নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিরাপদ ব্লগার! ভাবতে ভালই লাগছে!

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

ফালতু মিয়া

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী;- পথে পথে আমি ফিরি তার লাগি; দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর; আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি, যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি; সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান; কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,- আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল-মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখি, তারি মুখখানি, কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। পল্লী কবি জসিম উদ্দিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার প্রোফাইল বৃত্তান্ত শেষ করলাম

ফালতু মিয়া › বিস্তারিত পোস্টঃ

এই সাহসী পুলিশকে কেন কোন পদক দেয়া হলো না?

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪





তেব্র দিক্কার জানাই কেন দেয়া হলো না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

বিডি আমিনুর বলেছেন: ওনাকে অ্যাকশনে নবেল দেওয়ার জন্য মনোনীত করাহক

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

ফালতু মিয়া বলেছেন: ডিসি হারুনকে পদক দেয়া হলো কিন্তু একে না দেয়ার কারণ কি?

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মাহমুদুর রাহমান বলেছেন: X( X( X(

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ফালতু মিয়া বলেছেন: মন খারাপ করেন কেন ভাই? প্রতিবাদ করুন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.