নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ

নাসিরন আক্তার

লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।

নাসিরন আক্তার › বিস্তারিত পোস্টঃ

মুক্তিসেনা

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

লাল সবুজের পতাকা,

আমার দেশের নিশানা।

পুব দিগন্তের ঐ সূর্য,

সন্তানের বুক ঢালা,

তকতকে তাজা রক্ত।



আছে বুকে দগদগে ক্ষত,

সন্তানের বেদনায় নত।

ভুলিতে পারি না সেই,

ভয়াবহ রজনী।

খোকার আহাজারীতে,

ভারাক্রান্ত হয় ধরনী।



কত দিবস,কত রজনী,

দু’চোখের পাতা এক করিনি।

ফিরে বুঝি এলো খোকা,

যাবে মিলিয়ে বুকের ব্যথা।



অবশেষে খোকা এলো ফিরে,

বুলেটের ক্ষত নিয়ে বুকে।

ঢলে পড়ে আমারই কোলের পরে,

ছটফটিয়ে গেল যে খোকা মরে।



যত ডাকি দেয় না সাড়া,

বুকের রক্ত বলে কেঁদো না মা,

আমি বাংলার বীর মুক্তিসেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.