নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

নাফ নদীতে বয় না স্রোত

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১



ও পৃথিবী! অবাক কেন বোবার মত রও চেয়ে?
খুনরাঙা পথ রোহিঙ্গাদের! রক্তধারা বয় ধেয়ে,
নাফ নদীতে বয় না স্রোত, জলের বুঝি হায় আকাল!
সেথায় শুধুই তুফান ওঠে, রক্ত লাল ঐ রক্ত লাল।
রোহিঙ্গাদের লাশের সারি, নাফের দু'তীর গন্ধময়,
'কোলের শিশুর নিথর দেহ পিতার হাতে ছন্দময়।'
ছিন্নবস্ত্র ধর্ষিতা বোন- তাকায় ভাইয়ের মুখ পানে,
পাঁচটি দিনের অনাহারী, মৃতপ্রায় প্রানে আসু আনে।


এদের বড় সৌভাগ্য,
বাবা-মাকে এরা চোখের সামনে মরতে দেখেছে হায়,
গুলির আঘাতে ঝাঝরা দু'জন পরেছিল আঙিনায়!
কিশোরী মেয়ের ইজ্জতের বিনিময়ে মা দিয়েছে প্রান,
অসহায় বাবা প্রতিবাদে এলে, খুন করে মগ-বেঈমান।
মা! তুমি বড় ভাগ্যবতী, দু:সাহসী মানবের প্রতিক,
জন্তু-জানোয়ারে ভীত নও কভূ, প্রান দিয়ে দেখিয়েছ ঠিক।
নিরস্ত্র তোমার কাছে এসে, হেরে গেছে অস্ত্রধারী মগ সেনা দল
তোমাকে হত্যার পরে তারা, তোমাদের প্রানের ফসল
ছোট শিশু- কিশোরীকে লুটে খায়, খুবলে নেয় হায়
এমন হারামজাদা বল, এজনমে দেখেছে কে কোথায়?
মরে গিয়ে তুমি জিতে গেছ, রেখে গেছ ইতিহাস,
কাপুরুষ বৌদ্ধ-মগেরা নতুন নয় পুরনো বদমাশ।
রক্তের দাগ ছোপ ছোপ ছাপ লেগে আছে ওই হাতে,
মগের বাচ্চারা জাতিগত অমানুষ সন্দেহ নেই তাতে।
হাজার বছরের ইতিহাস খুলে দেখ তার প্রমান,
দস্যুবৃত্তি, লুটের পেশা ডাকু-মেহমানে অসম্মান।

ও পৃথিবী!
হাজার হাজার বনী আদম কচু-কাটা হচ্ছে হায়!
ও পৃথিবী! চুপটি কেন, একটি কথাও কওনা হায়!
ফিলিস্তিনে মরছে মানুষ, উঠছে মাতম আরাকানে,
লক্ষ শিশুর কান্না থামাও, আর যে সয় না এই প্রানে।
মিয়ানমারের অত্যাচারী মগ দস্যুদের নির্মমতার প্রমান বহন করে অনাহারী অভূক্ত কঁচিকাচা এই কিশোর যুবকদের হাড্ডিসার চেহারা শরীর।



ক্ষুধার্ত বনি আদমের ঢল।



রোহিঙ্গা মুসলিমদের লাসের সারি।



সব শেষ! পুড়ে অঙ্গার হওয়া বনি আদম! হায় হায়! আর কত লাশ চাই, ওদের আর কত?

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আর কত লাশ চাই ওদের? লাশের ক্ষুধা থামছেই না। এর জন্য অবশ্যই একদিন জবাবদিহি করতে হবে।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

নতুন নকিব বলেছেন:



অনেক ধন্যবাদ প্রিয় সম্রাট,
সুন্দর মন্তব্যে অভিনন্দন।
জবাবদিহি করতে তাদের বাধ্য করতে হবে। জাতীয়-আন্তর্জাতিক সকল ফোরামে সর্বোতভাবে এই পশু স্বভাবের মগদের অমানবিকতা জোরালোভাবে তুলে ধরতে হবে। বিশ্ববাসীর দৃষ্টির সামনে মগ খুনীদের অপকৃতি তুলে ধরতে হবে।

