নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিরাপদ ব্লগার! ভাবতে ভালই লাগছে!

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

ফালতু মিয়া

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী;- পথে পথে আমি ফিরি তার লাগি; দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর; আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি, যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি; সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান; কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,- আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল-মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখি, তারি মুখখানি, কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। পল্লী কবি জসিম উদ্দিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার প্রোফাইল বৃত্তান্ত শেষ করলাম

ফালতু মিয়া › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রীয় কোন সফরে গিয়ে প্রধানমন্ত্রী দলীয় নির্বাচনী প্রচারণা চালাতে পারেন কিনা?

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

দেশে জাতীয় সংসদের নির্বাচনের সময় মনে হয় ঘনিয়ে এসেছে। যদিও হিসাব মতে আরও প্রায় ১ বছর সরকার ক্ষমতায় থাকার কথা। ইদানিং একটা বিষয় লক্ষ্য করছি, আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন সমাবেশে আগামী নির্বাচনের জন্য নৌকা মার্কায় জনগণের কাছে ভোট চাইছেন। দলীয় সমাবেশে, দলীয় নেত্রী হিসেবে তিনি ভোট চাইতেই পারেন। এতে কারও কোন আপত্তি থাকার কথা নয়। কিন্তু আমরা লক্ষ্য করছি তিনি রাষ্ট্রীয় কোন সফরে (উন্নয়ন কাজের উদ্বোধন ইত্যাদি) গিয়ে দেশের বিভিন্ন স্থানে সরকারী কাজের পাশাপাশি সমাবেশ করে সেখানে নৌকা প্রতীকে আগামী বারের জন্য আরেকবার ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চাইছেন। আমাদের দেশে সরকারী কাজে থেকে সরকারের একজন প্রধান নির্বাহী কিভাবে সরকারী খরচ করে দলীয় নির্বাচনের জন্য ভোট চান-আইনগত ভাবে এটা সঠিক কিনা?



নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী নির্বাচন পূর্ব কোন প্রচারণায় রাষ্ট্রীয় গাড়ী বা অর্থ খরচ করে দলীয় নির্বাচনী প্রচারণা করার সুযোগ নেই। এতদিন এটাই জানতাম। এখন কি সে আইন রহিত অথবা শিথিল করা হয়েছে? বিষয়টি নিয়ে গত কয়েকদিন যাবত মনে ঘুরপাক খাচ্ছে।



আমাদের প্রধানমন্ত্রী শুধুমাত্র নৌকা প্রতীকের নেত্রী নন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। তিনি তো আইনের উর্দ্ধে নন। বিষয়টি ভুলে গেলে চলবে কি করে?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

পরোবাশি২০১৩ বলেছেন: Yes, because she also does some official jobs then e.g. opening a project. The same thing happens when US President Obama visits places and begs votes.

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

ফালতু মিয়া বলেছেন: ওবামাকে অনুসরণ! :((

ওবামা কি বিরোধী দলকে ঠেঙ্গানোর জন্য পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করে? জানতাম না তো!

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

ঢাকাবাসী বলেছেন: তাঁর আমলে আইন ফাইন গায়েব হয়ে গেছে, তিনি যা বলেন করেন সবই আইন। কি করবেন?

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

ফালতু মিয়া বলেছেন: আপাততঃ নিজের চুল ছিঁড়বো, ভবিষ্যতে ভোট দিব।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

বলাক০৪ বলেছেন: ভেরি গুড পয়েন্ট। ১নং কমেন্টের জবাবে বলতে চাই ওবামা যা করবে তাই কি ঠিক, সেটাই করতে হবে?

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

ফালতু মিয়া বলেছেন: বিষয়টি নিয়ে কোন সুশীলের মন্তব্য পাওয়া গেল না এটাই আফসোস।

আপনাকে ধন্যবাদ

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

পরোবাশি২০১৩ বলেছেন: I meant in my comments that all heads of govts have some advantage; Obama campaigned by traveling with Air force One; Romey by Biman planes !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.