নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

\'একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী\'- পর্ব-০৪

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮



মদীনার সন্নিকটে অবস্থিত উহুদ প্রান্তর। এখানেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ, যা উহুদের যুদ্ধ নামে খ্যাত। আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক রক্তাক্ত এবং জখম হন ভয়াবহ এই যুদ্ধে। তাঁর দান্দান মোবারক শহীদ হয় এ যুদ্ধে। তীব্র যুদ্ধের একপর্যায়ে শত্রুদের নিক্ষিপ্ত বর্শার আঘাতে নবীজীর মাথায় পরিহিত লোহার হেলমেট কেটে লোহার কড়া তাঁর কপালে ঢুকে যায়। তিনি পাহাড়ের পাদদেশে একটি গর্তে পড়ে যান। ঘোরতর এবং বিপর্যস্ত এই অবস্থায়ও ইসলামের শত্রুদের জন্য বদদোয়া করেন নি আল্লাহর রসূল! অশ্রুসিক্ত নয়নে দয়াময়ের দরবারে স্বজাতির হেদায়েতের দোআ করেছেন। এই অবস্থায়ও তাঁর অভিব্যক্তি ছিল- 'কাইফা ইউফলিহু কওমুন শাজ্জূ অযহা নাবিয়্যিহিম, অকাছারূ রুবাই'য়াতিহী, অহুয়া ইয়াদউহুম ইলাল্লাহ।' অর্থ- 'ঐ কওম কিভাবে কৃতকার্য হতে পারে যারা তাদের রসূলের চেহারা রক্তে রঞ্জিত করে এবং তাঁর দাঁত ভেঙে দিয়েছে অথচ তিনি তাদেরকে আল্লাহর দিকে আহবান করছিলেন'। তাঁর সকাতর প্রার্থনা ছিল- 'আল্লাহুম্মাগফিরলি কওমী ফাইন্নাহুম লা- ইয়া'লামূন', অর্থ- 'হে আল্লাহ, আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করুন, তারা বোঝে না'। 'আল্লাহুম্মা ইহদি কওমী ফাইন্নাহুম লা- ইয়া'লামূন', অর্থ- 'হে আল্লাহ, আপনি আমার সম্প্রদায়কে হেদায়েক দান করুন, তারা বোঝে না'। 'রব্বিগফিরলি কওমী ফাইন্নাহুম লা- ইয়া'লামূন', অর্থ- 'প্রভূ হে, আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করুন, তারা বোঝে না'। আল্লাহু আকবার! কত মহান ছিল মহানবীর দয়া!



আসাদুল্লাহি ওয়া আসাদু রসূলিহী, সাইয়্যিদুশশুহাদা নবীজীর পিতৃব্য হযরত হামজা রাদিআল্লাহু তাআ'লা আনহুসহ প্রায় সত্তুর জন সাহাবীর কবর উহুদ প্রান্তরের এই স্থানটিতে। বাউন্ডারী দিয়ে ঘিরে রাখা হয়েছে স্থানটি। এখানে শুয়ে আছেন 'গাছীলুল মালাইকাহ' খ্যাত হযরত হানযালা রাদিআল্লাহু তাআ'লা আনহু। এ স্থানটিতে গেলে আপনি অশ্রুসিক্ত না হয়ে পারবেন না। হে আল্লাহ, আপনি শুহাদায়ে উহুদের প্রতি আপনার অবারিত করুনা বর্ষন করুন। জান্নাতে তাদের উঁচু মর্যাদায় সমাসীন করুন।

দয়ার আধার, জগতের শ্রেষ্ঠতম মানব, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন, রহমাতুল্লিল আলামীন তথা সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হন প্রিয় রাসূল সাইয়্যিদুনা, হাবিবুনা, শাফিউ'না, শাফিউ'ল উমাম হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর যাপিত জীবনের ছোট বড় প্রতিটি কর্মকান্ড ও ঘটনাই উম্মতের জন্য অতি মূল্যবান দলিল ও জ্ঞাতব্য বিষয়রূপে বিবেচিত এবং সমাদৃত। হাদিস এবং সীরাত বিষয়ক কিতাবসমূহের সুবিস্তৃত আলোচনা নবীপ্রেমিক সাধারন পাঠক/ পাঠিকাদের পক্ষে অধ্যয়ন ও হৃদয়ঙ্গম করা কঠিন। যদিও উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলেরই অদম্য অভিলাষ- তাদের প্রানাধিক প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মময় পবিত্র জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আত্মস্থ করার।

