নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

কে তোমার রব?

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

এখানের রং-ছবি, হাসি-গান
মিছে খেলা কত অভিনয়,
ফিরে যাব ছেড়ে সব ঠাঁই হবে
অবশেষে মাটির আলয়।

কী করুন! অসহায়! একা একা
পথচলা সঙ্গী সাথীহীন,
জমাট আঁধার ঘর- সঙ্কুচিত
ভয়ানক বিছানা বিহীন।

কথা-বলা-লোক নেই- আধুনিক
টেলিফোন- কোন কিছু ছাড়া,
সূর্যালোক! তাও নেই- নিদারুন
অমানিশা ঘেরা সর্বহারা।

অকুল পাথার এক সীমাহীন
ক্লেশ আর কষ্টের প্রহর,
থেকেও সকল তবু কেউ নেই
অন্তহীন রাতের কবর।

স্বজনের আহাজারি থেমে যাবে
কেটে যাবে মায়ার বাঁধন,
অনাদুরে ঝোপ-ঝাড় কীট আর
পতঙ্গের সখ্যে আবাসন।

দামি সব কাপড়ের পরিধেয়
খুলে যাবে- হায়! কী যে হাল!
সাদা খোল কাফনের ওঠে গায়
নেই পথ না হয়ে নাকাল।

কত স্মৃতি মনজুড়ে কত ধন
গাড়ি বাড়ি আরও কত কি!
আজ বুঝি অনাথের! কেউ নেই
কিছু নেই এতিম একাকি।

সুদূরের পথপানে অজানায়
ভাসে নাও- দূর নীলিমায়,
আপন হলো না কেউ- শুধু রব!
চেয়ে তার করুনাধারায়!

আসেন নকির নেমে মুনকার
দুইজন জেনে নিতে সব,
বল- কাকে ফলো করে কোন দ্বীনে
ছিলে, আর কে তোমার রব?

27/01/2017

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ কবিতা। দোয়া করি একজন বড় কবি হয়ে উঠুন।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি ভাই,
ভূয়সী প্রশংসায় অভিভূত! অাপনার অন্তরের গহীন থেকে বেরিয়ে আসা দুআ আল্লাহ পাক কবুল করুন!

কবিতার অন্তর্নিহীত মর্মার্থ অনুধাবন এবং সেই অনুসারে নিজেকে আমরা প্রত্যেকেই গড়ে তুলতে পারি, সেই দুআও কামনা করি।

ভাল থাকুন নিরন্তর!

২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

টুনটুনি০৪ বলেছেন: সুন্দর কবিতা। যে কবিতা পরকালের কথা মনে করিয়ে দেয়। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

নতুন নকিব বলেছেন:



চমকপ্রদ মন্তব্যে অনুপ্রানিত! পরকাল! হায়! দীর্ঘ-দীঘল রাতের অন্তহীন সফর! কিছুইতো সঞ্চয় করা হল না!

আল্লাহ আপনার দুআ কবুল করুন। আপনিও তাঁর অবারিত কল্যান লাভে ধন্য হন।

এই ব্লগে আপনার আগমন শুভ হোক।

ভাল থাকবেন নিরন্তর।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

মো: ওসমান গনি তালুকদার বলেছেন: ভাল লাগার মতো কবিতা। দোয়া করি আপনার মধ্য দিয়ে কবি ফররুখ আহমদ আবার ফিরে আসুক।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

নতুন নকিব বলেছেন:



তালুকদার ভাই,
আশা জাগানিয়া মন্তব্যে প্রীত! আপনার হৃদয়ের কথা অাল্লাহ পাক গ্রহন করুন।

মহান প্রভূর অফুরান আশিসধারায় আপনার জীবন আলোকিত হোক।

সাথে থাকার জন্য কৃতজ্ঞতা!

