নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু সুন্দর আছে এ ধরার মাঝে/সকলি রূপ পেল তাঁর সৃষ্টি-সাজেযিনি সৃজিয়াছেন কত সৃষ্টি_ভালবেসে সুন্দরের/আমিও তাই ভালবেসে যাই প্রভু হে,তোমার অপরূপ সৃজনের। *হাফেজ আলেম নাসির ওয়াক্কাস*

নাসির ইয়ামান

আমি নিজের ভুল ভাঙতে ভালোবাসি!

নাসির ইয়ামান › বিস্তারিত পোস্টঃ

কিছু বুঝতে পারছেন???

১৩ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:৪০

সম্প্রতি মাদ্রাসা-ছাত্রী নুসরাত নামক মেয়েটির সাথে ঘটে যাওয়া ঘটনার পর,অনেক মগজহীন পাবলিক দেখছি মাদ্রাসার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে!
যাদের মধ্যে বেশিরভাগই নামধারী সুশীল,চেতনাজীবী,নারীবাদী,কপালে বড় টিপওয়ালীগং।
বাংলাদেশ থেকে বিতাড়িত আন্তর্জাতিক বেশ্যা তসলিমা নাসরিন বলেছে,বাংলাদেশে মাদ্রাসা-শিক্ষা বন্ধ করে দিতে।

শুধু সে নয়,আরো কতিপয় নারীবাদী,সুশীল,চেতনার বড়িওয়ালা এবং কপালে বড় টিপওয়ালীদের মুখেও শুনলাম,মাদ্রাসা-শিক্ষা বন্ধ করে দেয়া হোক!

আচ্ছা,
মনে আছে,ভিকারুন্নিসা নুন স্কুল এ্যান্ড কলেজের কথা?
যেখানে শিক্ষক পরিমল একের পর এক অসংখ্য ছাত্রীকে ধর্ষণের পর শেষে ধরা পড়েছিল!!
তখন কেউ বলেনি,ভিকারুন্নিসা বন্ধ করে দাও।
ছাত্রী-হোস্টেলের বাথরুমের পিছনে, কনডম আর বেগুনের স্তুপ পাওয়ার পরেও কেউ বলে না,ছাত্রী-হোস্টেল বন্ধ করে দাও।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগ নেতা,যে কিনা বাসর সাজিয়ে প্রতিরাতে একেকটা করে ধর্ষনের পর,শতক পূর্ণ করে মিষ্টি বিতরণ করে,সেঞ্চুরী উদযাপনের পরও,কেউ তো বলেনি 'জাবি' বন্ধ করে দাও।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই ছাত্রী,যে কিনা ক'দিন আগে বয়ফ্রেন্ডের সন্তান জন্ম দেওয়ার পর,তা বাক্সবন্দী করে রেখেছিল,মনে পড়ে?
এরকম হাল শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয়,প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলিও অনুরূপ।এগুলি প্রতিটি পাবলিক ইউনিভার্সিটিতে হরহামেশায় ঘটে,কিন্তু এসব কখনোই খবরের কাগজ ফলোআপ করে না।কেবল তখনই শিরোনামে আসে,যখন বেলুন বিস্ফোরিত হয়ে কোনো অঘটনের জন্ম দেয়।
এতোকিছুর পরও,কেউ কখনো বলেনি,পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেয়া হোক!
পত্রিকায় খবর ছাপে_ভার্সিটির ছাত্রীরা আবাসিক হোটেলে দেহ ব্যবসায়ের সাথে জড়িত।
মাদ্রাসার কয়টা মেয়ের দেহ ব্যবসায়ে জড়িত থাকার কথা শুনেছেন??
কেউতো বললো না ইউনিভার্সিটি বন্ধ করে দাও!
চট্টগ্রামের ফয়েসলেক" এবং আশপাশের হোটেলগুলিতে,যতোবারই চালিয়ে আটক করা হয়।তার মধ্যে অধিকাংশই "বাওয়া"স্কুলের ছাত্রী।
কই,কখনো কাউকে বলতে শুনিনি,"বাওয়া স্কুল" বন্ধ করে দেযা হোক!

