নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

বাইতুল্লাহর মুসাফির

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

কৈশোরে গাওয়া সেই সব প্রিয় না'ত গজলগুলো বড় প্রিয় ছিল। বারে বারে মনে পড়ে। হৃদয়ের ভেতরে অদ্ভুত এক আলোড়ন তোলা কিছু ছিল বোধ হয় এগুলোর ভেতরে। অন্তরের গভীর অনুভূতি আর পূর্ন দরদ নিয়ে যখন ওইসব সঙ্গীত পরিবেশন করা হত, হৃদয়-মন তন্ময় হয়ে যেত। অজান্তেই চোখ অশ্রু ঝড়াতো। আহ! কি প্রশান্তি! কি মধুর অনুভূতি! কি অচেনা স্বাদ! যেমন-

'রাহে মেরা মাছকান হাওয়ালিয়ে কা'বা,
বানে মেরা মাদফান দিয়ারে মদিনা।'

অর্থ '(প্রভূ হে!)
আমার নিবাস যেন হয় গো তোমার কাবারই ছায়ায়,
আমার কবর তুমি কবুল কর সোনার মদিনায়।'

কখনও গেয়ে উঠতাম-
'ইন নিলতি ইয়া রিহাচ্ছবাহু,
ইয়াওমান ইলাল আরদিল হারাম,
বাল্লিগ ছালামি রওদাতান,
ফিহান্নাবিয়্যুল মুহতারামি।'

'অর্থ 'ওরে ভোরের বায়ুরে,
যাবি রে তুই সোনার মদিনায়।
আমার সালাম পৌছে দিস,
নবীজীর রওজায়।'

কিংবা-
'কে যাওরে মদিনার পথে ওহে মুসাফির
আমার সালাম কইও দরবারে নবীর।'

অথবা,
সালাত ও সালাম গো আমার,
দরুদ ও সালাম গো অামার,
কইও নবী মোস্তফায়,
তোমরা যদি যাওরে মদিনায়।।

হাজীদেরই যাত্রা পথে,
আমি বসে আছি সকাল হতে গো,
আমার সালামখানি পৌছে দিও,
মদিনাতে হায়রে হায়-ঐ

বা,
মন যে আমার টেকে না কো এ দেশেতে হায়রে,
প্রিয় নবী লওগো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায়।

আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহকে কল্পনা করে তার অভিমুখী হয়ে সিজদায় মাথা অবনত করি। প্রতি দিন পাঁচ পাঁচ বার করে। বিশ্বময়। অগুনতি বনি আদম করে। শত হাজার মাইলের ব্যবধানে থেকে মনের আয়নায় প্রিয় প্রভূর প্রিয় ঘর দেখে হৃদয় জুড়াই আমরাও। কাবার প্রেমিক, কাবার মালিকের প্রেমিকরা তো বছর বছর ছুটে চলে যান মালিকের ডাকে তাঁর ঘরের পানে। লক্ষ লক্ষ প্রভূ প্রেমিক সারা বিশ্ব থেকে জড়ো হন কাবার প্রাঙ্গনে। প্রতি বছর। মনের টানে। হৃদয়ের আহবানে। পরম প্রভূর ডাকে। প্রেম ও মিলনের এই অপূর্ব অসামান্য মিলনমেলায় একত্রিত হওয়া মহাসৌভাগ্যবানদের খাতায় নাম লেখানোও যে আসমানের ফায়সালা ব্যতিরেকে হয় না! হায় হায়, কত কত বছর পার করে দিলাম, জীবন থেকে কত মূল্যবান সময় ঝড়ে ঝড়ে পড়ে গেল, একটিবারের জন্য সুযোগ হল না প্রিয়তমের প্রিয় প্রাঙ্গন কাবা প্রাঙ্গনে হাজির হওয়ার! লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে নিজেকে হারিয়ে আপন প্রভূর বিরহে ডুবে যাওয়ার!

