নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

সময়

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬



স্বপন বোনার সময়গুলো,
এমন কেন যায় হারিয়ে?
লুকিয়ে থাকা সাফল্যরা,
দেয়না কেন হাত বাড়িয়ে?

প্রজাপতির ডানায় ডানায়,
পূর্ন হৃদয়- কানায় কানায়,
হয় না কেন এমন?

সময়গুলো ঠিক বয়ে যায়,
আমরা থাকি মিছে আশায়,
যেমন ছিলাম তেমন!

পুনশ্চ: ইংরেজী নতুন বছরের আগমন প্রাক্কালে শুভকামনা সকলের তরে।
সামুর হোক দীর্ঘ দীঘল রঙিন জীবন।

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা।

আমাদের সম্পদ কম, কিছু লোক দরকারের চেয়ে অনেক বেশী দখল করে রেখেছে; ফলে, অনেকের স্বপ্নগুলো বাস্তবতার মুখ দেখছে না।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

নতুন নকিব বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্যও।

আর একদম পারফেক্ট বলেছেন- 'কিছু লোক দরকারের চেয়ে অনেক বেশী দখল করে রেখেছে; ফলে, অনেকের স্বপ্নগুলো বাস্তবতার মুখ দেখছে না।'

এটাই এই সমাজদেহের তিক্ত বাস্তবতা।

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: মিছে আশার মাঝেও কখনো কখনো অপ্রত্যাশিতভাবে অনেক কিছু পাওয়া হয়ে যায় বলেই জীবন আল্লাহ পাকের দেওয়া এক নেয়ামত হয়ে উঠে।

কবিতায় অন্তমিলের সাথে ছনদের মিল ভালো লাগল।

নতুন বছরে অনেক শুভকামনা রইলো

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

নতুন নকিব বলেছেন:



ঠিকই বলেছেন, 'মিছে আশার মাঝেও কখনো কখনো অপ্রত্যাশিতভাবে অনেক কিছু পাওয়া হয়ে যায় বলেই জীবন আল্লাহ পাকের দেওয়া এক নেয়ামত হয়ে উঠে।'

ছন্দ না থাকলে কবিতার স্বাদটা সেরকম থাকে না।

শুভকামনা আপনার জন্যও অনেক অনেক।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: ১ নং মন্তব্যকারীর সাথে এক মত।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

নতুন নকিব বলেছেন:



ওস্তাদের সাথে শাগরিদের সহমত। এমনটাতো হওয়াই স্বাভাবিক।

অনেক ধন্যবাদ। শুভকামনা নতুন বছরের প্রারম্ভে।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

নতুন নকিব বলেছেন:



জ্বি, আপনাকেও প্রিয় সরকার।

ভাল থাকুন নিরন্তর।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

জাহিদ অনিক বলেছেন:
সময় চলে যায়----
আবার আসে; নতুন করে

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

নতুন নকিব বলেছেন:



তরুন কবি, দারুন কথায়,
ছন্দ বিলান রোজ।
লেখায় বিভোর, নেননা কভূ,
দানাপানির খোঁজ।

অনেক শুভকামনা আর সেই সাথে উপরের লাইনগুলো আপনাকে।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ অনেক;
দানাপানির খোঁজ কিন্তু সবাইকেই নিতে হয়।
না খেয়ে মরব নাকি ?
হা হা হা


ভালো থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

নতুন নকিব বলেছেন:



অবস্থা তো সেরকমই। কবিদের কি এখন ভাত জোটে? আর জুটছিলই বা কবে, কোন্ কালে?

আপনার কথা মজবুত এবং তাতে সুন্দর যুক্তি থাকে।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

জাহিদ অনিক বলেছেন:
লোকে তো বলে কবি মরে ভাতে আর শীতে

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

নতুন নকিব বলেছেন:



কথা নিশ্চয়ই অযৌক্তিক নয়।

'ভাতে মরে' মানে, অর্থের অভাবে খাদ্য ক্রয় করে খেতে পারে না বলে। আর 'শীতে মরে' অর্থ হচ্ছে, প্রয়োজনীয় বস্ত্রাদি কিনে পরিধান করতেও অক্ষম তারা। আহ, কবি হতে হলে না জানি কত লাঞ্চনা সইতে হয়!

হায়! হায়! নিরীহ কবি বেচারাদের যদি একটা গতি হত!

৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর হয়েছে কবিতা +।

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আপনাকে।

কবিতা ভাল লেগেছে জেনে আনন্দিত।

আচ্ছা, ধ্রুবক ভাই, প্লাস দিলে সবাইকে খুশি হতে দেখি। এর কারন কী?

৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

জোকস বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।




মেঘের সিড়ি কোথায় অবস্থিত ?

