নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আবারও আন্তরিক কৃতজ্ঞতা \'সামহোয়্যার ইন ব্লগ\' কর্তৃপক্ষের প্রতি

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪



সাধারনত: সন্ধ্যার পরে ব্লগে আসা হয়ে ওঠে না। পারিবারিক ব্যবসা এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারনে রাতে ব্লগে আসার তেমন সুযোগ থাকে না। প্রতি দিনের মত গতকালও শেষ বিকেলে ব্লগ থেকে লগ আউট হই। কোনও কারনে রাতে অফ লাইনে একবার ব্লগে ঢুঁ দিই এবং যারপরনাই আহত বোধ করি। আমার প্রায় প্রতিটি পোস্টে নোংড়া, অশ্লীল ছবিযুক্ত বিশাল বিশাল মন্তব্য! সর্বনাশ! দেখলাম, সদ্য খোলা 'নকিবের জাহান্নামী পিতা', এবং 'পুরান নকিব' নামের দু'টি নিক থেকে অব্যহতভাবে এই অপকর্ম করা হচ্ছিল। হাতে সময় না থাকার কারনে চিন্তাযুক্ত মনেই আল্লাহ পাকের নাম নিয়ে শুয়ে পড়ি। ভাবছিলাম, সামুতে আর হয়তো থাকা হবে না, প্রিয় প্রাঙ্গনের কর্তৃপক্ষীয় কেউই যখন কোনো কথা বলছেন না, অব্যহত ফ্লাডিং দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এখানে আর থাকা সম্ভব হবে না হয়তো।

সকাল ৯:০০ টার দিকে ব্লগে ঢুকে প্রথমেই খোঁজ নিই 'নকিবের জাহান্নামী পিতা', এবং 'পুরান নকিব' নিক দু'টির। দেখি- নাহ, দু'টিকেই ঘুম পাড়িয়ে দেয়া হয়েছে। এরপরে খোঁজ নিই এই দু'টি নিকের আবিষ্কারক, সামুর কলঙ্ক, 'জাহাঙ্গীর কবির নয়ন' -নিকটির। দেখি, এটিও উধাও। এই দৃশ্য দেখার পরে পূর্ব রাতের মনের কালোমেঘ কিছুটা কেটে যায়। এরপরে দেখলাম, অাপত্তিকর অনেক মন্তব্য আমার পোস্টগুলো থেকে শ্রদ্ধেয় মডারেটরগন দায়িত্বের পরিচয় দিয়ে যথারীতি মুছে দিয়েছেন। অবস্থা দর্শনে সামহোয়ার ইন ব্লগের সম্মানিত মডারেটরদের দায়িত্ব এবং সচেতনতার প্রতি আবারও শ্রদ্ধানুভূতি আসে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই পোস্ট। মনের কোনে কিছুটা সাহসের সঞ্চার হয়, সামুতে থিতু হওয়ার। ধন্যবাদ, প্রিয় সামু। ধন্যবাদ, প্রিয় মডারেটরবৃন্দ। অন্তহীন অভিনন্দন আপনাদের।

ফ্লাডিং চলাকালীন গতকাল ব্লগার 'সিফটিপিন' একটি পোস্টে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করে ধন্যবাদার্হ হয়েছেন। তিনিসহ ব্লগের শান্তিকামী সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা। সকলের কল্যান কামনা করছি।

পূর্বেও বলেছিলাম, এখনও বলছি, 'সামহোয়্যার ইন ব্লগ' শুধুমাত্র একটি ব্লগ নয়- মাতৃভাষায় একটি ব্লগ, একটি প্লাট ফর্ম, একটি বিপ্লব!

এই বিপ্লব মাতৃভাষাকে ছড়িয়ে দিচ্ছে বিশ্বময়। বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো মাতৃভাষায়। আমার প্রানের ভাষা, বাংলা ভাষায়।

বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধির পথে, বাংলা ভাষা আরোহন করুক উন্নতির শিখরে, নতুন আলোকিত পৃথিবী গড়ার অভিপ্রায়ে আমরা এগিয়ে যাই সম্মুখপানে। আমাদের এই সুন্দর বসুন্ধরা হয়ে উঠুক শান্তিময় আগামীর নিরাপদ আবাস।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪২

নতুন নকিব বলেছেন:


http://www.somewhereinblog.net/blog/NatunNakib9

এই ইউআরএল থেকে 'নকিবের মায়ের ভাতার' নিক থেকে আবারও ফ্লাডিং হচ্ছে। আমার বিভিন্ন পোস্টে চরম অশ্লীল ছবি যুক্ত করে বাজে ভাষায় যাচ্ছে তাই মন্তব্য করা হচ্ছে।

দয়া পূর্বক সামুর সম্মানিত মডারেশন প্যানেলকে ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

২| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩

তারেক ফাহিম বলেছেন: আসলামুআলাইকুম, কেমন আছেন শ্রদ্ধেয়?