প্রিয়তম নবীজীকে দেখি নি। এ চর্মচোখে তাঁর দর্শন পাওয়ার উপায় নেই। তিনি ছিলেন। তিনি নেই। তিনি আছেন। অনুভূতিতে তাঁকে আগলে রেখেছি বুকের গহীনে। সযতনে। জীবনভর পবিত্র সীরাত পড়ে, মানবতার মুক্তির বারতা হাদিসের কিতাব পড়ে পড়ে আর তাঁর এসব মর্মস্পর্শী না'ত আর গজল গেয়ে/ শুনে প্রান জুড়াতাম। সারা জীবনের সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তাঁর পাক রওযার পাশে দাড়িয়ে 'আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ' বলে প্রান শীতল করার তীব্র অনুভূতি মনের কোনে শুধু জিইয়েই রাখতে হয়েছে। প্রিয় মদিনার সবুজ গম্বুজের নিচে প্রিয় দুই সহচরকে পাশে নিয়ে চির প্রশান্তির পরশে যিনি শুয়ে আছেন তাঁকে কাছে থেকে মনের কোনে জমে থাকা ব্যাথা জানাবো সে সুযোগ তো হয়ে উঠলো না।

অবশেষে আরশের মালিক, জমিনের মালিক, আমার জীবনের মালিক, পরম প্রভূ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কবুল করেছেন। মঞ্জুর করেছেন। জীবনভর দেখে আসা স্বপ্নের বাস্তবায়ন তিনি একসেপ্ট করেছেন। তাঁর দয়ায়, তাঁর করুনা-মহিমায় ইনশাল্লাহ হজ্বের সফরে রওনা দেয়ার প্রস্তুতি গুছিয়ে এনেছি প্রায়। বাইতুল্লাহর মুসাফিরের দীর্ঘ দরাজ কাতারের ভেতরে নিজেকে কল্পনা করতে পেরে অদ্ভূত এক ভালোলাগা শরীর মনে শিহরন জাগিয়ে যায়। নাম লিখিয়েছি। কিন্তু এখনও তো জানি না। কাল কি হবে। আমি কি পারব যেতে? আমার তাকদীর কি আমাকে সে পর্যন্ত নিয়ে যেতে সহায়ক হবে? এ জন্যই ভরসা কেবলমাত্র আল্লাহ পাকের প্রতি। যদি তিনি দয়া করে তাঁর পবিত্র ঘর বাইতুল্লাহর যিয়ারত আর প্রিয়তম নবীর শহর মদিনার যিয়ারত কিসমতে আমাদের মত পাপীর জন্য রেখে থাকেন, তবেই কেবল এ মহাসৌভাগ্য আশা করতে পারি। এমনও তো হতে পারে, মক্কাতুল মোকাররমা আর মদিনাতুল মোনাওওরায় প্রবেশের পূর্বে আমার নিকট পৌঁছে গেল পরলোকে গমনের চিঠি। আয় আল্লাহ, আপনি হায়াত মউতের মালিক। পরিপূর্ন সুস্থতার সাথে আপনার পবিত্র ঘর যিয়ারত করে ফিরে আসার তাওফিক আপনি দান করুন। সে সময় পর্যন্ত আমার হায়াতকে প্রলম্বিত করুন। মকবুল মাবরুর হজ্ব সম্পন্ন করার তাওফিক দিন। আমাদের যেসব ভাই বোনগন যেতে পারেন নি, ইচ্ছুক, সকলকে গমনের ব্যবস্থা কুদরতিভাবে করে দিন। আমীন।

সকল ব্লগার ভাই বোনদের নিকট সফরের সুস্থতা, মাকবুল মাবরুর হজ্ব করার তাওফিক ইত্যাদির লক্ষ্যে মহান আল্লাহর দরবারে দোআর আবেদন রাখছি। দীর্ঘ দিন সামুতে একত্রে থেকেছি। আমি জানি, কথা-বার্তা আমার এমনিতেই একটু শক্ত, কাঠখোট্টা টাইপের। বিভিন্ন সময় কথা বলাতে কেউ হয়তো কষ্ট পেয়ে থাকতে পারেন। দয়া করে ক্ষমার চোখে দেখবেন আশা করি। সকলের উজ্জ্বল আগামী প্রত্যাশা করছি। ভাল থাকুন প্রত্যেকে।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর পোষ্ট, গজলের বাংলা অর্থ দেয়ার কারণে বুঝতে সুবিধা হয়েছে। হাজিদের কল্যাণ কামনা করছি।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ। পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ। আপনাকেও আল্লাহ পাক হাজীদের অন্তর্ভুক্ত করুন। আমীন।

২| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

সনেট কবি বলেছেন: সুন্দর পোষ্ট দিয়েছেন প্রিয় কবি।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ। আপনার আগমনে কৃতজ্ঞতা অশেষ। জানি না, প্রিয় কাবার পদপ্রান্তে দাঁড়ানোর সুযোগ কখনও হয়েছে কি না।
হয়ে থাকলে আলহামদুলিল্লাহ। আর এখনও বাকি থেকে থাকলে আপনাকেও হাজীদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ পাক। আমীন।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,
ক্ষমা করবেন। ইদানিং আপনার খোঁজ খবর নিতে পারি না। ইনশাআল্লাহ সফর থেকে ফিরে আবার একটিভ হওয়ার ইচ্ছে থাকবে।

ভাল থাকবেন।

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: বিভিন্ন সময় কথা বলাতে কেউ হয়তো কষ্ট পেয়ে থাকতে পারেন। দয়া করে ক্ষমার চোখে দেখবেন আশা করি। সকলের উজ্জ্বল আগামী প্রত্যাশা করছি। ভাল থাকুন প্রত্যেকে।

আপনিও আমাদের ক্ষমা করে দিবেন । আর মহান আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন সত্বর আমাকে হজ্জ নসীব করেন । মহান রাব্বুল আলামিন আপনার মনের আশা পুরন করুন ও আপনার হজ্জ কবুল করুন।।আমিন

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১০

নতুন নকিব বলেছেন:



অবশ্যই দোআ থাকবে, আপনাদের জন্যও মহান আল্লাহ পাক হজ্বব্রত পালনের তাওফিক দান করুন। আল্লাহ পাক আপনার নেক দোআ কবুল করুন। আমীন।

ভাল থাকুন নিরন্তর।

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

ধ্রুবক আলো বলেছেন: আপনার হজ যাত্রা কল্যাণময় হোক, আল্লাহ্ আপনার হজ কবুল করুক, আপনাকে হেদায়েত নসিব করুক।

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,
আল্লাহ পাক আপনার প্রতিটি দোআ পূর্নভাবে কবুল করুন। আপনাকেও প্রিয় ঘরের পানে, প্রিয় নবীর বরকতপূর্ন রওজা প্রান্তে উপনীত হওয়া নসীব করুন।

অনাবিল স্নিগ্ধতায় কেটে যাক আপনার প্রতিটি মুহূর্ত।

৫| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

সনেট কবি বলেছেন:





কবি নতুন নকিব

ইসলামের নির্মল ছায়া সুশীতল
তার তলে বসে কবি নতুন নকিব
ভাবে পৃথিবীটা নয় কারো চিরস্থায়ী
নিরাপদ আবাসন নিশ্চিন্ত জীবন।
যখন তখন এসে আজরাঈলের
ফরমান, চুকে দিবে হেথাকার পাঠ।
বিনা প্রতিবাদে সবে যেতে হবে তার
ফরমানে সাড়া দিয়ে আসল নিবাসে।

কবির ভাবনা ঠিক শতভাগ খাঁটি
এখানে শুধুই মাটি কর্ম শেষে পাবে
সব কিছু ছেড়ে যাবে সব মুছাপির।
হায়রে মানুষ সব সত্য ভুলে কেন
অযথার পিছে সবে দলে দলে ফির?
শুধুই রবকে মান তবেই মঙ্গল।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩১

নতুন নকিব বলেছেন:



হে কবি ফরিদ আহমদ চৌধুরী,

শোকরিয়া অফুরান, হে কবি ফরিদ,
হৃদয়ের ভালবাসা কোমলতা মাখা,
অমলিন প্রতিভায় আপনি সুহৃদ,
সকলের তরে প্রেম-প্রীতি রূপ শাখা।
সকলের তরে দেন নিজেকে বিলিয়ে,
অনুপম ভাললাগা-কবিতা বানান,
অাপনার লাভ-ক্ষতি না দেখে মিলিয়ে,
সকলের তরে প্রেম-আঁকুতি জানান।

অচিরেই কাবামুখী আপনিও হয়ে,
প্রাপ্ত হন সীমাহীন রবের আশীষ।
এ কামনা অন্তরের কুঠুরীতে লয়ে,
পশ্চিমের পানে ছোটে প্রভূর 'জয়িশ'।
চিন্তা নেই, ফরিয়াদে দু'হাত তুলুন,
চোখের বারীতে বাধা-কপাট খুলুন।

শব্দ পরিচিতি: জয়িশ= আরবি শব্দ, অর্থ সৈন্য, সৈনিক। বারী= অশ্রু, পানি।

৬| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৫

সনেট কবি বলেছেন:



