নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
'হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।' সূরাহ ইবরাহীম, আয়াত-৪১।
দশটি বছর দাওনি চোখের
আড়াল হতে একটি পলক।
ছায়ার মতন তোমার মায়ায়
রাখলে দিয়ে যতন-ঝলক।
মা!
তোমার শক্তিহীনা নাজুক শরীর
চলতে গিয়ে হোঁচট খেতে।
কষ্ট সয়েও বায়না মেনে
আমায় দিতে কোলটা পেতে।
গেরস্থালির কাজ গোছাতে
হাপিয়ে যেতে একলা ঘরে।
সবার সেবায় থাকতে সজাগ
ভুলতে শুধু নিজের তরে।
রাত দুপুরে হাত পাখাটা
খড়তাপের বোশেখ রাতে,
উঠলে জেগে দেখতে পেতাম
নড়ছে সদা তোমার হাতে।
তুলির আচরে মহামহিয়ান প্রিয়তম প্রভূ পালয়িতা জীবন-জগতের স্রষ্টা, সকল ক্ষমতার একমাত্র মালিক অাল্লাহ ছুবহানাহু ওয়াতাআ'-লার মধুময় যাদুয় ভরা প্রিয় নামের অসাধারন সৌন্দর্য্যের ঝলক।
শিল্পীর তুলিতে আঁকা অনিন্দ্য সুন্দর প্রিয়তম নবী সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নাম।
মা!
তখন তো আর ভাবনাগুলোর
এমনিতরো প্রান ছিল না।
তাই ঘুমিয়ে যেতাম শুধু
তোমার চোখে ঘুম ছিল না।
আমার সুখের জন্য তুমি
করতে বাতাস না ঘুমিয়ে।
পেশাব করে ভিজিয়ে দিতাম
তবু করতে আদর মুখ চুমিয়ে।
একটু জ্বরের দেখলে ছোঁয়া
হাত বুলোতে গায়ে-মাথায়।
শত আদর সোহাগ দিয়ে
জড়িয়ে নিতে গরম কাঁথায়।
একটু আমার কষ্ট দেখে
ফেলতে অঝর চোখের পানি।
কান্না-কাতর কন্ঠে দোআ
চাইতে খোদার মেহেরবানী।
গভীর রাতে তাহাজ্জুদে
উঠতো তোমার কোমল দু'হাত।
ফজর শেষে করতে শুরু
আল কুরআনের সেই তিলাওয়াত।
চমকপ্রদ সাইয়্যিদুল মুরছালীন রহমাতুল্লিল আলামীন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় মোহর। সাথে সর্বোত্তম কালিমা- কালিমাতুত্বইয়্যিবাহ 'লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূ-লুল্লাহ'।
মা!
তোমার স্মৃতির পরশগুলো
জাগিয়ে রাখে জীবন-জমিন।
আজ তুমি নেই- তবু আছ
মনেই হয় না তুমি বিহীন।
মালিক তোমার সুখের তরে
জান্নাতে দিক নাজ-নেআমত,
লুটিয়ে পড়ুক চাঁদ বদনে
খুশির আভা রোজ কেয়ামত।
'রব্বিরহামহুমা কামা-
রব্বাইয়ানী ছগিরা' বলি বারবার।
প্রভূ হে! ক্ষম মম মাতা-পিতা,
ওয়াজআলনা মাআল আবরার।
'ছুবহানাল্লাহি ওয়াবিহামদিহী ছুবহানাল্লাহিল আজী-ম।'
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২
নতুন নকিব বলেছেন:
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ শোকর। তিনি অনেক ভাল রেখেছেন।
মায়ের স্মৃতি মনের চৌকাঠজুড়ে ভীড় করে থাকে! মৌমাছির মত তারা আসে! তারা যেহেতু আসে, তাই একটু আধটু শব্দের বুননে তাদের ধরে রাখার ক্ষুদ্র প্রয়াস! কবিতা আর লেখা হল কই!
আপনার ভাল লেগেছে জেনে সত্যি আনন্দিত!
আপনিও নিশ্চয়ই ভাল আছেন। উইথ ভাবী এবং অন্যান্যরা।
শুভকামনা নিরন্তর।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: মায়ের স্মৃতি কভু যায়না ভোলা
ক্ষণে ক্ষণে দেয় শুধু মনে দোলা
মা আমার মা
তোমার নেই তুলনা...................।
সুন্দর লিখেছেন। ++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
নতুন নকিব বলেছেন:
জ্বি, ঠিক বলেছেন। 'মা' তো 'মা' ই। মাকে নিয়ে ভাবলেই অবাক হই-আশ্চর্য্য হই! কতটা নিবেদিত ছিলেন আমার মা! আমার জন্য! আমাদের জন্য! আল্লাহু আকবার!
অনেক শুভকামনা!