ভাল থাকুন।

২| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

মাকার মাহিতা বলেছেন: বসনিয়া থেকে সিরিয়া, প্যালেস্টাইন, ইরাক, আফগানিস্থান থেকে মিয়ানমার
শত বনি আদমের চিৎকার,
না ওরা বৌদ্ধ,খ্রিষ্টান, হিন্দু বা ইহুদী না
ওরা মুসলিম, ওরা মনে হয় মানুষের পর্যায়ে পরে না
নাফ নদী ভরে ওদের মৃত দেহে
ফোরাত নদীতে সেই একই দৃশ্য
ঘটনার এপার ওপার সেই একই কান্না
ওরা কি মানুষ নাকি ও মুসলিম,
মনে হয় মুসলিম রা মানুষ না,
হয়তো কোন ক্ষুদ্র কীট বা তার চেয়েও হীন
ওদের জন্যে কাদিবে কে, কে করিবে সাহায্য তাদের
ওরা নির্যাতিত বনী আদম
ওদের কেউ সাহায্যকারী নেই
ওরা মরুক পথে,ঘাটে,জলে,স্থলে দিক দিগন্তে
কে বা ওদের রক্ষা করবে
কেই বা রাহবার হয়ে দাড়াবে তাদের পাশে
আছে কি কোন রাহবার, দাড়িয়ে চিৎকার করে বলবে
ওঠ ওহে মুসলিম জাগো, তোমাদের ঘুমন্ত আত্না কে,
ছড়িয়ে দাও শান্তির বানী, যদিও তুমি ক্লান্ত,ক্ষত-বিক্ষত
আর গুড়িয়ে দাও ওদের রাক্ষুসী চোখ
যারা বলে সন্ত্রাসী তোমাদের,
আসলে নও সন্ত্রাসী তোমরা, অপ্রচারের শিকার
বর্তমাস মুসলিম বনি আদম।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২১

নতুন নকিব বলেছেন:



প্রিয় মাকার মাহিতা,
দীর্ঘ কবিতায় মন্তব্য রেখে যাওয়ায় অভিনন্দন।

বিশ্বব্যাপী মুসলিম জাতির প্রতি নব্য ফ্যাসীবাদী খুনিদের রক্তলোলুপ থাবা দিনকে দিন যেভাবে বিস্তার লাভ করছে তা রীতিমত ভীতিকর এবং আতঙ্কজনক। কবিতায় এ বিষয়টিই আপনার হৃদয়ের হাহাকার হয়ে ব্যক্ত হয়েছে।

ভাল থাকুন।

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যুগ যুগ ধরে মানবতা লঙ্ঘিত হচ্ছে। এর বড় শিকার সংখ্যালঘু মুসলমানরা।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮

নতুন নকিব বলেছেন:



প্রিয় সত্যের ছায়া,
সত্যি বলেছেন- 'যুগ যুগ ধরে মানবতা লঙ্ঘিত হচ্ছে। এর বড় শিকার সংখ্যালঘু মুসলমানরা।'
বিশ্বময় চলমান এ জঘন্য বাস্তবতাকে পাল্টে দিতে হবে। মানব রক্তের হোলিখেলা বন্ধ করতে হবে। এর জন্য প্রয়োজনে কবির কলম শানিত মসি হয়ে শক্ত অবস্থান নিক আজকের খুনরাঙা আরাকানের দুর্বল রোহিঙ্গাদের পাশে। নিরন্ন বিবস্ত্র মানবতা যেখানে মুখ থুবড়ে পড়ে প্রতিনিয়ত প্রতি দিন।

মন্তব্যে অভিনন্দন। ভাল থাকুন নিরন্তর।

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: মানবতা যে কোথায় হারিয়ে গেছে কেউই বলতে পারবে না।
কবিতা অনেক ভাল হয়েছে নকিব ভাই।
জালিমদের বিচার আল্লাহই একদিন করবেন।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮

