![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
পৃথিবীর আলো দেখতে,
সাহায্য করেছ তুমি।
তোমার নেই তুলনা,
তুমি তো জগৎ নন্দিনী।
স্নেহ,মায়া,মমতায়,
বড় করেছ আমায়।
নিজেকে নিঃস্ব করে,
সর্বস্ব দিয়েছ আমায়।
নিশি করেছ পার,
বসে আমার শিউরে।
শুয়েছো ভিজে তোশকে,
রেখেছ আমায় মুড়িয়ে,
স্নেহের শুকনো আঁচলে।
আমায় কাঁদতে দেখে,
কেঁদেছ তুমি অঝোরে।
আমার হাসিতে হেসেছ,
হৃদয় উজাড় করে।
তমি তো মা,
পৃথিবীর সেরা।
সন্তানের জন্য কর,
শুধৃ মঙ্গল কামনা।
নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে,
প্রতিষ্ঠিত করেছ আমায়।
বিনিময়ে দিইনি আমি,
কিছুই তোমায়।
আমার জন্য কর
প্রার্থনা দু’হাত তুলে।
আমি যেন থাকি ভাল
এই মিনতি কর,
পরম করুণাময়ের দরবারে।
২| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ আরজু পনি।আমার লেখা যদি সত্যিই আপনার ভাল লেগে থাকে তাহলে আপনাকে বলব আমার নিয়মিত লেখা”নিজ গুনে গুণী মহিমায় মহিয়সী” পড়ুন।নিজে পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন।আপনার নামের সাথে আমার নামের সাদৃশ্য আছে জেনে ভাল লাগল।আপনার আমার আমাদের সবার চেষ্টা যেন হয় কাজী আবেদ হোসেনের মত।আসুন আমরা কাজী আবেদ হোসেনের মহৎ কর্মকে মডেল করে দেশের জন্য দেশের জন্য কাজ করি।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬
আরজু পনি বলেছেন:
মায়ের মতো আপন কেহ নাই ।
আপনার পোস্ট গুলোতে চোখ বুলালাম...মনে হচ্ছে আপনার ব্লগে নিয়মিত আসতে হবে ।
শুভ ব্লগিং নাসরিন ।
ইয়ে মানে আমার আরজু পনি র মাঝখানে অংশও নাসরিন ।
ভালো লাগছে খুব যে, নাসরিন নামের খুব ভালো একজন সহব্লগার পেলাম ।
অনেক শুভেচ্ছা জানবেন ।।