নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
শারাবান তহুরার - ভরাট বাটিতে
তোমার অধর বুঝি - ছুঁয়ে ছুঁয়ে যায়
পিয়াসী পরানে জ্বালা - হৃদয় মাটিতে
অধীর আকুতি বুকে - প্রান তড়পায়।
তোমার বিরহ ব্যথা - সযতনে পুষি
তুমি আছ মালিকের বাগ - বাগিচায়
মালায়েক পরিবেশে - সীমাহীন খুশি
এখনো কি রত থাক - কুরান চর্চায়?
তোমার আঁচল ছায়া - আমাদের থেকে
সেই যে সরিয়ে নিল - বিধাতা মহান
দু:খের সায়রে ভাসি - কিবা সুখ একে
চলি, কেউ দেখে না তো - তোমার সমান।
এখানে মমতা নেই - মমতার কেউ
মা! তুমি জাগিয়ে গেলে - বুকে প্রেম ঢেউ।
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১
নতুন নকিব বলেছেন:
মাকে নিয়ে লেখায় আপনি প্রথম এলেন। প্রথম ধন্যবাদ আপনাকে। প্রথম কৃতজ্ঞতা আপনার প্রতি।
অনেক ভাল থাকুন।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১
ওমেরা বলেছেন: আম্মুকে খুব মনে পড়ে , খুব দেখতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছা করে আমাদের ছেরে আম্মু আম্মু কেমন আছে ।
আল্লাহ আমার আম্মু আপনার আম্মুকে ভাল রাখুন ।
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪
নতুন নকিব বলেছেন:
আম্মুকে খুব মনে পড়ে , খুব দেখতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছা করে আমাদের ছেরে আম্মু আম্মু কেমন আছে ।
আল্লাহ আমার আম্মু আপনার আম্মুকে ভাল রাখুন ।
-দারুন মন্তব্য করেছেন। মায়ের জন্য সবার মনই পোড়ে। কারও কম, কারও হয়তো একটু বেশি। পৃথিবীর সকল মায়েরা ভাল থাকুন। আপনার মা, আমার মা সুখে থাকুন। জান্নাতের শীতল ঝর্নাধারার পাশে তাদের আবাস হোক। রব্বিরহাম হুমা- কামা- রব্বাইয়ানী- সগীরা।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: মায়ের তুলনা কেবল মা-ই হতে পারে অন্য কেউ নয়।
কেমন আছেন ভাই ?
এস্তেমাতে গিয়েছিলেন মনে হয়।
ভাল থাকুন।
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬
নতুন নকিব বলেছেন:
ঠিক বলেছেন- মায়ের তুলনা কেবল মা-ই হতে পারেন, অন্য কেউ নন।
আলহামদুলিল্লাহ। অনেক ভাল আছি। সত্যি, আল্লাহ পাকের হাজারো নাজ নেয়ামতে ডুবে আছি। জীবনের অলিন্দে অলিন্দে প্রাপ্তির নানা কারুকাজ! কত দামী ছিল এই জীবন! কিন্তু সেই জীবনটাকে কাজে লাগাতে পারলাম কই? নদীর তীর ভেঙে ধীরে ধীরে লোকালয় যেমন সাগর- মহাসাগরে মিশে একাকার হয়, তেমনি জীবনের মহামূল্যবান মুহূর্তগুলো পেরিয়ে যাচ্ছে আর মহাকালের সাথে মিশে যাচ্ছি ক্রমে। একসময় থাকবো না। হারিয়ে যাব। কিন্তু সঞ্চয় বলতে তো কিছুই নেই। পাথেয় বলতে তো কপর্দকহীন। আল্লাহ, আপনি রহম করুন। আপনি ক্ষমা করুন।
খোঁজ নেয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি কেমন আছেন?
জ্বি, ইজতেমায় গিয়েছিলাম।
ভাল থাকবেন আপনিও।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাকে নিয়ে সনেট খুব সুন্দর হয়েছে
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭
নতুন নকিব বলেছেন:
জাজাকুমুল্লাহ খইর।
কাজী, কেমন আছেন? আপনার জন্য কল্যানের দোআ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯
মিথী_মারজান বলেছেন: প্রতিটি মা-ই একেকজন ম্যাজিশিয়ান।
শত কষ্টের মাঝে থেকেও নিঃশর্তভাবে জীবনের আনন্দ ছড়াতে পারেন।
খুব সুন্দরভাবে অনুভূতি প্রকাশ করেছেন।
ভাল থাকুক পৃৃথিবীর সকল মা।
আল্লাহ্ আপনার মা-কে জান্নাত নসীব করুক, আমিন।
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
নতুন নকিব বলেছেন:
প্রতিটি মা-ই একেকজন ম্যাজিশিয়ান।
শত কষ্টের মাঝে থেকেও নিঃশর্তভাবে জীবনের আনন্দ ছড়াতে পারেন।
খুব সুন্দরভাবে অনুভূতি প্রকাশ করেছেন।
ভাল থাকুক পৃৃথিবীর সকল মা।
আল্লাহ্ আপনার মা-কে জান্নাত নসীব করুক, আমিন।
-সুন্দর মন্তব্যে অভিনন্দন আপনাকে।
আপনার দোআ আল্লাহ পাক কবুল করুন। আমার মায়ের জন্য এবং আপনার শ্রদ্ধাভাজন মায়ের জন্যও।
ভাল থাকুন অন্তহীন।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: মাকে নিয়ে কবিতাটি অনেক ভাল লাগল নকিব ভাই।
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১০
নতুন নকিব বলেছেন:
সোহেল ভাই,
কবিতা ভাল লেগেছে জেনে সত্যি আনন্দিত।
আপনি কেমন আছেন?
