নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

কারও ভেতরে কোন প্রতিক্রিয়া দেখছি না!

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

কারও ভেতরে কোন প্রতিক্রিয়া দেখছি না! সমস্যা কি তাহলে শুধু আমিই ফেইস করছি? আজ সারা দিন সামুতে ঢুকতে না পারার কারন কী? কিছুক্ষন পূর্বে সামুতে ঢুকে অবশ্য এটা আঁচ করতে কষ্ট হয় নি, সারা দিন ব্লগারদের উপস্থিতি এখানে ছিল না।

সামুর মেইনটেনেন্স রিলেটেড কোন কারনে কি এমনটা হচ্ছে, না কি অন্য কোন সমস্যা? কারও জানা থেকে থাকলে দয়া করে সকলের অবগতির জন্য সঠিক তথ্য উপস্থাপন করুন। প্রিয় প্রাঙ্গনের লেটেস্ট আপডেট জানিয়ে ব্লগার বন্ধুদের চিন্তা মুক্ত হতে সাহায্য করুন। সামু এবং সামু পরিবারের সকলের কল্যান কামনা করছি।

মন্তব্য ৫২ টি রেটিং +০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও ঢুকতে পারি নাই। কেওই হয়ত পারে নাই।

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

নতুন নকিব বলেছেন:



সেটাই তো দেখছি। কিন্তু কারনটা কী? কেউই তো কিছু বলছেন না! সঠিক বিষয়টি জানা দরকার।

ধন্যবাদ মন্তব্যে।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

অর্ক বলেছেন: সাইটটি সচল ছিল না। আমাদের সবার হয়েইই আপনি পোস্টটি দিলেন নকিব ভাই। একই অবস্থা! হয়তো কারিগরি কাজ চলছিল। কয়েক মাস আগেও একবার এরকম হয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, ভাই। আসলে অনুভূতি আমাকে এই দু'টো লাইন লিখতে বাধ্য করেছে। সামুর প্রতি আমাদের প্রত্যেকেরই মনে হয় অনেক ভালবাসা।

আপনি যেমনটা ধারনা করছেন আমাদেরও তাই মনে হয়েছে। হয়তো কারিগরি কাজ চলছিল। তবে, সম্মানিত মডারেটরদের কেউ যদি দয়া করে আরও ক্লিয়ার করতেন তাহলে ভাল লাগতো।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

নূর-ই-হাফসা বলেছেন: আমিও পারিনাই । আমিও ভাবছিলাম আমার একাই বুঝি সমস্যা । :)

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

নতুন নকিব বলেছেন:


এবার বুঝেছি। কেউ মুখ না খুললেও প্রোবলেমটা সবারই ছিল।

অভিব্যক্তি শেয়ার করায় কৃতজ্ঞতা।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

শায়মা বলেছেন: কেউ পারছিলো না ভাইয়া। :(

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

নতুন নকিব বলেছেন:


ধন্যবাদ, বোন।

সেটাই তো দেখছি।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

শাহিন-৯৯ বলেছেন: এরকম সমস্যা মাঝেমধ্যে হয়, টেকনিক্যাল সমস্যা।

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। 'এরকম সমস্যা মাঝেমধ্যে হয়, টেকনিক্যাল সমস্যা।' তাই বলে একেবারে ডে লং?

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সামু ওরে সামু,
তোরে আজ খামু।
সারাদিন কই ছিলি? খালি ফাজলামু!

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

নতুন নকিব বলেছেন:



আপনি একাই সামু যদি খেয়ে করেন সাবাড়,
বাকীরাতো কষ্ট পাবে, কেঁদে মরবে আবার।

ধন্যবাদ।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,




এটা নতুন কিছু নয় ।

আপনার মতো আমরাও এই প্রিয় প্রাঙ্গনে আসতে পারিনি ।

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

নতুন নকিব বলেছেন:



নতুন কিছু নয়, এটা তো জানি, কিন্তু তাই বলে পুরোটা দিন?