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

টমাটু খান বলেছেন: জান্নাতি কবিতা। এমন কবিতা লেখার তাওফিক সবার হয়না। আপনি এমন কবিতা লিখতে পারেন, এটা আপনার প্রতি আল্লাহর খাছ রহমত। আল্লাহ আপনার জান্নাতের ব্যাবস্থা করুন।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নতুন নকিব বলেছেন:



প্রিয় টমাটু খান,
প্রশংসায় সত্যি উজ্জিবীত! আপনার দুআ- "আল্লাহ আপনার জান্নাতের ব্যাবস্থা করুন।" আল্লাহ পাক আমার আপনার এবং তাওহীদে বিশ্বাসী সকলের জন্য কবুল করুন।

আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুন।

নির্ভুল বানানে লেখা আপনার মন্তব্যটি ব্যতিক্রমী।

ভাল থাকবেন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সাহিদা সুলতানা শাহী বলেছেন: ভাল লাগার মতো কবিতা পেলাম। আপনার কবিতার আলোয় জগৎ আলোকীত হোক।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নতুন নকিব বলেছেন:



বোন আমার,
প্রশংসায় মুগ্ধ!
আপনার দুআ আল্লাহ পাক মঞ্জুর করুন।

আপনি ভাল থাকুন।

এই ব্লগে স্বাগত।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


মৃত্যুর পর, ২ জন ফেরেশতা এসে খোঁজ খবর নেবেন, এর থেকে বড় ঘটনা কি হতে পারে?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় চাঁদগাজী ভাই,
অনেক অনেক শুভ কামনা। এখানে আপনার পদচারনায় মুগ্ধ!

আর হ্যা ভাই, কবর অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন বড় কঠিন! একাকিত্বের তীব্র দহন বেলার শুরুই সেখান থেকে। ফিরিশতা আসবেন। জিজ্ঞাসাবাদ হবে। জান্নাতের পরিপাটি বিছানায় কাউকে শুইয়ে দিয়ে দুলহানের মত ঘুমাতে বলা হবে কাউকে। আবার জাহান্নামের অন্তহীন কষ্ট-ক্লেশ-লাঞ্চনা এখান থেকেই ভোগ করা শুরু করতে হবে এক দলের।

আল্লাহ পাক আমাদের মাফ করুন। জান্না্ত দান করুন। রক্ষা করুন জাহান্নাম থেকে। আমীন।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দ্বীনদার হয়ে উঠুক দুনিয়ার যতো মানুষ।


ভাল লিখেছেন ভাই। অসাধারণ লাগলো আমার কাছে।
শুভকামনা রইল কবি ++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২

নতুন নকিব বলেছেন:



ব্যস্ত কবি! ঢুঁ মেরে দেখে যাওয়ায় কৃতজ্ঞতা।

"দ্বীনদার হয়ে উঠুক দুনিয়ার যতো মানুষ।" -আপনার দুআ আল্লাহ পাক কবুল করুন।

দিনে দিনে আপনার হাতেও প্রস্ফুটিত হোক আরও সুন্দর ইসলামী রেনেসাঁর কাব্যগাঁথা।

ভাল থাকুন।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্যস্ততা একটু আমাকে থাকতেই হয় ভাই। বাস্তবতার সাথে যুদ্ধ করেই আমার জীবন চালাতে হয়। যেটুকু ফ্রি পাই ফেসবুক আর সামুতেই বেশি থাকি। আপনার প্রতিউত্তরে কৃতজ্ঞতা রাখছি। ভাল থাকবেন। শুভকামনা সবসময়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ আবার ফিরে এসে কথা বলায়। আসলে ভাই, ব্যস্ত তো আমরা প্রত্যেকেই। ফ্রি সময় ক'জনের থাকে? বাস্তবতা কঠিন। নিসন্দেহে বাস্তব জীবন আরও কঠিন।

"বাস্তবতার সাথে যুদ্ধ করেই আমার জীবন চালাতে হয়" -জেনে কষ্ট অনুভব করলাম।

অফুরান দুআ থাকল, আল্লাহ পাক যেন আপনার জীবন পরিচালনাটাকে সহজ করে দেন।

আসলে মাঝে মাঝে আপনার সাথে একটু মজা করি, নেভার মাইন্ড ব্রাদার।

ভাল থাকবেন।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: নতুন নকিব

একটা স্ট্রং থিমের উপর বেশ দারুন একটা কবিতা লিখেছেন!:)


অনেক অনেক শুভকামনা!:)

ভালোথাকুন!:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

নতুন নকিব বলেছেন:


অনাবিল প্রশংসায় অনেক অনেক কৃতজ্ঞতা!

