নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আসুন, বিশ্বনন্দিত ক্কারী সাহেবানদের হৃদয়ে শীতলতা আনয়নকারী, প্রানে শিহরন জাগানিয়া অসাধারন কিছু তিলাওয়াত শুনি!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২



মহাগ্রন্থ আল কুরআনের তিলাওয়াত হৃদয়-মনে প্রশান্তি আনে। ছন্দময় পবিত্র এ বানীর নিবিষ্ট তিলাওয়াত প্রানে সজীবতা ছড়িয়ে দেয়। কুরআন তিলাওয়াত করায় যেমন সাওয়াব রয়েছে, মহান মালিকের অনুপম সৌন্দর্য্যে পূর্ন এ গ্রন্থের পাঠ শ্রবনেও রয়েছে অষেণ পূন্য। আসুন, আমরা যারা সহীহ করে সুললিত কন্ঠে সুন্দর তিলাওয়াত নিজেরা করতে অক্ষম, অন্তত: মনযোগ দিয়ে মহান বারিতাআ'লার ঐশী বানীর তিলাওয়াত শুনে মন-প্রান সিক্ত করি। হৃদয়ে তৃপ্তি-পরিতৃপ্তি-প্রশান্তির বারিধারা সিঞ্চন করি।

আপাতত: অনেক অনেক সুন্দর তিলাওয়াতের কিছু লিঙ্ক এখানে দেয়া হল। সময় সুযোগ পেলে অবশ্যই নতুন নতুন লিঙ্ক এ্যাড করা হবে।

প্রিয় বন্ধু, ভাল ক্কারী সাহেবানদের তিলাওয়াতের কোন লিঙ্ক আপনার জানা থাকলে দয়া করে জুড়ে দিন।

সকলের প্রতি কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর।

Best tilawat e quran in the world(Sweet Voice)

Tilawat e Quran Pak All Over The World Best Beautiful 2017 keep watching

Best tilawat voice in the world

Best Tilawat e Quran in the world

best Qirat e Quran,Tilawat e Quran Surah Duha Qari Abdul Basit বিশ্বের কোটি কোটি শ্রোতার প্রানে স্নিগ্ধতার পরশ বুলানো, অনন্য সুন্দর কন্ঠের অধিকারী ক্কারী আবদুল বাসিত

Shaikh Abdulaal AL- Mutawali Surah A'raaf+Anfal 2008 Part-02/02 ক্কারী সাইয়্যিদ মুতাওয়াল্লি আবদিল আল

*Full-HQ-Rare* Sayid Mutawalli - Al Araf - Pakistan السيد متولي - سورة الأعراف ক্কারী সাইয়্যিদ মুতাওয়াল্লি আবদিল আল

Hashr,Qisaar_Qari Abdul Kabir Haidari আফগান ক্কারী আবদুল কাবির হায়দারী

Sheikh Ayyub Asif-Surah Ibrahim,Al-Haaqqa Lahore 2010 দশ বছরের শিশু ক্কারীর অসাধারন একটি তিলাওয়াত

رأفت حسين / Surah Al Fath,Qisaar_Sheikh Rafat Hussain ক্কারী রা'ফাত হুসাইন

لشيخ رأفت حسين - سورة الفتح 2006_Rafat Hussain ক্কারী রা'ফাত হুসাইন

اطول نفس في قراءة القران এক নি:শ্বাসে অনেক সুন্দর দীর্ঘ তিলাওয়াত ক্কারী রা'ফাত হুসাইন

IQRA360 ক্ষুদে হাফেজ বাংলাদেশের গৌরব আবু রায়হানের হৃদয় ছোঁয়া তিলাওয়াত

হাজার চোখের অশ্রু ঝরিয়েছে যেই তেলাওয়াত। ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী

২য় ক্বেরাত সম্মেলন ফেনী 2018

ক্বারী আবু রায়হান - ঢাকা - ২য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ফেনী - ২০১৮