অনেক কৃতজ্ঞতা।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: গতকাল রাত ১২ টার পর থেকে আমিও পারছিলাম।

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

নতুন নকিব বলেছেন:



সম্ভবত: 'না' যুক্ত হয় নি!

ধন্যবাদ।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

উম্মে সায়মা বলেছেন: প্রতিক্রিয়া আর কী দেখাবে! আসা যাচ্ছিল না, কী আর করা! আর এটা এ প্রথম নয়। আগেও হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২২

নতুন নকিব বলেছেন:


ধন্যবাদ।

আসলে তখন বুঝা যাচ্ছিল না, সমস্যাটা টেকনিক্যাল না কি পলিটিক্যাল বা অন্য কিছু। তবে, আমার মনে হয়, এ জাতীয় টেকনিক্যাল প্রোবলেমের ব্যাপারগুলো অধিকাংশ সময় যেহেতু উইদাউট নোটিশ, হঠাত করেই ঘটে থাকে। আর যখন সমস্যা দেখা দেয়, তখন কোনভাবে সামুতে ব্লগারদের বিষয়টি জানানোর সুযোগও থাকে না। সেইক্ষেত্রে একটা বিকল্প অন্তত: থাকা প্রয়োজন যাতে সকলে সঠিক সংবাদ অবগত হতে পারেন এবং দুশ্চিন্তামুক্ত ও আশ্বস্ত হতে পারেন। এটা সামুর ফেইসবুক পেজে ছোট্ট একটা নোটিফিকেশনের মাধ্যমেও হতে পারে।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: প্রায় ২৪ ঘন্টা পর সাইট সচল হলো।
সারাদিন একটু পর পর ট্রাই করে গেছি।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৯

নতুন নকিব বলেছেন:



সারাদিন একটু পর পর ট্রাই করে গেছি।

-কথায় আছে না, অপেক্ষার প্রহর কাটে না।

আর কেউ না বুঝলেও আপনার অবস্থা আমি কিন্তু অনুভব করতে পারি। ইউ আর এ সিরিয়াস ব্লগার অন সামু। সামু ছাড়া আপনার একটি দিন কতখানি লম্বা হতে পারে, ভাবতেও কষ্ট লাগে।

যাক, অবশেষে সামু সচল দেখে নিশ্চয়ই মন ভাল হয়ে গেছে, আশা করতে পারি। সম্মানিত মডারেটরদের একটা ধন্যবাদ দিতেই হয়।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

জুন বলেছেন: তিন নং মন্তব্যের উত্তরে বলেছেন "কেউ মুখ খুলেনি"। মুখ খুলবে কি করে ! প্রিয় সামুর দরজাই তো বন্ধ ছিল নতুন নকিব B-) কাল রাত থেকেই গেট লক :(

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮

নতুন নকিব বলেছেন:



ঠিকই বলেছেন, 'মুখ খুলবে কি করে!'

সমস্যা চলাকালীন জানানোর তো প্রশ্নই আসে না। যেখানে সামুর গেইটই লকড, সেখানে মুখ খোলার সুযোগ কোথায়? আসলে ৩ নং মন্তব্যের উত্তরে আমি সামু সচল হওয়ার পরের সময়টার কথা বুঝাতে চেয়েছিলাম। বিষয়টি হয়তো সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি নি তখন।

তবে, আমাদের প্রস্তাবনা, এ জাতীয় টেকনিক্যাল প্রোবলেমের ব্যাপারগুলো অধিকাংশ সময় যেহেতু উইদাউট এনি নোটিফিকেশন, হঠাত করেই ঘটে থাকে। আর সমস্যা দেখা দিলে যেহেতু কোনভাবে ব্লগারদের বিষয়টি সামুতে জানানোর সুযোগ অবশিষ্ট থাকে না। সেহেতু এক্ষেত্রে একটা বিকল্প অন্তত: থাকা প্রয়োজন যাতে সকলে সঠিক সংবাদ অবগত হয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন ও আশ্বস্ত হতে পারেন। এটা সামুর ফেইসবুক পেজে ছোট্ট একটা নোটিফিকেশনের মাধ্যমেও হতে পারে।

মন্তব্যে কৃতজ্ঞতা।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

মরুসিংহ বলেছেন: আমিতো নতুন। তাই ভাবলাম ব্যান করে দিলো কিনা। :|

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪১

নতুন নকিব বলেছেন:



হাসি পেল আপনার কথা শুনে!

