![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
এই ব্লগ হচ্ছে এমনই একটা ব্লগ যেখানে আমি প্রথম আমার মনের ভাব প্রকাশ করার সুযোগ পাই আমার লেখনীর দ্বারা।ব্লগের নিয়মানুযায়ী আমি ৭ দিন অবজার্ভেশনে ছিলাম।ব্লগের শর্ত অনুযায়ী আমার লেখা যদি মান সম্মত হয় তবে আমি প্রথম পাতায় লেখার সুযোগ পাব !এখন ব্লগের কাছে আমার প্রশ্ন আমার লেখা কি মান সম্মত নয়?তাছাড়া আমি ব্লগে লিখছি একমাস।আমাকে কি এখনও অবজার্ভেশনে রাখা হয়েছে?প্রথম পাতায় লেখা না আসলে তো লেখার উৎসাহ হারিয়ে যাবে।তাই প্রত্যেক লেখকের লেখনী যাতে যথাযথভাবে মূল্যায়িত হয় সে ব্যপারে ব্লগকেই সচেতন হতে হবে।
২| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ বিপুল দা ।আপনার মন্তব্যে আমি উৎসাহ পেলাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: do not upset keep writing. we are here. thank u .