মাত্রাতিরিক্ত খারাপ রেকর্ডের কারণে"বেগুন মহিলা কলেজ"নামে পরিচিতি পাওয়া সেই "ইডেন মহিলা কলেজ" ঢাকার বুকে ঠাই দাঁড়িয়ে আছে।এই কলেজের ব্যাপারে ঢাকা শহরের লোকেরাসহ পুরো দেশবাসী জানে।কেউ এখনো বলেনি,'ইডেন মহিলা কলেজ'বন্ধ করে দাও।

বৈশাখী মেলায় পিঠ-পেট আরো... দেখিয়ে,ঘুরে বেড়ায় কারা?
হ্যাঁ,ভার্সিটির মেয়েরা।
বৈশাখী মেলা উদযাপন করতে গিয়ে যৌন হয়রানি হয়েছিল কোথায়?
হ্যাঁ,'ঢাবির টিএসসি চত্বরে'।তখন কেউ বলেনি,'ঢাবি'বন্ধ করে দাও।
মাদ্রাসায় কিছু হলেই প্রতিবন্দী মিডিয়া সেটাকে 'হাইলাইট'করে প্রচার করে!
কেন করে?
ভেবে দেখেছেন কখনও?

আমরা জানি,মানব-মস্তিষ্ক পরিবেশ-পারিপার্শিকতা দ্বারা প্রভাবিত হয়।ধীরে ধীরে পরিবেশটাকে বাজেভাবে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে।
একটাসময়,হুজুর দেখলেই আমাদের রাগ হবে; মসজিদ-মাদ্রাসার কথা শুনলেই আমাদের ঘেন্না আসবে।
একের পর আরেক ঘটনা ঘটিয়ে,সেগুলিকে হাইলাইট করে,ইসলাম সম্পর্কে আমাদের অন্তরে খারাপ মনোভাব সৃষ্টি করা হচ্ছে।
(তবে যে অঘটনগুলি ঘটেছে,আমরা অবশ্যই এর তীব্র প্রতিবাদ করি ও নিন্দা জানায়।এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই)

একটা সময় এমন হবে যে_ইসলামের নাম শুনলেই আমাদের মাথা খারাপ হয়ে যাবে।
এটাকে বলা হয় 'সাবনিমিনিয়াল টেকনিক'।এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রকারীরা এই 'টেকনিক'ই বর্তমানে কৌশলে ব্যবহার করছে; পৃথিবী থেকে ইসলামের আলো নিভিয়ে দেয়ার জন্য।
এবং এটাও দুঃখের বিষয় যে,বাংলাদেশে ওরিয়েন্টালিস্টদের'এজেন্টের সংখ্যা কম নয়,বরং অনেক।এবং দিনদিন এদের সংখ্যা বেড়ে যাচ্ছে!

আল্লাহ আমাদের ভ্রষ্টতার অন্ধকার থেকে হেদায়েতের আলোতে বের করে আনুক! আমিন!

এই পোস্টটি Ahsan Habib ভাইয়ের 'ফেসবুক পোস্ট'এর কপি! |খানিকটা পরিমার্জিত,পরিবর্ধিত|

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৫৪

ওমেরা বলেছেন: আপনি কি এখনো প্রথম পাতায় অনুমতি পাননি ?

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৬

নাসির ইয়ামান বলেছেন: জ্বী না! আপা,অনুমতি পাইনি।

২| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেউ মন্তব্য করলে দেখবে যে তারিখ ও সময় বরাবর ডান পাশে তিনটি চিহৃ আছে প্রথম সবুজ চিহৃটি ক্লিক করলে প্রতিউত্তর লেখার অবসন আসবে এবং প্রতিউত্তর লিখলে মন্তব্যকারী তা দেখতে পাবে নোটিফিকেশনের মাধ্যমে। আর এভাবে প্রতিউত্তর না লিখলে মন্তব্য কারী আপনার ব্লগে পুনরায় না আসলে আপনি কি উত্তর করেছেন যা জানতে পারবে না।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৭

নাসির ইয়ামান বলেছেন: ধন্যবাদ! ভাইয়া,বিস্তারিত বলার জন্য! বুঝতে পেরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.