![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
সিয়াম সাধনার মাস,
মাহে রমজান।
বছর ঘুরে আত্নপ্রকাশ
করে একবার।
পবিত্রতায় ভরে দেয়
মুসল্লীদের মন।
স্নিগ্ধতায় পবিত্র হয়
দেহ আর মন।
সংযমের শিক্ষা দেয়
মাহে রমজান।
ধৈর্য্যর পরীক্ষায় ছুটে যায়
মুসল্লীরা মসজিদের পানে,
আশ্রয় চায় প্রভু
তোমার দরবারে।
দু’হাত তুলে ডাকে তোমায়
ক্ষমা করে দাও মোদের,
পাপী বলে পরিচিত
করো না মোদের।
সঠিক ভাবে ডাকি না প্রভু
কভু তোমাকে,
তবুও বাঁচিয়ে রেখেছ মোদের
অন্ন,বস্ত্র আর বাসস্হান দিয়ে।
ডাকি তোমাকে রমজান মাসে
পূর্ণ ভক্তি ভরে,
আশ্রয় মোদের দাও প্রভু
তোমারই ছায়া তলে।
©somewhere in net ltd.