'তাই ভাবলাম ব্যান করে দিলো কিনা।'

-হাসি পেলেও আমাদেরও কি উদ্বেগ-উতকন্ঠার কমতি ছিল! বিশ্বাস করতে পারেন, প্রত্যেকের ভেতর অপরিমেয় টেনশন কাজ করেছে। এবং সামুতে একসেস করতে না পারা পর্যন্ত।

কৃতজ্ঞতা অনেক।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: প্রতিক্রিয়া কি দেখাবো?
সারাটা দিন কেমন অস্থির ছিলাম তা কি লিখে বুঝানো যায়?
আমি জানি, সবারই আমার মনের মতোন অবস্থা হয়েছিল। সামু যদি একটু বুদ্ধি করে একটা ম্যাসেজ দিয়ে রাখতো, তাহলে ভালও হতো।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

নতুন নকিব বলেছেন:



আপনার পূর্বের কমেন্টের উত্তরেই যা বলার বলেছি। আপনার টেনশনটা বোধ হয় একটু বেশিই ছিল!

প্রতিক্রিয়া কি দেখাবো? সারাটা দিন কেমন অস্থির ছিলাম তা কি লিখে বুঝানো যায়?

-এই কথাগুলো আলোচনা না হলে তো, আমরা একে অপরের অবস্থা এবং সামুর সমস্যার কারন কিছুই জানতে পারতাম না। এ জন্যই প্রতিক্রিয়া জানানোর কথা বলেছিলাম।

আবারও মন্তব্যে অভিব্যক্তি রেখে যাওয়ায় কৃতজ্ঞতা।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: হাবিব ব্যাংক, আমারও ব্যাংক!!!!!!@!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, তবে বুঝতে পারলাম না, 'আমারও ব্যাংক' বলে কি বুঝাতে চাইলেন!

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩১

ডঃ এম এ আলী বলেছেন: বুঝাই যাচ্ছিল এটা একটি সাময়িক টেকনিক্যাল সমস্যা । অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম । বার বার ট্রাই করে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছি । যাহোক এখন অনেক ভাল লাগছে । সামুর টেকনিক্যাল টিমের প্রতি বিশেষ ধন্যবাদ রইল ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪

নতুন নকিব বলেছেন:



বুঝাই যাচ্ছিল এটা একটি সাময়িক টেকনিক্যাল সমস্যা । অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম । বার বার ট্রাই করে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছি ।

-গভীর আন্তরিকতার অনুভূতিগুলো ঝরে ঝরে পড়ছে আপনার মন্তব্যে। সামুর সাথে প্রত্যেকেই বোধ হয় এমন করেই মায়ার বন্ধনে আবদ্ধ।

আমি অন্য কিছু নিয়ে চেষ্টা করেছিলাম। তবে সফল হতে পারি নি। আপনাকে ফেসবুকে খুঁজেছিলাম, পেয়ে গেলে হয়তো আপনার থেকে কোন তথ্য জানতে পারব এই আশায়। আপনি ফেসবুক ব্যবহার করেন কি না তাও জানি না। আমি করি না করার মত।

আমাদেরও অনেক অনেক কৃতজ্ঞতা সামুর টেকনিক্যাল টিমের প্রতি।

ভাল থাকুন, আলী ভাই।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৪

মলাসইলমুইনা বলেছেন: আমি কিন্তু মেসেজ দিয়েছিলাম সামুর ফেসবুক পেইজে | কোনো উত্তর পাইনি | অক্টবরের সমস্যার সময়ও আমি ফেসবুকে মেসেজ দিয়েছিলাম তখনও কোনো উত্তর পাইনি |