আপনার প্রতিত্ত্যর দেখতে গিয়ে আমি চরমভাবে লজ্জিত হয়েছে, নকিবের জাহান্নামি পিতা কর্তৃক প্রদত্ত অশ্লিল ছবি দেখে।

আমি ব্লগে একা কম আসি, সাথে থাকে আার ছোটভাইও, ওর এখনও ব্লগিং করার পুরো বয়স হয় নাই, তাই নিকও খুলি নাই।
সে অতি আগ্রহ সামু’র প্রতি। গত কালকের পর আমি মনস্থির করলাম ব্লগিং ছেড়ে দিব কিছু দিনের জন্য, কিন্তু প্রতিদিনের অভ্যাস পিসি অন করলেই প্রথমে আমার সামুর পাতায় লগইন করতে হয় অভ্যাস হয়ে গেছে।
আপনার কৃতজ্ঞতা পোষ্ট পড়ে একটু সস্তি পেয়েছি।
সামু কর্তৃপক্ষকে আমার পক্ষথেকে ধন্যবাদ জানাই।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

নতুন নকিব বলেছেন:



সামুর হয়ে ছোট ভাইয়ের সামনে লজ্জিত হওয়ার জন্য আমি বিনীতভাবে আপনার নিকট ক্ষমা চাচ্ছি। ধৈর্য্য ধরে আছি, বিশ্বাস রাখছি, সামু কর্তৃপক্ষ অবশ্যই কোনও ব্যবস্থা গ্রহনে সক্ষম হবেন।

ব্লগ ছেড়ে দেয়ার কথা প্রায়শই ভাবনায় এসে যায়। তারপরেও বিব্রত হয়েও, অপমানিত হওয়ার পরেও প্রিয় এই প্রাঙ্গনটিকে পরিত্যাগ করার সাহস হয় না। আল্লাহ পাকের কাছে বিচারের ভার দিলাম। প্রার্থনাও তাঁর সকাশে, ন্যূড ফ্লাডিং যে হাতে হচ্ছে, সে হাতে তিনি যেন ফুলের কলি তুলে দেন। সে হাত হয়ে উঠুক ভাল কিছু করার মাধ্যম।

http://www.somewhereinblog.net/blog/NatunNakib9

উপরোক্ত ইউআরএল এর 'নকিবের মায়ের ভাতার' নিক থেকে আবারও ফ্লাডিং হচ্ছে। আমার বিভিন্ন পোস্টে চরম অশ্লীল ছবি যুক্ত করে বাজে ভাষায় মন্তব্য প্রকাশ করে যাচ্ছে। আবারও সম্মানিত মডারেটরবৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া পূর্বক এর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করুন।

৩| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

রাফা বলেছেন: লেখক-কে বলছি আপনি কেনো ব্লক করছেননা এই নিকগুলো? রিপোর্ট করুন রিপোর্ট বাটনে ক্লিক করে।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৯

নতুন নকিব বলেছেন:



ব্লক অপশন কাজ করছে না। অনেকবার চেষ্টা করেছি। কি করব, বুঝতে পারছি না। অন্য কোন পরামর্শ থাকলে দয়া করে বলুন।

অনেক ধন্যবাদ।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছি : এমন মানুষ ব্লগে কি করে স্থান পায়।

সেই কুখ্যাত ব্যক্তির সমস্ত আইডি ব্যান করা হোক।

নকীব ভাই আল্লাহ আপনাকে হেফাজত করুন।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১০

নতুন নকিব বলেছেন:



দোআ করবেন। এগুলো মানুষের কাতারের কেউ না। জগতের নিকৃষ্ট আবর্জনা।

৫| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৯

রাফা বলেছেন: কমেন্ট করার সাথে সাথে ডিলিট করে দিন।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৫

নতুন নকিব বলেছেন:



সেটাই করছি। কিন্তু সময় তো হাতে অতটা থাকে না। দেখা যাক, কি হয়। আল্লাহ পাকের প্রতি ভরসা।

অনেক ভাল থাকবেন।

৬| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

সৈয়দ ইসলাম বলেছেন:
এগুলো মারাত্মক আহত করে আমাদেরকে। আমাদের কোন সহব্লগার এইরকম চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকলে আমরাও চরম অস্বস্ততা অনুভব করি। এই অসতব্যক্তিরা সামুতে এসে সামুর পবিত্রতা নষ্ট না করুক।