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর একটা কবিতা +।
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১১
নতুন নকিব বলেছেন:
প্রিয় কবি,
আপনি কেমন অাছেন? প্লাস দিলেন? মা-শাআল্লাহ! বিশাল প্রাপ্তি।
জাজাকুমুল্লাহ।
ভাল থাকুন নিরন্তর।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪
জাহিদ অনিক বলেছেন:
মায়ের অপত্য স্নেহের তুলনা নেই।
সৃষ্টিকর্তার অধিক প্রিয় ছিলেন হয়ত আপনার মা।
আপনার মা যেখানেই থাকুন, ভাল থাকুন।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
নতুন নকিব বলেছেন:
প্রিয় কবি,
হয়তো ঠিক বলেছেন। হয়তো সঠিক অনুমান করেছেন। মা ছিলেন অতিশয় বিদূষী, সতি-সাধ্বী। সর্বোপরি যতটুকু দেখেছি, নিতান্ত সাদাসিধে জীবন যাপনের অধিকারী মুত্তাকী আল্লাহওয়ালা মহীয়সী নারী। প্রতি দিনের আমল ছিল তাঁর অনন্য। নিজের প্রতি দিনের কুরআন তিলাওয়াত, নিয়মিত নফল নামাজ ছিল তাঁর বিশেষ অভ্যাস। আলহামদুলিল্লাহ, আমরা ভাই বোনেরাসহ প্রতিবেশী অনেকের কুরআন শেখার সুযোগ হয়েছে আমাদের স্নেহময়ী মায়ের হাতে।
আমাদের তিনি মানুষ করেছেন তার সাধ্যের সবটুকু ভালোবাসা, নৈতিকতা এবং ধার্মিকতার সমন্বয়ে। তাঁর প্রতি আল্লাহ পাকের রহম করম ফজল দয়ার ঝর্নাধারা প্রবাহিত হোক। জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তাকে বরন করে নিন মহান প্রভূ পালয়িতা।
আপনার দোআ আল্লাহ পাক কবুল করুন।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা। অনেক ভাল থাকার দোআ।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
জাহিদ অনিক বলেছেন:
চির দু:খী মা কে মনে পড়ে -- যে মায়ের ছেলে মা'কে নিয়ে এভাবে ভাবতে পারে সে মায়ের কোন দুঃখ থাকতে পারে না। আপনি আপনার মায়ের গর্ব।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
নতুন নকিব বলেছেন:
আল্লাহ পাক আপনার সুধারনার জন্য আপনার প্রতি তাঁর সীমাহীন অনুগ্রহের দরজা খুলে দিন। মায়ের জন্য বেশি বেশি দোআ করার তাওফিক লাভ করতে পারি সেই দোআ চাই।
আপনার আব্বা আম্মাকেও আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সুখী করুন। আপনার মত জ্ঞানী সুবোধ সন্তানের মাতা পিতা হতে পেরে তারাও নিশ্চয়ই গর্বিত!
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,
সন্তানের ওপর থেকে মায়ের স্নেহের আঁচল সরে যায়না কখনও । না জীবনে , না মরনে !
ভালো লাগার মতো কবিতা ।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০
নতুন নকিব বলেছেন:
আপনার উপস্থিতি সর্বদাই প্রেরনাদায়ক।
কবিতা ভাল লেগেছে জেনে আনন্দিত। কৃতজ্ঞতা জানবেন।
ভাল থাকুন অনেক অনেক।
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
নূর-ই-হাফসা বলেছেন: কথাগুলো সুন্দর । কবিতা অনেক ভালো লাগলো ।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১
নতুন নকিব বলেছেন:
সত্যিই আনন্দিত। আপনার অব্যহত কল্যান কামনা করছি।
কবিতা ভাল লাগায় কৃতজ্ঞতা অনেক।
ভাল থাকুন নিরন্তর।
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২
নতুন নকিব বলেছেন:
কৃতজ্ঞতা, প্রিয় কবি। আপনি কেমন আছেন?
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
অন্তরন্তর বলেছেন: মা শব্দটি পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ। এত মধুর শব্দ আর কোথাও নেই। মা কে নিয়ে কবিতা লিখেছেন খুব সুন্দর করে। পৃথিবীর সব মা কে শ্রদ্ধা জানাই। শুভ কামনা।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩
নতুন নকিব বলেছেন:
চমৎকার মন্তব্যে অভিনন্দন এবং শুভকামনা।
অনেক অনেক ভাল থাকুন।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪২
মলাসইলমুইনা বলেছেন: মাকে আল্লাহ যেন অনেক যত্নে জান্নাতে রাখেন ....| ভালো লাগলো মায়ের কবিতা |
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪
নতুন নকিব বলেছেন:
কবিতা ভাল লাগায় মুগ্ধতা!
অনেক কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর ভাল থাকার কামনা।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬
আটলান্টিক বলেছেন: চমৎকার কবিতা।প্লাস দিলাম।ভাল আছেন তো?
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫
নতুন নকিব বলেছেন:
আলহামদুলিল্লাহ।
প্লাস প্রদানে মুগ্ধতা কৃতজ্ঞতা অনেক অনেক।
ভাল থাকুন অন্তহীন।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাকে নিয়ে সুন্দর কবিতা।