নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু সুন্দর আছে এ ধরার মাঝে/সকলি রূপ পেল তাঁর সৃষ্টি-সাজেযিনি সৃজিয়াছেন কত সৃষ্টি_ভালবেসে সুন্দরের/আমিও তাই ভালবেসে যাই প্রভু হে,তোমার অপরূপ সৃজনের। *হাফেজ আলেম নাসির ওয়াক্কাস*

নাসির ইয়ামান

আমি নিজের ভুল ভাঙতে ভালোবাসি!

নাসির ইয়ামান › বিস্তারিত পোস্টঃ

সবাই ধর্ষক, সবাই ধর্ষন করে! [প্রসঙ্গ; রাজনীতি]

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৫

আমার দেশ ধর্ষিত! আমার মা ধর্ষিত!! আমার মায়েরা ধর্ষিত!!!
আমরা কুদীর্ঘ একশো নব্বই বছর যাবৎ রেইপ্ড হয়েছি বৃটিশ বেনিয়াদের দ্বারা! পাকিরা পঁচিশ ধরে
আমাদের আব্রু কেড়ে নিয়ে নির্মমভাবে খেলেছে!! আমরা প্রতিনিয়ত আমাদের মায়ের ইজ্জত নিয়ে পাশবিক খেলায় মত্ত আছি; ভায়েদের শয়তানী কায়দায় পঙ্গু করছি, ওদের অর্থ গুণ্ডামি করে লোপাট করছি, হিংস্রতার আকড়ে বন্দী, গুম, খুন ও হত্যা করছি; বোনদের ইজ্জত নিয়ে অবিরত কুত্তা-লীলায় ব্যস্ত আছি, অতঃপর হায়াত সাঙ্গ করে মস্তিত্ব করছি!!!

এসবই ঘটছে গণতন্ত্র নামক নোংরা রাজনীতিকে কেন্দ্র করে।
জেনে রাখুন! আমরা মুসলিম, ইসলাম আমাদের সার্বিক জীবন-ব্যবস্থা।কোরান সুন্নাহই আমাদের একমাত্র জীবন যাপনের রীতি, নীতি ও সংস্কৃতি।
ইসলাম গণতান্ত্রিক শাসন-ব্যবস্থার সমর্থন করে না।
"আর যারা আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী আইন করবে না, তারাই হলো 'কাফের" [আল কোরান
(যদিও কোন কোন দল গণতন্ত্রকে ইসলামিকীকরণের ব্যর্থ চেষ্টা করে, ইসলামের ওপর যুলুম করছে.।

আমরা যদি বাস্তব লজিকে আসি, তাহলেই বুঝতে পারবো, কেন গনতন্ত্র করা যাবে না!
'এই ধরুন,, একটা বাসে পঞ্চাশজন যাত্রী আছে়। সেখানে ভোট নেয়া হবে, সংগরিষ্ঠের ভোটানুযায়ী ফায়ছালা নির্ধারণ করা হবে, ধরুন সেখানে তিরিশজন আছে ধুমপায়ী, আর বিশজন ধুমপান করে না, এখন যদি ভোটের ভিত্তিতে আইন করা হয়, তাহলে বাসের মধ্যে ধুমপান বৈধ হয়ে যাবে, আর বাতিলের অশুভ জয় হবে.।


সুতরাং বাঁধ-বিভেদ ভুলে কোরান সুন্নাহভিত্তিক নিঃশর্ত জীবন পরিযাপন করি.।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৮

বলেছেন: ধর্ষণ তো একটি রাজনৈতিক দলের সবাই করে না, করে কেউ কেউ। যে ধর্ষক সে আওয়ামী লীগে থাকলেও ধর্ষণ করতো, বিএনপিতে থাকলেও ধর্ষণ করতো, জাতীয় পার্টিতে থাকলেও ধর্ষণ করতো বা কোন দলে না থাকলেও ধর্ষণ করতো; যদি তার মনোজগতে ধর্ষণের আকাঙ্খা থেকে থাকে ---------

২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৭

নাসির ইয়ামান বলেছেন: ধন্যবাদ প্রথম কমেন্টের জন্য।

আমি এখানে "ধর্ষণ"দ্বারা নিকৃষ্ট রাজনীতি বুঝাতে চেয়েছি..।

২| ২৮ শে মে, ২০১৯ রাত ১০:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টের উত্তর দিতে সবুজ তীরে ক্লিক করে উত্তর লিখুন :)

২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৮

নাসির ইয়ামান বলেছেন: ধন্যবাদ! বুঝতে পেরেছি!

৩| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা বাঙালিরা এই আশা করি যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু ভোট দেই অনইসলামিক দলকে।

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০২

নাসির ইয়ামান বলেছেন: জ্বী,তবে আমি ভোটাভুটির রাজনীতির বিরুদ্ধে বলেছি! আপনি লেখাটা মনযোগ দিয়ে পড়ুন।

আমি বলতে চাচ্ছি,সবার আগে জরুরী ব্যক্তিসংশোধন,তারপর পরিবার ও আত্মীয়দের সংশোধন অতঃপর জাতির পজেটিভ পরিবর্তন।

৪| ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: গণতন্ত্র সব সমস্যার সমাধান নয়। রাষ্ট্র পরিচালনায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ- সকলের প্রতি খেয়াল রাখতে হয়।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:১৩

নাসির ইয়ামান বলেছেন: হুম, সম্মানিত ব্লগার ঠিক বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.