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

নতুন নকিব বলেছেন:



শুভেচ্ছা আপনাকেও।

উত্তর সোজা। মেঘের সিড়ি মেঘের রাজ্যে অবস্থিত।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

মনিরা সুলতানা বলেছেন: নতুন বছরের শুভ কামনা ।

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১

নতুন নকিব বলেছেন:



অনেক শুভকামনা আপনার জন্যও।

ভাল থাকবেন।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্ষবরণের শুভেচ্ছা কবি :)

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২

নতুন নকিব বলেছেন:



আপনার জন্যও শুভেচ্ছার ডালি।

প্রত্যাশারা ডানা মেলে। অনেক অনেক ভাল থাকবেন বছরজুড়ে।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি অনেক সুন্দর হয়েছে নকিব ভাই।

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

নতুন নকিব বলেছেন:



ভাব এবং ভাবনার সমন্বয়ে কবিতার শরীর। সেই ভাব এবং ভাবনার অভাব।

কবিতা আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত।

অনেক অনেক কৃতজ্ঞতা পাঠ এবং মন্তব্যে।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭

সাইন বোর্ড বলেছেন: নতুন দিনে স্বপ্নেরা ধরা দিক...

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

নতুন নকিব বলেছেন:



সেটাই।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

রিদওয়ান হাসান বলেছেন: বছরের শুরুতেই ভালো লাগা কবিতা পড়া। এ বছর তাহলে ভালো ভালো কবিতা পড়া হবে- একথা বলাই যায়।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৮

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ। কবিতা আপনার কাছে ভাল লেগেছে জেনে আনন্দিত। কৃতজ্ঞতা।

আপনাদের মত গুনী কবিদের নিকট থেকে এ বছরটিতে আমাদেরও অনেক প্রাপ্তির প্রত্যাশা। আপনার 'বই সিরিজটি' খুব ভাল উদ্যোগ।

ভাল থাকবেন।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আটলান্টিক বলেছেন: এই নতুন বছরে আপনার জীবন নতুনভাবে আনন্দময় হোক সেটাই কামনা করছি।কবিতা ভীষণ ভাল ছিল।চাঁদগাজী সাহেবের মন্তব্যের সাথে একমত।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

নতুন নকিব বলেছেন:



আপনার দোআ এবং শুভকামনা একসেপ্ট হোক। কবিতা ভাল লাগায় কৃতজ্ঞতা এবং অভিনন্দন।

ভাল থাকার প্রত্যাশা।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

মলাসইলমুইনা বলেছেন: সময়গুলো ঠিক বয়ে যায়,
আমরা থাকি মিছে আশায়,
যেমন ছিলাম তেমন !

তবুও নতুন বছর সবার জন্যই কল্যানে,সাফল্যে বদলে যাক | অনেক ভালো লাগা কবিতার কবিকে আর সেই সাথে সহ ব্লগার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা |

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

নতুন নকিব বলেছেন:



আপনার জন্যও নতুন বছরের আলো ঝলমলে শীতের সকালের শিশির সিক্ত শুভকামনা। নতুন সাফল্যে উদ্ভাসিত হোক সকলের জীবন।

ভাল থাকুন।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা কবিবর

অনেক সুন্দর কাব্য উপহার দিয়েছেন, ভালো লাগা জানবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

নতুন নকিব বলেছেন:



কবিতা লেখার যোগ্যতা আমার হয়তো আদৌ নেই। আপনাদের অকৃত্রিম ভালবাসাই আমাকে হয়তো কবির আসনে বসিয়েছে।

অনিন্দ্য সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা অশেষ।

নিশ্চয়ই শীতের প্রতিটি প্রহর খুব সুন্দরভাবে উপভোগ করছেন।

ভাল থাকবেন।

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

কুঁড়ের_বাদশা বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। !:#P



শুভ কামনা রইল।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

নতুন নকিব বলেছেন:



মা- শাআল্লাহ। বাদশাহর সাথে কথা বলতে পারাও কম কিসে! হোন না তিনি কুঁড়ের_বাদশা!

শুভকামনা অন্তহীন আপনার জন্যও। ভাল থাকুন।

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: আশা-নিরাশা নিয়েই জীবন।। তবু নূতন বছরের প্রারম্ভে কামনা, এই দুইয়ের মাঝের দুরত্বটা কমে আসুক।।
কবিতায় তাই ভাললাগা।।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

নতুন নকিব বলেছেন:



আপনার সুচিন্তিত মন্তব্য ভাল লাগলো। এটাই সকলের কামনা হওয়া উচিত। কবিতায় ভালালাগা জানিয়ে যাওয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা।

ভাল থাকুন।

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, প্রামানিক ভাই। আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালতো, ইনশাআল্লাহ?

আপনার জন্য সুস্থ থাকার দোআ করছি।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:১০

নূর-ই-হাফসা বলেছেন: সহজ কবিতা তাই বুঝতে খুব সুবিধা হলো । কবিতা সুন্দর হয়েছে । নতুন বছরের শুভেচ্ছা রইল । শুভ নববর্ষ

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

নতুন নকিব বলেছেন:



আমার মনে হয়, সাধারন্যের বোধগম্য ভাষায় সহজ করে লিখলেই পাঠকের মনে সেটা স্থান পায়। তা কবিতা হোক আর গল্প কিংবা সাহিত্যের অন্য যেকোন শাখারই কিছু হোক না কেন।

কবিতা ভাল লেগেছে জেনে আনন্দিত বোধ করছি। কৃতজ্ঞতা অনেক অনেক, ব্লগ বুড়ি। ভাল থাকুন।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:৫১

শামচুল হক বলেছেন: দারুণ

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ।

অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.