বিশ্ববিখ্যাত ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারীর কণ্ঠে রাজশাহীর কেরাত সম্মেলনে কি মধুর তিলাওয়াত

Shiekh Sayed Mutawalli Abdul Aal in Faisalabad

Shaikh Syed Mutawalli Waqia+Hadeed Part - 02/02 অন্তর ছুঁয়ে যাওয়া এই তিলাওয়াতটি কতবার যে শুনেছি! অসাধারন এক কথায়।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা কি মনোমুগ্ধকর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৩

নতুন নকিব বলেছেন:



অন্তর ছুঁয়ে যাওয়া এসব তিলাওয়াত শুনে প্রানে শীতলতার পরশ পাওয়া যায়। পর্যায়ক্রমে এই পোস্টটি আপডেট করার ইচ্ছে রয়েছে।

নিশ্চয়ই অনেক ভাল আছেন। শুভকামনা জানবেন।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: কোরআনের ভালো অনুবাদ দরকার আমার।
মনের মতো পাচ্ছি না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

নতুন নকিব বলেছেন:



আল কুরআনের ভাল অনুবাদ। সাথে বাংলা উচ্চারন যুক্ত করা আছে। পাশাপাশি এই লিঙ্কটিতে রয়েছে কুরআন শেখার জন্য গুরুত্বপূর্ন কিছু তাজবীদের বই। অবশ্যই সংগ্রহ করে নেয়ার মত।

কোরআন শরীফ উচচারন ও অনুবাদ (Bangla Pronunciation & Translation) !!! এখান থেকে প্রতি পারা আলাদা আলাদা করে ডাউনলোড করে নেয়া যায়।

এছাড়া বিশদ ব্যাখ্যার প্রয়োজনে নিচের লিঙ্কগুলোতে যেতে পারেন-

৮ খন্ডে সমাপ্ত তাফসীর মারেফুল কুরআন

১১ খন্ডে সমাপ্ত তাফসীরে ইবনে কাসীর

১২ খন্ডে সমাপ্ত তাফসীরে মাযহারি, ৭ খন্ডে সমাপ্ত তাফসীরে জালালাইন, ৭ খন্ডে সমাপ্ত তাফসীরে তাবারী

এছাড়া ৪ নং মন্তব্যে মোহাম্মদ জাকারিয়া ভাইয়ের দেয়া লিঙ্কগুলোও দেখে নিতে পারেন। লিঙ্ক দেয়ায় তাকে ধন্যবাদ।

আপনার প্রতি কৃতজ্ঞতা।

অনেক ভাল থাকুন।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

সৈয়দ ইসলাম বলেছেন: নুর ভাই, বাইবেলের অনুবাদ আছে, লাগবে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

নতুন নকিব বলেছেন:



আমার কাছেও আছে। রাজীব ভাইর লাগবে কী না জানি না। তবে ইচ্ছে করলে লিঙ্ক দিতে পারেন, যাতে কেউ চাইলে তার জানার আগ্রহ পূরন করে নিতে পারে। জ্ঞানের রাজ্য সকলের জন্য উম্মুক্ত হোক।

নিজেকে জানার জন্য, স্রষ্টাকে চেনার মানসে কত কিছুই তো সংগ্রহ করলাম। বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, মহাভারত, দিঘানীকা, গীতা থেকে শুরু করে কোনটার কথা বলবেন? সকল কিছু দেখার পরে মহাগ্রন্থ কুরআনে হাকীমের কাছেই তো ফিরে আসে প্রান। আসতে হয়। কুরআন যে সর্বশেষ। কুরআন যে অবিনশ্বর-অবিকল। সকল সন্দেহের উর্ধ্বে মহান এ গ্রন্থের উচ্চাসন।

ধন্যবাদ, ভাল থাকুন অনেক।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ জাকারিয়া বলেছেন: শুধু অনুবাদ পড়ার চেয়ে, তাফসীর সহ পড়া উত্তম। নীচের লিংক গুলো ফলো করতে পারেন:

