![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
ছোটবেলা থেকেই লেখালেখি করার ইচ্ছে ছিল আধো আধো করে ভাঙ্গা ভাঙ্গা কিছু লেখা ছাত্রজীবনে লিখেছি আর ভেবেছি যদি আমার লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে আমার অনেক আনন্দ হবে,তবে আল্লাহর ইচ্ছেয় মাঝে মাঝে আমার এই ইচ্ছে পূরণ হয়েছে ।তারপর দীর্ঘদিন কোন কিছুই লিখা হলো না কারণ যখন ভাবলাম লিখব অথচ তা কারো উপকারে আসবে না অর্থাৎ লিখব কিন্তু লেখার বিষয়বস্তু কেউই উপলব্ধি করতে পারবে না কেননা তা প্রকাশ করার সুযোগ নেই ।তবে আমার এই ভাবনাকে গুড়িয়ে দিয়ে নতুন ভাবনার জন্ম দিল “সামহোয়ারইন ব্লগ”।মুক্তচিন্তার বাঁধ ভাঙার আওয়াজ আমাকে নতুন করে সাহস যুগিয়েছে মনের ভাব প্রকাশের সুযোগ করে দিয়েছে তাই এই ব্লগকে জানাই অসংখ্য ধন্যবাদ।এছাড়া ধন্যবাদ জানাই বন্ধু হাবিবকে কেননা তার অনুপ্রেরণাই আমাকে সাহস যুগিয়েছে লেখার জগতে আত্নপ্রকাশ করতে যার ফলশ্রুতিতেই আমি “সামহোয়ারইন ব্লগে যোগদান করেছি।আল্লাহর কাছে আমার প্রার্থনা আমি যেন আমার লেখনীর মাধ্যমে এই ব্লগে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারি।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৫৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আমিন।
স্বাগতম ও শুভকামনা ||