মাকে নিয়ে শিশুদের নিয়ে মাওলানা তারেক মুনাওয়ারের গাওয়া আমার প্রিয় একটি সঙ্গীত-
ওগো মা, তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেআমত
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মায়ের জন্য অসাধারণ অনুভব। সব সন্তানই এমন মায়ের জন্য মহান পরওয়ারদিগারের নিকট প্রার্থনা করবে। সুন্দর লেখা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১১
নতুন নকিব বলেছেন:
মায়ের স্মৃতি বুকে জড়িয়ে রাখলে বুকটা শীতল হয়! মায়ের কবরের স্নিগ্ধ শান্ত সুরভিত মাটির প্রতি তাকালে আমার চক্ষু পবিত্র হয়! মায়ের রেখে যাওয়া প্রতিটি স্মৃতি আমার বেঁচে থাকার অবলম্বন!
আমার স্নেহময়ী মায়ের জন্য প্রত্যেক ফরিয়াদে মহিয়ানের দরবারে দোআ করার বিনীত অনুরোধ রাখছি!
সাধারন পোস্ট আপনাদের ভালবাসায় অসাধারন হয়ে ওঠে! আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার মা-বাবাকেও পার্থিব ও পারকালীন জীবনে শান্তির আলয়ে অধিষ্ঠিত করুন।
মাকে নিয়ে গাওয়া সুন্দর গজল শুনতে পারেন-
১। মাকে নিবেদিত গজল
২। মাকে নিবেদিত গজল
অনেক ভাল থাকুন।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
মলাসইলমুইনা বলেছেন: প্রতি নতুন নকিব : মাকে আল্লাহ জান্নাত দান করুন | মার্ জন্য আপনার দোয়া আল্লাহ রাব্বুল আল আমিন কবুল করুন | কবিতায় ভালোলাগা |
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০
নতুন নকিব বলেছেন:
আপনার উপস্থিতি বরাবর প্রেরনার বৃষ্টি চিহ্ন!
আমার জনম দু:খী মায়ের জন্য আল্লাহ পাক আপনার দোআ কবুল করুন। আপনার মা-বাবার প্রতিও আমাদের উভয় জাহানে ভাল থাকার নিরন্তর দোআ। পৃথিবীর সকল বাবা-মায়ের জন্যই কল্যানের দোআ।
মাকে নিয়ে বাংলায় ইসলামী সঙ্গিত-
১। ma tomar tolona nai
২। অনেক সুন্দর মায়ের গজল
অনেক অনেক ভাল থাকুন। বিদেশ বিভূইঁয়ে।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২১
রাবেয়া রাহীম বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বাআনিস ছাগিরা
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭
নতুন নকিব বলেছেন:
জ্বি, মা-বাবার মাগফিরাতের জন্য প্রতি দিন, প্রতি নামাজে পড়ার শ্রেষ্ঠতম দোআ! আল্লাহ পাকের শিখিয়ে দেয়া অনুপম ভঙ্গিমায় অল্প কথায় সুন্দর, বিস্ময়কর এবং দারুন এক দোআ- রাব্বিরহাম হুমা- কামা- রাব্বাইয়ানী- ছাগী-রা-।
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
'হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।' সূরাহ বনী ইসরাইল, আয়াত-২৪
পরিবারের সকলকে নিয়ে নিশ্চয়ই ভাল রয়েছেন, আশা করি। অনেক শুভকামনা সকলের প্রতি।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭
করুণাধারা বলেছেন: মায়ের প্রতি আপনার ভালবাসার প্রকাশ এই কবিতা। মন ছুঁয়ে গেল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮
নতুন নকিব বলেছেন:
প্রত্যেক সন্তানেরই মায়ের প্রতি ভালবাসা থাকে। এটা সহজাত। সৃষ্টিগত বৈশিষ্ট্য। কারও কম কারও বেশি।
কবিতা আপনার অন্তর ছুঁয়েছে জেনে কৃতজ্ঞতা।
অনেক ভাল থাকুন প্রিয়।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
সবচেয়ে আপন হল বাবা মা! কবিতা খুব ভাল লাগল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭
নতুন নকিব বলেছেন:
সত্য বলেছেন। মহান সৃষ্টিকর্তার পরে মা-বাবার চেয়ে আপন পৃথিবীতে কেউ নেই।
কবিতা ভাল লাগায় আন্তরিক কৃতজ্ঞতা।
ভাল থাকুন নিরন্তর।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০