নতুন নকিব বলেছেন:



প্রিয় সোহেল ভাই,
কবিতার প্রশংসা করলেন বলে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে এটি আরও ভাল হতে পারতো।

জালিমদের বিচার মহান আল্লাহর কাছেই চেয়ে রাখছি।
ভাল থাকুন নিরন্তর।

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: যারা শিশুর খাবার কেড়ে নিল
আগুন দিল ঘরে
মুখোমুখি করিও প্রভু
শোধ নেব মরনে র পরে।

শুভ কামনা রইল।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় সরকার,
আপনার অল্প কথায় চার লাইনে শক্তিমান প্রতিবাদ প্রকাশিত।

শুভকামনা অশেষ আপনার জন্যও।

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

নতুন নকিব বলেছেন:



প্রিয় দেশ প্রেমিক বাঙালী,
কবিতা যদি চমৎকার হয়ে থাকে,
আপনার মন্তব্য আরও চমৎকার।

আনন্দে-স্বাচ্ছন্দ্যে কেটে যাক আপনার প্রতিটি মুহূর্ত।

৭| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না!!

আমিও কবির মতো ব্যথিত, মর্মাহত। নিজের অনুভব দুটো কবিতায় প্রকাশ করতে চেয়েছি রোমেরোয়াইনের আমন্ত্রণ , কবিতার মৃত্যু

এর শেষ কোথায় সভ্যতা, মানবতা আর আধুনিকতার কাছে আমার প্রশ্ন রইলো!!!!!!!!!!!!!!!!!!!!!!

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

নতুন নকিব বলেছেন:



প্রিয় বিলি ভাই,
জানি, আপনি ব্যথিত, মর্মাহত। আপনার হৃদয়ও যে ক্ষত-বিক্ষত তা বুঝতে কষ্ট হয় না। আরাকানের ঘটনায় হৃদয়বান প্রত্যেক মানুষেরই ভেতরে রক্তক্ষরন হচ্ছে। তা বিশ্বাস করি, পৃথিবীব্যাপী সর্বত্র, সবখানেই। আপনার কবিতা দু'টো অবশ্যই দেখে নেব ইনশাআল্লাহ।

ভাল থাকুন।

৮| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭

মরুচারী বেদুঈন বলেছেন: ইতিহাস বলে অপরাধীরা ছাড় পাইনি, আজকের অপরাধীরাও ছাড় পাবে না........

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় বেদুইন,
আপনার জানা সত্যে পরিনত হোক। আজকের অপরাধীদেরও কঠিন শাস্তির মুখোমুখি করা হোক।

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা। ভাল থাকুন।

৯| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

আখেনাটেন বলেছেন: মানবতার বুলি গুমরে কাঁদে।


চারপাশে এইসব হাহাকার দেখে মন ভারাক্রান্ত হয়ে পড়ে।


ভালো লিখেছেন।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই,
দারুন মন্তব্যে অভিনন্দন অন্তহীন।

সত্যি বলেছেন-
'মানবতার বুলি গুমরে কাঁদে।
চারপাশে এইসব হাহাকার দেখে মন ভারাক্রান্ত হয়ে পড়ে। '

আল্লাহ পাক বিপন্ন রোহিঙ্গা নারী-শিশু-যুবা-বৃদ্ধা নির্বিশেষে সকল মুসলিমদের জান-মালের নিরাপত্তা দিন। তাদের স্ব-ভূমে দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা করুন। জালিমদের দাঁতভাঙ্গা শিক্ষার ব্যবস্থা করুন। আমীন।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৭

বিলিয়ার রহমান বলেছেন: বার্মিজ আর্মি গল্প সমগ্রের ২ নম্বর গল্পটা পোস্ট করেছি!

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫

নতুন নকিব বলেছেন:



দেখে এসেছি। দেখুনগে। একরাশ ঘৃনাও উগড়ে দিয়েছি বার্মিজ আর্মি নামের বন্য জানোয়ারদের জন্য।

ধন্যবাদ বিলি ভা্ই।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.