পূর্ব প্রকাশের পর-

একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী--------------বয়স-------------------হিজরী ও খৃস্টাব্দ

৫৫। মুসলমানদের আত্মরক্ষার্থে ঐতিহাসিক---------------- ৫৫ বছর ---------------হি. ৩ য় বর্ষ / ৬২৫ খৃ:
উহুদ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মহানবী
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতররূপে
আহত হন এবং তাঁর দান্দান মোবারক
শহীদ হয়।

৫৬। মুসলমানদের আত্মরক্ষার্থে ------------------------ ৫৫ বছর ---------------হি. ৩ য় বর্ষ / ৬২৫ খৃ:
গাযওয়ায়ে হামরাউল আসাদ সংঘটিত হয়।

৫৭। উম্মুল মুমিনীন হযরত যাইনাব বিনতে -------------- ৫৫ বছর ---------------হি. ৩ য় বর্ষ / ৬২৫ খৃ:
খুযাইমা রাদিআল্লাহু তাআ'লা আনহার
সাথে মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম শুভ পরিনয়ে আবদ্ধ হন।

৫৮। মুসলমানদের আত্মরক্ষার্থে ------------------------ ৫৬ বছর ---------------হি. ৪ র্থ বর্ষ / ৬২৫ খৃ:
গাযওয়ায়ে বনী নাযির সংঘটিত হয়।

৫৯। মুসলমানদের আত্মরক্ষার্থে ------------------------------৫৬ বছর ---------------হি. ৪ র্থ বর্ষ / ৬২৫ খৃ:
গাযওয়ায়ে যাতুর রীকা সংঘটিত হয়।

৬০। উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা --------------৫৬ বছর ---------------হি. ৪ র্থ বর্ষ / ৬২৬ খৃ:
রাদিআল্লাহু তাআ'লা আনহার
সাথে মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম শুভ পরিনয়ে আবদ্ধ হন।

৬১। মুসলমানদের আত্মরক্ষার্থে ----------------------------৫৬ বছর ---------------হি. ৪ র্থ বর্ষ / ৬২৬ খৃ:
গাযওয়ায়ে বদর আল উখরা
সংঘটিত হয়।

৬২। মুসলমানদের আত্মরক্ষার্থে ----------------------------৫৭ বছর ---------------হি. ৫ ম বর্ষ / ৬২৬ খৃ:
গাযওয়ায়ে দুমাত আল জান্দাল
সংঘটিত হয়।

৬৩। মুসলমানদের আত্মরক্ষার্থে ----------------------------৫৭ বছর ---------------হি. ৫ ম বর্ষ / ৬২৬ খৃ:
গাযওয়ায়ে বনী মুসতালিক
সংঘটিত হয়।

৬৪। উম্মুল মুমিনীন হযরত যুয়াইরিয়া --------------৫৭ বছর ---------------হি. ৫ ম বর্ষ / ৬২৬ খৃ:
রাদিআল্লাহু তাআ'লা আনহার
সাথে মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম শুভ পরিনয়ে আবদ্ধ হন।

৬৫। উম্মুল মুমিনীন হযরত যাইনাব বিনতে --------------৫৭ বছর ---------------হি. ৫ ম বর্ষ / ৬২৭ খৃ:
জাহাশ রাদিআল্লাহু তাআ'লা আনহার
সাথে মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম শুভ পরিনয়ে আবদ্ধ হন।

৬৬। হযরত উমার রাদিআল্লাহু তাআ'লা আনহু ------------৫৭ বছর ---------------হি. ৫ ম বর্ষ / ৬২৭ খৃ:
এর দাবীর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক
হিজাব তথা পর্দা প্রথা ফরজের বিধান
এবং মাহরামের বিধান প্রদান করনে।

৬৭। মুসলমানদের আত্মরক্ষার্থে ----------------------------৫৭ বছর ---------------হি. ৫ ম বর্ষ / ৬২৭ খৃ:
গাযওয়ায়ে আহযাব বা খন্দকের যুদ্ধ
সংঘটিত হয়।