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। আপনি সঠিক এবং ভাল কাজটিই করেছেন।

আমিও সামুর ফেসবুক পেজে ঢুঁ মেরে এসেছিলাম। কোন কিছু জানতে পারি নি সেখান থেকে। আসলে কর্তৃপক্ষ যদি তাদের দায়িত্ব মনে করে এই বিষয়ে সামান্য একটু উদ্যোগী হতেন তাহলে কতই না ভাল হত! ক্রাইসিস মোমেন্টগুলো আমরা টেনশন ফ্রি কাটাতে পারতুম।

অনেক অনেক কৃতজ্ঞতা অনুভূতি শেয়ার করায়।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কালকে সারাদিন চেষ্টা করেছি; ভাবলাম কী না কী হলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

নতুন নকিব বলেছেন:



আপনি কি একা! এই একই ভাবনা সকলের ভেতরে উঁকিঝুকি মেরে চলেছে কাল সারা দিন। সকলেই উদ্বেগ-দুশ্চিন্তায় ছটফট করেছেন, দেখতেই পাচ্ছেন।

যাক, অবশেষে সামুর টেকনিক্যাল টিমের অক্লান্ত পরিশ্রম আর গভীর আন্তরিকতার ছোঁয়ায় আবার ডানা মেলে দিয়েছে প্রিয় সামু। আবার দিগন্তজোড়া প্রাঙ্গন খুলে দিয়েছে সামু তার সন্তানদের জন্য। পরিবারের সদস্যদের জন্য। গভীর কৃতজ্ঞতা টেকনিক্যাল টিমকে।

কৃতজ্ঞতা, সাধুঝিকেও।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কাল অনেকের মত আমিও চেষ্টার কোন কমতি রাখি নাই কিন্তু সামুতে আর কিছুতেই ঢুকতে পারলামনা।

সমস্যা মাঝে মাঝে হয় কিন্তু কালকের সমস্যা অনেক দীর্ঘ ছিল। সবাই হাস-পাস করেছে প্রিয় ব্লগে ঢুকতে না পেরে।

ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন। কৃতজ্ঞতা।

কাল অনেকের মত আমিও চেষ্টার কোন কমতি রাখি নাই কিন্তু সামুতে আর কিছুতেই ঢুকতে পারলামনা।

-আমরা না হয়, সাধারন জনগন। আমরা পারি নি। সরকারও তাহলে ব্যর্থ শেষ পর্যন্ত! বাপরে বাপ, অবস্থা তাহলে জটিল আকার ধারন করেছিল, বুঝা যাচ্ছে। কে জানি একজন বলেছিল, 'সরকার সবই পারে'।

সমস্যা মাঝে মাঝে হয় কিন্তু কালকের সমস্যা অনেক দীর্ঘ ছিল। সবাই হাস-পাস করেছে প্রিয় ব্লগে ঢুকতে না পেরে।

-সেটাই। কালকেরটা ছিল ডে-লং। প্রায় ২৪ ঘন্টা।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ-
আপনি আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছেন বলে।
তবে আমি কিন্তু সামুর উপর রাগ করে রাতে ভাত খাই নি।
আমি খাই নি বলে সুরভিও না খেয়ে ঘুমিয়ে পরেছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

নতুন নকিব বলেছেন:



সব্বনাশ! যা ভেবেছিলাম, অবস্থা তো দেখছি আরও জটিল ছিল!

তা ভাই, আপনি খেলেন না সেটা না হয় মেনে নেয়া গেল, কিন্তু ভাবীকে কেন না খেয়ে থাকতে হল? ও আচ্ছা, তিনিও কি তাহলে আপনার কষ্টে সমব্যথী হয়েই না খেয়ে থাকলেন? আপনাদের পরিবারের সকলের একের প্রতি অন্যের দেখছি, বিরাট সিমপ্যাথি! আল্লাহ পাক এই সিমপ্যাথি কবুল করুন। তাঁর রহমত দিয়ে ভরপুর করুন সবার অন্তর।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: রাতে আমিও ঢুকতে পারি নাই। সম্ভবত কোনো মেইন্টানেন্সের কাজ করছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

নতুন নকিব বলেছেন:



সেটাই। আপনার সময়গুলো নিশ্চয়ই ভাল কাটছে, কবি ভাই!

