![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা মোটের উপরে আসলে ছেলেরই যেন কাজ! 'মেয়েদের ভালোবাসার মাত্রা' বোঝাতে নিচের রম্য গল্পটিই যথেষ্টঃ
বিবাহিত মহিলাদের জন্য আয়োজিত এক সেমিনারে এক প্রশ্ন জিজ্ঞাসা করা হলো।
আপনি শেষ বার কবে আপনার স্বামীকে "I love u বলেছেন?
কেউ বললো" আজই বলেছি!
কেউবা জবাব দিল "দুদিন আগে!
আবার কেউ কেউ বললো "দশ দিন আগে বলেছিলাম।
এরপর সব মহিলাদের বলা হলো, আপনাদের নিজ নিজ মোবাইল থেকে যে যার স্বামীকে 'I love u টেক্সট করতে আর সবচেয়ে ভাল উত্তর যার মোবাইলে আসবে তার জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে।
সব মহিলা মেসেজ পাঠালো।
কিছুক্ষণ পার হতেই স্বামীদের জবাব আসা শুরু হল। সেগুলো
কিছুটা এরকম ছিল,
১। তোমার শরীর ভাল তো?
২। হাত খরচের টাকা শেষ?
৩।তুমি বাপের বাড়ি চললে নাকি?
৪। মনে হচ্ছে আজ বাসায় রান্না হবে না, তাই না?
৫। মানে কি?
৬।তুমি স্বপ্ন দেখছ না আমি?
৭। কিটি পার্টিতে কোন গয়না পছন্দ হয়েছে নাকি?
৮।অফিসে এত টেনশনের মধ্যে তুমি রোমান্সের আর সময় পেলে না?
৯। কতবার না বলেছি এত সিরিয়াল দেখ না।
১০। আজ আবার কোনো গাড়িতে ধাক্কা মে&%রেছো নাকি?
তবে শেষপর্যন্ত যে উত্তর সারপ্রাইজ গিফট জিতল তা বড় ভয়ানক ছিলো,
১১) I love you too but who are you?
(গল্পটি ইন্টারনেট থেকে সংগৃহীত)
২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:১১
শেহজাদ আমান বলেছেন: আর কাছে থাকলে?
২| ২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: কাছে থাকেল এই গানটা বউকে শুনাবেন, তাহলে ১ মাস বউ খুশি থাকবে।
https://www.youtube.com/watch?v=5aJgC8eyCNI&list=RD5aJgC8eyCNI&start_radio=1
২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
শেহজাদ আমান বলেছেন: মেয়েরা কি এত সহজে খুশি হয়? তারা তখনই খুশি হবে যখন তাদের ইচ্ছা হবে!
৩| ২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার এই পোস্টে সার্কাসের রিটায়ার্ড বাদররাও মন্তব্য করছে।
২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
শেহজাদ আমান বলেছেন: হা হা ভাই, থাক, সবাইই মানুষ!
৪| ২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
কামাল১৮ বলেছেন: কথায় প্রকাশ করা থেকে উপলব্ধিটাই আসল।দুইজন দুইজনকে যদি উপলব্ধি করতে পারে সেটাই আসল প্রেম।
২১ শে জুন, ২০২৫ রাত ৮:১৫
শেহজাদ আমান বলেছেন: আচ্ছা, কথায় না প্রকাশ কইরা দুইজন সেক্সের সময় বিপদের সময়, অসুস্থতার সময়, নির্ভরতা ও সহায় খোঁজার পর চুপ কইরা বইয়া থাকবে! ঠিকাছে?
৫| ২১ শে জুন, ২০২৫ রাত ৮:০৩
কবির য়াহমদ্্ বলেছেন: হায় ভালোবাসা!
২১ শে জুন, ২০২৫ রাত ৮:১৪
শেহজাদ আমান বলেছেন: আয় হায়! কবির ভাই, এতদিন পর ব্লগে?
কী অবস্থা বলেন?
৬| ২২ শে জুন, ২০২৫ সকাল ৯:৩৬
নাহল তরকারি বলেছেন: ভালো।
২২ শে জুন, ২০২৫ দুপুর ২:২১
শেহজাদ আমান বলেছেন: হুম, ভালোই !
৭| ২৩ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: বাহ!!
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: দূরে থাকলে মাঝে মাঝে বউকে ফ্লাইং কিস দিবেন মোবাইলের মাধ্যমে। ১ সপ্তাহ কোন ঝামেলা হবে না।