সামু মডারেটরবৃন্দ খুবই সক্রিয় ও সচেতন। আশাকরি এই বিষয়ে আপনাকে আর এমন লেখা লেখতে হবে না।

নিশ্চই দয়াল প্রত্যেকের হেফাজতকারী।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬

নতুন নকিব বলেছেন:



আপনার উদ্বীগ্নতা লক্ষ্য করেছি। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।

সামুর সম্মানিত মডারেটরবৃন্দের আন্তরিকতায় মুগ্ধতা। তাদের প্রতি এক আকাশ কৃতজ্ঞতা। আবর্জনা পরিষ্কার করে ব্লগটিকে তারা পরিচ্ছন্ন করেছেন। কর্তৃপক্ষ অনুগ্রহ পূর্বক যদি কমেন্ট মডারেশনের ব্যাপারে আমাকে সাহায্য করতেন, অনেক উপকৃত হতাম।

৭| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

টারজান০০০০৭ বলেছেন: সামুর মডারেটরদের আরও সক্রিয় হওয়া উচিত।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬

নতুন নকিব বলেছেন:



জ্বি, একমত। অনেক কৃতজ্ঞতা জানবেন।

৮| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: এই ধরণের ছবি ফ্লাড করা মানুষগুলির পরিচয় প্রকাশ করে দেওয়া উচিৎ।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২০

নতুন নকিব বলেছেন:



জ্বি, মহিয়সী, আপনার সাথে সহমত।

কৃতজ্ঞতা, ভাল থাকবেন অনেক।

৯| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪১

বারিধারা ২ বলেছেন: সামু এ্যাডমিন আন্তরিক হলেই এই নিকধারীর আইপি সনাক্ত করতে পারে। তারপর এই ব্লগের যে কেউ চাইলে ঐ আইপিধারীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করতে পারে। সামু কর্তৃপক্ষকে অনুরোধ করব ঐ ব্লগারের আইপি এখানে প্রকাশ করে দিতে।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫

নতুন নকিব বলেছেন:



অবশ্যই, আইপি শনাক্ত করা খুবই ইজি। সামু যদি এই লোকের ব্যবহৃত আইপি প্রকাশ করেন, তাকে আইনের আওতায় আনা কোনো ব্যাপার না। তথ্য প্রযুক্তি আইন আপডেট হয়েছে। অপরাধীদের শিক্ষা দেয়ার জন্য পারফেক্ট।

অনেক ভাল থাকুন।

১০| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ । অবশেষ মডারেশেনর হস্তক্ষেপে ডার্টি পিপল উইদ অবজেক্ট দূর হয়েছে।

এক জঘন্য বিব্রতকর অবস্থা সৃষ্টিকারীদের দমনে সামু বাজে কমেন্টে ব্লক এবং ব্লগার ব্লক অপশনটা আরো একটিভ রাখলে এতদীর্ঘ সময় বিব্রতকর অবস্থা সইতে হয়না।
কর্তৃপক্ষ আশা করি ভেবে দেখবেন।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫

নতুন নকিব বলেছেন:



শেষ বিকেলের নরম আলোয় আপনি এলেন একা,
ছড়িয়ে দিলেন আলোর মতন কোমল হাসির রেখা।

মন্তব্যে সহমত। বিশেষ করে, বিব্রতকর অবস্থা সৃষ্টিকারীদের দমনে সামু বাজে কমেন্টে ব্লক এবং ব্লগার ব্লক অপশনটা আরো একটিভ রাখলে এতদীর্ঘ সময় বিব্রতকর অবস্থা সইতে হয়না।
কর্তৃপক্ষ আশা করি ভেবে দেখবেন।
-কথাটির প্রতি জোরালে সমর্থন জানাচ্ছি।

সকাল থেকে কমেন্ট মডারেশন অপশন নিয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু কাজের কাজ কিছুই করতে পারিনি। 'অনুগ্রহ পূর্বক আবার চেষ্টা করুন' দেখেই ক্ষান্ত হতে হয়েছে। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

কৃতজ্ঞতা অশেষ। ভাল থাকবেন নিরন্তর।

১১| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

মলাসইলমুইনা বলেছেন: নতুন নকিব: হ্যা, ব্লগারদের ব্লক বাটনটা একটিভ থাকা দরকার সব সময়ই নোংরামিগুলো প্রাথমিকভাবে ব্যান করতে | যাক বাজে অবস্থাটা গেছে | খুবই নোংরা আর খারাপ লাগছিলো কালকের ব্যাপারটার জন্য |ভালো থাকুন |