* বাংলাদেশে সাধারণ ভাবে সবচেয়ে বেশি পঠিত হচ্ছে মারেফুল কুরআন, এটা ডাউনলোড করতে পারেন নীচের লিংক থেকে
http://www.banglakitab.com/quran.htm

* মারেফুল কুরআন এর সংক্ষিপ্ত ভার্সন
http://www.banglakitab.com/MarefulQuran/MarefulQuran-CompleteSummary.pdf

* অথবা মাওলানা তাকী উসমানী সম্পাদিত তাফসীরে তাওহীদুল কোরআন পড়তে পারেন, এর অনুবাদটি একটু সহজ মনে হয়েছে
https://www.rokomari.com/book/71108/তাফসীরে-তাওযীহুল-কুরআন-(প্রথম-খণ্ড)?ref=rv_p8

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক শুভকামনা আমার কাজটি আপনি কষ্ট করে করলেন বলে। লিঙ্কগুলো দেয়ায় বিশেষ দোআ থাকলো।

অব্যহত সাফল্য কামনা করছি। অনেক ভাল থাকুন।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

মলাসইলমুইনা বলেছেন: ক্বারী আব্দুল বাসিত আব্দুস সামাদ আমার সবচেয়ে প্রিয় কোরানের তেলাওয়াতকারীদের একজন | আমি গাড়ি ড্রাইভ করার সময় সবসময়ই আই ফোনে উনার তেলাওয়াত চালিয়ে দেই|সূরা বাক্বারার অনেক খানি আমি মুখস্থ করেছি উনার তেলাওয়াত শুনে শুনেই | আমি যখনি উনার তেলাওয়াত শুনি তখনি ভাবি এতো সুন্দর করে কেমন করে মানুষ তেলাওয়াত করে ! কি স্বর্গীয় গলার স্বর তেলাওয়াতে ! অন্যদের তেলাওয়াত অবশ্যই পরে শুনবো | অনেক ধন্যবাদ বিশ্বের কজন সেরা কুরআনের তিলাওয়াতকারীর তেলাওয়াত শোনার সুযোগ করে দেবার জন্য |

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই,
আমারও প্রিয় তিনি। তাঁর প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করুন। তাঁর মাকামকে জান্নাতে উঁচু করুন। তাঁর আত্মাকে প্রশান্ত করুন। তিনি যেমন জীবিতাবস্থায় তাঁর অসাধারন তিলাওয়াত শুনিয়ে বিশ্বময় অসংখ্য মানুষের হৃদয়ে প্রশান্তি এনেছেন - এখনও আনছেন মৃত্যুর পরে তেমনি ভাবেই তাঁর প্রসন্ন রূহকে অারও প্রশান্ত করুন।

আমিও তন্ময় হয়ে শুনি প্রিয় এই মানুষটির অসাধারন মধুর কন্ঠের তিলাওয়াত। ছোটবেলা থেকেই তিনি আমার প্রিয় ক্কারী।

গাড়ীতে তিলাওয়াত শোনেন জেনে সত্যি আনন্দ পেলাম। তারচে'ও বেশি আপ্লুত হলাম সুন্দর কথাটি জেনে যে, সূরাহ আল বাক্কারাহ থেকে অনেকখানি আপনি মুখস্ত করতে পেরেছেন তার তিলাওয়াত শুনে শুনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার এই আগ্রহকে আরও বৃদ্ধি করুন।

এই পোস্টটি আপডেট করে যাওয়ার ইচ্ছে রয়েছে। যাতে আরও অনেক প্রিয় রিসাইটারকে এক জায়গায় পেতে পারি। আমার নিজের প্রয়োজনেও অনেক দিনের ই্চ্ছে ছিল। আল্লাহ পাকের শুকরিয়া। তিনি তাওফিক দিলেন।

অনেক ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.