অনেক ধন্যবাদ।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

অলিউর রহমান খান বলেছেন: আমি ও ঢুকতে পারেনাই শত চেষ্টা করেও।
মনে হয় ভাই কোন জটিলতা ছিলো যে কারণে সামুতে
সমস্যা হয়েছিলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

নতুন নকিব বলেছেন:



যতটুকু জানতে পেরেছি, আমাদের প্রিয় ওয়েবসাইটটির মেইনেটেনেন্স জনিত কাজ চলছিল। কিন্তু, বিকল্প কোন পন্থায় ব্লগারদের অবহিতকরনের ব্যবস্থা যদি কর্তৃপক্ষ বিবেচনা করতেন!

কৃতজ্ঞতা, অভিজ্ঞতা শেয়ার করায়।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: মাঝে মাঝে একরম হলে তা বড় সমস্যা মনে করা ঠিক না্।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

নতুন নকিব বলেছেন:



ঠিক। ধন্যবাদ।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

তারেক ফাহিম বলেছেন: আমিও একইভাবে উক্ত সময়ে সামুকে খুব মিস করছি।

অনেকবার চেষ্টা করেও ঢুকতে পারি নাই।

সামু প্রেমী ব্লগারগণের কাছে পীড়াদায়ক মনে হয় যখন ঢুকতে না পারে, আমার মতে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৬

নতুন নকিব বলেছেন:



আপনার মত ঠিক না হওয়ার কারন নেই। সামুতে ঢুকতে না পারার মত পীড়াদায়ক আর কী হতে পারে সামুরিয়ানদের কাছে?

ধন্যবাদ, কৃতজ্ঞতা।

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

পবন সরকার বলেছেন: বোঝা গেল আমার মত সবাই ভুগছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৭

নতুন নকিব বলেছেন:



সেটাই।

ধন্যবাদ।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এজন্যেই মাঝে মাঝে ঢুকা ভালো... তাতে কিছু সমস্যা থাকলেও বুঝতে পারা যায় না :)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০০

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। নিয়মিত ব্লগে লেগে থাকলেই যত সমস্যা। যখন মনে চায় হঠাত তখন একদিন ঢুকলাম, আবার সপ্তাহ কিংবা মাসখানিক দূরে থাকলাম। এরকমভাবে ব্লগিং করলে কোন সমস্যাই থাকার কথা নয়।

পরামর্শে ধন্যবাদ। এখন থেকে সমস্যা এড়ানোর জন্য এই পদ্ধতি ফলো করার চেষ্টা শুরু করব কি?

২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: আসলে বলতে ভুলে গেছিলাম।। সেই ছোটবলায় রেডিওতে একটা এ্যাড ছিল মোটামুটি এমন, পিতা বলছে, আমার ব্যাংক।। জবাবে মাও বলছে আমারও ব্যাংক।। তখন ছোট্টবাবুটিও বলে উঠলো, আমালও তো!!
সামুর সমস্যার ব্যাপারে ব্লগারদের মতামত পড়তে পড়তে দেখলাম সবাই-ই ভুক্তভোগী।। আমারই মত!! সাথেই সেই ভুলে যাওয়া এ্যাডটি মনে পড়ে যাওয়াতে সংক্ষিপ্ত করেই বলেছি।। আর কিছু না।।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০২

নতুন নকিব বলেছেন:



ও আচ্ছা। ধন্যবাদ ফিরে এসে ব্যাখ্যাটি জানিয়ে যাওয়ায়। আমার জানা ছিল না।

অনেক অনেক ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.