![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
কাক ডাকা ভোরে
শিউলি তলে
উঁকি দেয় সূর্য দেবতা
জানায় আগমনী বার্তা
ডেকে ওঠে পাখি
জেগে ওঠে কবি।
কবির ভাবনা আকাশের সীমানা
কল্পনায় ভাসে সুদূর নীলিমা
আল্পনায় আঁকে বাংলার সীমানা
মনের ক্যানভাসে ভেসে আসে
অপরূপ বাংলার ছবি।
মাঠের পর মাঠ
ভরে আছে সোনালী পাট
স্বপ্ন দেখে কবি
দেশটা যেন এক ছবি।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
নাসিরন আক্তার বলেছেন: মন্তব্যে একটা দুখের কথা বলছি আমার নাম নাসরিন আক্তার কিন্তু ব্লগে এসেছে নাসিরন আক্তার এটা কি আমার ভুল না কি ব্লগের ভুল।