কবি নতুন নকিব

বায়তুল্লাহর পানে যান প্রিয় কবি
সাড়া দিয়ে আল্লাহর মহিমার ডাকে।
প্রিয় নবীর (সঃ) রওজা দর্শনে করেন
অশ্রু বরিষণ সুখে অন্তর আনন্দে।
মুসলীম জানে তারে কোন স্থান টানে
সারাটি জীবন ধরে। অপেক্ষা সে স্থানে
কবে যাবে কবে যাবে যপমালা এযে
মুসলীম করে যায় পৌঁছা না পর্যন্ত।

কামনার স্থান আজ অনতি দূরেতে
কবি মনে খেলা করে খুশির ফেয়ারা
ঠিক বলেছি কি কবি নতুন নকিব?
দোয়াকরি আল্লাহর দয়ায় আপনি
কামিয়াব হয়ে ফিরে আসেন এখানে
আমাদের জন্য চাই, করবেন দোয়া।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৭

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,
সনেট লেখার হাত আপনার পাকা। মুহূর্তেই লিখে ফেলেন। হয়ে যায় একেকটি অনবদ্য চতুর্দশপদী। কিন্তু, আমাদের একটু সময় লাগে বৈকি! কারন, অভ্যাসের একটা ব্যাপারতো রয়েছে। কি জানি, কিছু দিন এটা নিয়ে ট্রাই করলে অবস্থার পরিবর্তন হয় কি না।

জাজাকুমুল্লাহ। অনেকগুলো সনেট লিখেছেন। তিন তিনটে। আমি শুধু পূর্বোক্ত মন্তব্যের জবাবে একটিই লেখার চেষ্টা করলাম শুধুমাত্র আপনার কৃতজ্ঞতা প্রকাশের প্রত্যয়ে। হয়তো সনেটের বৈশিষ্ট্যের পরিপূর্ন সমাবেশ এতে ঘটে নি। তবু সনেট কবির সৌজন্যে ক্ষুদ্র প্রচেষ্টা আর কি!

ভাল থাকুন প্রিয় কবি।

৭| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২০

সনেট কবি বলেছেন:



কবি নতুন নকিব

হ্জ্জ হলো জীবনের সাধনার ধন
দূরযাত্রী মুসলীম সকলের তরে।
কতবাধা পার করে আল্লাহর ঘর
দৃষ্টিতলে বিরাজিত হয় কোন কালে।
কবি নতুন নকিব উচ্ছাসে এখন
পারকরে সেসময় যখন চিন্তায়
আশার আকাশ ভরে তারায় তারায়
এই বুঝি দেখা হবে আল্লাহর ঘর।

শুকরিয়া শুকরিয়া প্রভু পরোয়ার
বন্ধু জনে দিয়েছেন দয়ার পরশ
সেই সাথে আমাদেরে কবুল করেন।
একদিন আমরাও চাই যেতে সেথা
যেথা যেতে দয়াময় করেছে আদেশ
নবী (সঃ) যেথা অপেক্ষায় উম্মত আসার।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫০

নতুন নকিব বলেছেন:



আল্লাহ পাক আপনার মঙ্গল করুন। নিরলস কাব্য সাধনায় ইসলামের খেদমতের তাওফিক দান করুন। পাশাপাশি বাইতুল্লাহর মুসাফির হিসেবে অতি অল্প সময়ে হারামাইন শরিফাইন সফরের হৃদয়ের আঁকুতি মঞ্জুর করুন। আমীন।

৮| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আমাকে নিয়ে লিখা আপনার সনেট পড়ে রীতিমত মুগ্ধ হয়েছি। আল্লাহ আপনার হ্জ্জ্ব কবুল করে আপনাকে হাজী হিসেবে ফিরিয়ে আনুন, সেই কামনা থাকল।

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১

নতুন নকিব বলেছেন:



আপনি তো সনেট গুরু,
আমরা সবে করছি শুরু।

এত্তগুলো সনেট লিখলেন উত্তরে যদি একটাও না লিখি কেমন কথা হতে পারে সেটা! তাই ভাঙা হাতের সামান্য কলম চালনা।

মন্তব্যে দারুন অনুপ্রানিত। আল্লাহ পাক আপনার দোআ কবুল করুন। আপনাকেও প্রিয় কাবার গিলাফ স্পর্শ করার তাওফিক দানে ধন্য করুন। প্রিয়তম নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য মদিনাতুল মুনাওওরায় সশরীরে হাজির হয়ে তাকে সালাম জানানোর তাওফিক দিন। আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.