৬৮। মুসলমানদের আত্মরক্ষার্থে ----------------------------৫৭ বছর ---------------হি. ৫ ম বর্ষ / ৬২৭ খৃ:
গাযওয়ায়ে বনী কুরাইযা
সংঘটিত হয়।

৬৯। মুসলমানদের আত্মরক্ষার্থে ----------------------------৫৭ বছর ---------------হি. ৬ ষ্ঠ বর্ষ / ৬২৭ খৃ:
গাযওয়ায়ে বনী লিহইয়ান
সংঘটিত হয়।

৭০। ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি ও ----------------------৫৮ বছর ---------------হি. ৬ ষ্ঠ বর্ষ / ৬২৮ খৃ:
বাইআতুর রিদওয়ান সম্পাদিত হয়।

৭১। আল্লাহ পাক অমুসলিমদের সাথে ---------------------৫৮ বছর ---------------হি. ৬ ষ্ঠ বর্ষ / ৬২৮ খৃ:
বিবাহ নিষিদ্ধের বিধান প্রদান করেন।

৭২। উম্মুল মুমিনীন হযরত উম্মে হাবিবা --------------৫৮ বছর ---------------হি. ৬ ষ্ঠ বর্ষ / ৬২৮ খৃ:
বিনতে আবু সুফিয়ান রাদিআল্লাহু
তাআ'লা আনহুমা -এর সাথে মহানবী
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুভ পরিনয়ে আবদ্ধ হন।

৭৩। মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম----------------৫৮ বছর ---------------হি. ৭ ম বর্ষ / ৬২৮ খৃ:
বিভিন্ন রাষ্ট্রপ্রধানের নিকট ইসলামের
দাওয়াত সম্বলিত পত্র প্রেরন।

৭৪। ঐতিহাসিক খায়বর যুদ্ধ এবং --------------------------৫৮ বছর ---------------হি. ৭ ম বর্ষ / ৬২৮ খৃ:
আবিসিনিয়া হতে প্রথম হিজরতকারী
মুসলমানদের মদীনা মুনাওয়ারায়
প্রত্যাবর্তন।

৭৫। উম্মুল মুমিনীন হযরত সাফিয়া -------------------------৫৮ বছর ---------------হি. ৭ ম বর্ষ / ৬২৮ খৃ:
রাদিআল্লাহু তাআ'লা আনহার
সাথে মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম শুভ পরিনয়ে আবদ্ধ হন।

৭৬। গাযওয়ায়ে ওয়াদি আল কুরা -------------------------৫৮ বছর ---------------হি. ৭ ম বর্ষ / ৬২৮ খৃ:
সংঘটিত হয়।

৭৭। মহানবী সল্লাল্লাহু আলাইহি -------------------------৫৯ বছর ---------------হি. ৭ ম বর্ষ / ৬২৯ খৃ:
ওয়াসাল্লাম উমরাতুল কাযা আদায়
এবং উম্মুল মুমিনীন হযরত মাইমুনা
রাদিআল্লাহু তাআ'লা আনহার সাথে
শুভ পরিনয়ে আবদ্ধ হন।

৭৮। কালজয়ী মহাবীর চির অপরাজেয় --------------------৬০ বছর ---------------হি. ৮ ম বর্ষ / ৬২৯ খৃ:
হযরত খালেদ বিন ওয়ালিদ এবং
আরবের স্বনামখ্যাত বীর আমর
ইবনুল আস রাদিআল্লাহু তাআ'লা
আনহুমার ইসলামের সুশীতল
ছায়াতলে আশ্রয়লাভ।

৭৯। ঐতিহাসিক মুতার যুদ্ধ সংঘটিত হয়।-------------------৬০ বছর ---------------হি. ৮ ম বর্ষ / ৬৩০ খৃ:
পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা
সমরকুশলীদের অন্যতম সেনাপতি
হযরত খালেদ বিন ওয়ালিদের হাতে
নয়খানা তলোয়ার ভেঙ্গে টুকরো হয়।
লক্ষাধিক শত্রু সৈন্যের বিরুদ্ধে মাত্র
তিন হাজার মুসলিম সেনার অভাবনীয়
বিজয় অর্জন। এই যুদ্ধে অসাধারন
বিরত্ব প্রদর্শনে মুগ্ধ হয়ে মহানবী
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক
খালেদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু
তাআ'লা আনহু 'সাইফুল্লাহ' বা
'আল্লাহর তলোয়ার' উপাধি প্রদান।