ওমেরা বলেছেন: মাকে নিয়ে মন ছুয়ে যাওয়া কবিতায় ভাললাগা । আমার আম্মুর কথাও মনে হল খুব।
কেমন আছেন ভাইয়া। কয়েকদিন মনে হয় দেখলাম না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
নতুন নকিব বলেছেন:
আপনার মন ছুঁয়ে গেছে জেনে আনন্দিত। অাপনার আম্মুর জন্য আন্তরিক দোআ। আল্লাহ পাক জান্নাতে তার মর্যাদা উঁচু করুন।
অনেক অনেক ভাল আছি। আলহামদুলিল্লাহ। প্রায়ই তো বলি, এত ভাল আছি যে, ভাষায় ব্যক্ত করার ক্ষমতা নেই। প্রতিটি প্রহর উপভোগ্য মনে হচ্ছে। মহান মালিকের শোকর আদায়ের ভাষা নেই। অযুত সিজদায় জীবন-জনম কাটিয়ে দিলেও তাঁর কৃতজ্ঞতার লেশমাত্রও আদায় করা সম্ভব হবে না।
কয়েক দিন পারিবারিক কাজ-কর্মের মধ্যে ডুবে ছিলাম কিছুটা।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১২
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মা'কে নিয়ে আপনার এ আয়োজনে সত্যি আমি মুগ্ধ।আপনার সৃষ্টিশীলতা অসাধারন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯
নতুন নকিব বলেছেন:
প্রিয় ভাই,
মা'কে যদি মাথায় রেখে সারাটি জীবন কাটিয়ে দিই তবুও কি তার ঋনের সামান্য পরিমান শোধ হবে? আপনার মুগ্ধতায় আপ্লুত! দারুন সুন্দর মন্তব্যে অনেক অভিনন্দন।
নিরন্তর ভাল থাকুন।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২১
সামিয়া বলেছেন: খুব সুন্দর পোস্ট।।
মা এর মূল্য অসীম।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
নতুন নকিব বলেছেন:
আমার মা আমার জগত।
সঠিক বলেছেন, মায়ের মূল্য অসীম।
মেলায় বের হওয়া আপনার বইয়ের খবর কি? কাটতি কেমন? শঙ্কিত শহরে, অন্বেষা ছাড়া আরও কি কোন বই বেরিয়েছে?
পাঠ এবং মন্তব্যে আসায় অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মা'কে নিয়ে আপনার লেখাটি প্রিয়তে নিলাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
নতুন নকিব বলেছেন:
লেখাটি প্রিয়তে নেয়ায় মায়ের প্রতি আপনার অনুরাগ অনুধাবন করে নিতে কষ্ট হয় না। আপনার মা যেখানে থাকুন ভাল থাকুন। তার জন্য দোআ। পৃথিবীর সকল মায়ের জন্য অন্তহীন কল্যানের দোআ।
মুঠি মুঠি কৃতজ্ঞতা। অনেক ভাল থাকুন।
১২| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৬
নতুন নকিব বলেছেন:
নিষ্পাপ বাচ্চাটির জন্য শুভকামনা নিরন্তর। আল্লাহ পাক তার মঙ্গল করুন।
ইংরেজি শব্দ 'গড' বললে তার বিপরীত 'গডেস' কল্পনা করা অমূলক নয়। 'ইশ্বর' বললে 'ইশ্বরী' বলা অসম্ভব নয়। 'ভগবান' ডাকলে 'ভগবতী' ডাকা অসঙ্গত নয়। কিন্তু, একমাত্র 'আল্লাহ' শব্দটি এমনই একটি নামবাচক বিশেষ্য যার কোন বিপরীত লিঙ্গ কল্পনা করার অবকাশ নেই। এখানেই, এই নামটির ভেতরেই নিহিত আল্লাহ পাকের একত্ববাদের পরিচয়। তিনি যে এক ও একক, তাঁর যে কোনও অংশিদার নেই, তিনি যে লা- শরীক, তাঁর পরিচয় বিবৃত এই নামটির ভেতরেই। ইসলাম ব্যতিত অন্যান্য ধর্মাবলম্বী সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের ব্যাপারে আমাদের কোনও আপত্তি নেই। তারা তাদের ধর্মমতে স্রষ্টাকে যে কোন নামে যে কোনও ভাবে ডাকতে পারেন। কিন্তু, মুসলিম নামধারী কোনও ব্যক্তি পবিত্র কুরআনে বর্নিত মহান প্রভূ পালয়িতার এই নামটি উচ্চারন করতে ইতস্তত করছেন কেন? ভয় পান কেন? এটা কি তাদের ভয়, না কি কার্পন্য? না কি অন্যকিছু? না কি নিজেকে আধুনিক সাজাবার প্রচেষ্টা?
হায় হায়! আয় আল্লাহ! আপনি করুনার আধার। আপনি আমাদের ক্ষমা করুন। আপনার কাছে ক্ষমা চাই। আপনার কাছেই আশ্রয় চাই।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: মাকে নিয়ে কবিতা অনেক ভাল লাগল নকিব ভাই।
আশা করি ভাল আছেন?