আপনার শুভ কামনা সত্যি সত্যি শুভ হয়ে ধরা দিক আমাদের সবার যাপিত জীবনের প্রতিটি মূহুর্তে। অনাগত দিনগুলো হয়ে উঠুক সফলতার এক একটি সম্মোহনি ধাপ।

ভাল থাকবেন আপনিও।

১০| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪

ওমেরা বলেছেন: হে আল্লাহ আমাদের ঈমান ও আমল বৃদ্ধি করে দিন যাতে আমাদের মৃত্যু পরবর্তি জীবনটা সুন্দর হয় । আমীন

সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ । আরো বেশি বেশি লিখুন ।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪১

নতুন নকিব বলেছেন:



বোন,
এখানে আপনাকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ!

কায়মনোবাক্যে প্রার্থনা করছি, আল্লাহ জাল্লা শানুহু আপনার হৃদয়ের অাঁকুতি মঞ্জুর করুন। আসল ঠিকানায় রওনা দেয়ার পূর্বেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার তাওফীক দান করুন আমাদের সকলকে।

কবিতার প্রশংসা স্তুতিতে কৃতজ্ঞতা!
আসলে এগুলো হয়তো কবিতার ভেতরেই পরে না। তবু আপনাদের ধন্যবাদকে ছোট করার দু:সাহস কিভাবে করি! মাথা পেতে নিচ্ছি তাই!

অহর্নিশ ভাল থাকার প্রত্যয়ে।

১১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৬

একজন আহমদী মুসলিম বলেছেন: আমাদের নকিব ভাইয়ের জন্মের সময়ে পাছায় ছাপ্পা মারা ছিলো যে তিনি মুসলমান। ঈমান কাকে বলে তিনি খুবই ভালো জানেন। তিনি গালাগালি, মিথ্যাচার, নোংরা ভাষা ও গলাবাজীর জোরে জান্নাতে যাবেন, আর কিছুই লাগবে না। নামাজ না পড়লেও, কুরআনের অনুযায়ী আমল না করলেও, রাসূলুল্লাহ (সা) এর সুন্নতের পরোয়া না করলেও তিনিই সাচ্চা মুসলিম। তিনি জান্নাতে নিজের জায়গা পাকা করেছেন।
আপনারা সবাই নকিব ভাইয়ের মত হন।
ধর্ম ঠিক নেই, ইসলামের জন্য দরদে মুখে ফেনা! আহা মুসলমান!

১২| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৮

নতুন নকিব বলেছেন:



এইগুলো কয়েক দিন লাফালাফি করার পরে এমনিতেই ঠান্ডা মেরে আন্ডা হয়ে যাবে, আগেই বুঝেছি। এখন আর নেই। কয়েকটা দিন কী যে যন্ত্রনা করেছে, ওরে বাপরে বাপ! একেবারে যেন পৃথিবীর নাম্বার ওয়ান মুসলিম। কত্ত কি বাহানা, শয়তান পালিয়েছে, আলহামদুলিল্লাহ।

আল্লাহ পাক এই ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নিজ কুদরতে নস্যাত করে দিন। আমীন।

১৩| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২২

খায়রুল আহসান বলেছেন: অকুল পাথার এক সীমাহীন
ক্লেশ আর কষ্টের প্রহর,
থেকেও সকল তবু কেউ নেই
অন্তহীন রাতের কবর।

স্বজনের আহাজারি থেমে যাবে
কেটে যাবে মায়ার বাঁধন,
অনাদুরে ঝোপ-ঝাড় কীট আর
পতঙ্গের সখ্যে আবাসন
- ভয় পাচ্ছি!

সুদূরের পথপানে অজানায়
ভাসে নাও- দূর নীলিমায়,
আপন হলো না কেউ- শুধু রব!
চেয়ে তার করুনাধারায়!
- খুব ভাল লাগলো।
কবিতায় সপ্তম ভাল লাগা + +

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২

নতুন নকিব বলেছেন:



জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।

মন্তব্য এবং প্লাসে কৃতজ্ঞতা অশেষ। প্রিয় কবিকে ভালবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.