৮০। ঐতিহাসিক মক্কা বিজয় এবং চির -------------------৬০ বছর ---------------হি. ৮ ম বর্ষ / ৬৩০ খৃ:
দিনের জন্য মক্কা মুকাররমাকে মুসলিম
বিশ্বের পবিত্র রাজধানী ঘোষনা।

নবী প্রেমিক উম্মতের এই উদগ্র আগ্রহ, সীরাত অধ্যয়নের অন্তহীন পিপাসা মেটানোর জন্য সীরাত বিশেষজ্ঞ মনীষীগন অতি সম্প্রতি সন অনুসারে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম থেকে ইনতিকাল পর্যন্ত খৃস্টাব্দ ও হিজরি সনের ক্রমানুসারে প্রত্যেক বছরের সবচে' আলোচিত এবং গুরুত্বপূর্ন ঘটনাসমূহের শিরোনাম সম্বলিত একটি অতি সংক্ষিপ্ত 'সীরাত তালিকা' প্রনয়ন করেছেন। যাকে 'একনজরে প্রিয় নবীজীর ৬৩ বছরের জীবন' বলা যায়। নবী প্রেমিক সকলের জন্য তালিকাটি তুলে ধরার এই প্রয়াস। ইনশাআল্লাহ, আশা করি- সীরাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগ্রহী প্রত্যেক লেখক, অনুবাদক, কবি, গবেষক, শিক্ষার্থী এবং পাঠক পাঠিকাগন অবশ্যই এ থেকে উপকৃত হবেন।



বাহরাইনের শাসনকর্তা মুনজির বিন সাবির নিকট প্রেরিত মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্র। পত্র প্রাপ্তির পরে তিনি আল্লাহর রসূলের আহবানে সাড়া দেন এবং ইসলাম গ্রহন করেন।

আয় আল্লাহ, আপনি প্রত্যেক নবী প্রেমিককে আপনার হাবিবের রওযা পানে বারবার ছুটে যাওয়ার তাওফিক দান করুন।

পূর্ববতী পর্বগুলো-

'একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী'- পর্ব-০১

'একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী'- পর্ব-০২

'একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী'- পর্ব-০৩

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মত এবারের পর্বটিতেও অনেক ভাললাগা রইল প্রিয় নকিব ভাই।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৯

নতুন নকিব বলেছেন:



অন্তহীন ভাললাগা এবং শুভকামনা আপনার জন্যও।

২| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

সৈয়দ ইসলাম বলেছেন: জাযাকাল্লাহ খায়ের।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১০

নতুন নকিব বলেছেন:



অবারিত কল্যান হোক আপনার।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

হাফিজ হুসাইন বলেছেন: মাশা আল্লাহ অনেক ভালো লাগলো।
জাযাকাল্লাহু খাইরান।
জাযাকাল্লাহু আহসানাল জাযা।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

নতুন নকিব বলেছেন:



হাফিজাকাল্লাহ। হাইয়্যাকাল্লাহ। জাজাকাল্লাহ।

ভাল লাগায় কৃতজ্ঞতা অশেষ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

রিদওয়ান হাসান বলেছেন: আমার নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২২

নতুন নকিব বলেছেন:



গোটা মানব জাতিকে আল্লাহ পাক একথা বলার তাওফিক দিন।

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহ্ যেন আমাদের তাউফিক দান করেন-নবী (সাঃ) এর সুন্নত আকরে ধরার।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৩

নতুন নকিব বলেছেন:



আমীন।

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা অশেষ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

সনেট কবি বলেছেন: মাশা আল্লাহ অনেক ভালো লাগলো।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ।

পাঠ ও মন্তব্যে শোকরিয়া।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

আমার আব্বা বলেছেন: অসাধারণ

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



আপনার অবারিত কল্যান হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.