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

নতুন নকিব বলেছেন:



গতকালকের ব্যাপার আজকেও শুরু হয়েছিল। তবে, আলহামদুলিল্লাহ। অবশেষে ব্লকিংয়ের আওতায় আনা গেছে। ভদ্রলোক বিরক্ত হলেও সামুকে ব্যধি মুক্ত রাখার প্রয়োজনে এছাড়া উপায় ছিল না। তবু তার প্রতি শুভকামনা রাখছি। তিনি ভাল থাকুন। কখনও প্রয়োজন হলে জানাবেন। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।

১২| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ হতে হলে যেনো মননে মানুষ হতে হয় এগুলো ময়লায় নিম্মজিত যারা খেয়াল করে না, তারাতো আবর্জনায় বড় হচ্ছে!! এগুলোর বিচার হওয়া চাই। সামুকতৃপক্ষ আরো সক্রিয় হবে সেই প্রত্যাশা আপনার মতো আমারো রইলো।

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নতুন নকিব বলেছেন:



সাহসী মন্তব্যে অভিনন্দন। মন্তব্যে সহমত। যদিও জানি, সামু কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষন করে ব্যবস্থা নিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।

অনেক ভাল থাকুন।

১৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৭

আবু তালেব শেখ বলেছেন: জাহাংগির কবির নয়ন একটা ব্লগিয় ভাইরাস। উনার বিনাশ করার জন্য কতৃপক্ষ কে ধন্যবাদ জানাই

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। আপনাকে এবং ব্লগ কর্তৃপক্ষকে অভিনন্দন।

ভাল থাকবেন নিরন্তর।

১৪| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আশাকরি শিগগির অভিযুক্ত এই নিকটিও ব্যান করা হবে।

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

ভাল থাকুন।

১৫| ০৯ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শিক্ষা মানুষের রুচিবোধকে উন্নত করে। আমাদের শিক্ষা দরকার।

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

নতুন নকিব বলেছেন:



সহমত।

অনেক ভাল থাকুন।

১৬| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

কালীদাস বলেছেন: নিকের ধরণে পারসোনাল গ্যান্জাম মনে হচ্ছে। সমস্যার শুরু কি নিয়ে?

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

নতুন নকিব বলেছেন:



ইসলাম ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক বাজে কমেন্ট এবং অশ্লীল ছবি, ভিডিও লিঙ্ক ইত্যাদি বিতরনের প্রতিবাদ করায় কোন একজন ক্ষেপে গিয়ে আমাকে বিব্রত করার মানসে একাধিক আইডি বানিয়ে তিনি আমার ব্লগে যাচ্ছে তাই অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছিলেন। কর্তৃপক্ষের হস্তক্ষেপে গতকাল বিষয়টির ইতি ঘটলেও আজ দেখা গেল, ভদ্রলোক আবার নতুন আইডি ক্রিয়েট করে পুনরায় ফ্লাডিং শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের আন্তরিকতায় সমস্যার সমাধান হয়েছে।

অনেক ভাল থাকুন।

১৭| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কালীদাস বলেছেন: বাইদ্যাওয়ে, টাইটেলের বিনয়াবনত শব্দটা পছন্দ হল না। একজন মুসলিম কেবল মাত্র সৃষ্টিকর্তার উদ্দেশ্যেই অবনত হতে পারে, মানুষের উদ্দেশ্যে না।

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নতুন নকিব বলেছেন:



বিপজ্জনক অবস্থায় ছিলাম। আপনার সুচিন্তিত পরামর্শে এডিট করে দেয়া হল।

অনেক শুভকামনা।

১৮| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

নতুন নকিব বলেছেন:



এই পোস্টটিতে মন্তব্য কলামে সম্মানিত মডারেটরদের কেউ যদি একটু উঁকি দিতেন, একটিবারের জন্য এসে দু'টো কথা বলে যেতেন, তাদের কি সম্মান কোনো অংশে কমে যেত? আর কিছু না হোক, আমাদের সাহসের ঘাটতিটা অন্তত: কিছুটা পূরন তো হতে পারতো। অন্তত: তাদের পাশে পেয়ে মনের 'ক্ষত' কিছুটা হলেও সেরে যেত।

জানি, প্রিয় এই ব্লগ ঠিকানাটিকে নিরাপদ এবং নিরুপদ্রব রাখায় তাদের প্রচেষ্টার কমতি ছিল না এবং তাদের এর জন্য ধন্যবাদও জানাতেই হয়, তারপরেও সঙ্গত কারনেই কি তাদের আগমন একটিবারের জন্য প্রত্যাশা করা অমূলক ছিল?

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.