নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ

নাসিরন আক্তার

লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।

নাসিরন আক্তার › বিস্তারিত পোস্টঃ

রূপের ছোঁয়া

২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২০

ঘোমটা মাথায় চলে বঁধু,

গাঁয়ের মেঠো পথে।

দৃষ্টি তার আটকে আছে,

সবুজ ধানের ক্ষেতে।



চলতে গিয়ে থমকে দাঁড়ায়,

মটর শুঁটির ক্ষেতে।

পা দু’খানি ভিজে গেছে,

ভোরের শিশির লেগে।



শাড়ির আঁচল জড়িয়ে আছে,

কাঁটা নটে শাকে,

বাঁশি হাতে রাখাল ছেলে,

যায় যে ছুটে মাঠে।



নৌকো ছুটে পাল তুলে,

নদীর বুক বেয়ে।

গাঁয়ের বঁধুর বুক যে তখন,

স্বপ্নে ভরে ওঠে।



নায়োর যাবে ভাবছে সে,

হাসছে মনে মনে।

নবান্নেরই পিঠে,পায়েস,

ডাকছে হাত নেড়ে।



মনটা বঁধুর চলছে ছুটে,

ছেলেবেলার গাঁয়ে।

অপরূপ এই রূপের ছোঁয়া,

বাংলাদেশেই আছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.