়েছেন।
পোষ্টটি খুব ভালো লেগেছে।