নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ

নাসিরন আক্তার

লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।

নাসিরন আক্তার › বিস্তারিত পোস্টঃ

একতা

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

আকাশে উড়ছে বকের সারি,

সামনে আছে তাদের প্রতিনিধি।

সাম্য,একতায় বিচরণ করছে ,

তারা সারা দিগন্তময়।



মনে সাহস আর বুকে আছে বল,

সামনে এগিয়ে যাবে তারা,

মানবে না কোন বাঁধা,

দিগন্ত জয় করার এটাই তাদের পণ।



সুশৃঙ্খলভাবে করছে বিচরণ,

তারা নীল দিগন্তময়।

ন্যায়,নিষ্ঠা আর সময় ,

করেছে তাদের দৃঢ় প্রত্যয়।



দলগত ভাবে ঘুরছে তারা,

সারা দিগন্তময়।

মিলেমিশে নির্ভয়ে চলছে তারা,

মনে নেই তাদের কোন সংশয়।



সব বাঁধা উপেক্ষা করে,

দিগন্তকে তারা করবে জয়।

নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে তারা,

বিরামহীনভাবে চলছে ছুটে দিগন্তময়।



সত্যিকারের মানুষ হতে হলে,

শিখতে হবে পাখিদের কাছ থেকে।

মিলেমিশে চললে পরে,

বিপদকে ফেলা যাবে পিছে।



মানুষে মানুষে দ্বন্দ্ব না হলে,

পাখিদের মত মিল হবে ,

একে অপরের সাথে।

কন্ঠ ছেড়ে বলবে সবাই,

হিংসা,দ্বন্দ্ব ভুলে এস,

একে অপরের পাশে দাঁড়াই।



বজ্রকন্ঠে আওয়াজ করে বলতে চাই,

মান অভিমান ভুলে গিয়ে,

মানুষে মানুষে সাম্যের গান গাই।



হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে,

একে অপরকে কাছে নিব টেনে।

সুখে দুখে থাকব সবাই,

সবার পাশে সহানুভুতি আর সহমর্মিতা নিয়ে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: সবার পাশে সহানুভুতি আর সহমর্মিতা নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.