![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী;- পথে পথে আমি ফিরি তার লাগি; দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর; আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি, যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি; সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান; কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,- আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল-মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখি, তারি মুখখানি, কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। পল্লী কবি জসিম উদ্দিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার প্রোফাইল বৃত্তান্ত শেষ করলাম
দেশে জাতীয় সংসদের নির্বাচনের সময় মনে হয় ঘনিয়ে এসেছে। যদিও হিসাব মতে আরও প্রায় ১ বছর সরকার ক্ষমতায় থাকার কথা। ইদানিং একটা বিষয় লক্ষ্য করছি, আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন সমাবেশে...
তেব্র দিক্কার জানাই কেন দেয়া হলো না।
©somewhere in net ltd.