নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
'আন আবি হুরাইরাতা রাদিআল্লাহু তাআ'লা আনহু ক্ক-লা ক্ক-লা রসূলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউনা-দি মুনা-দিঁই ইয়াওমাল ক্কিয়ামাতি 'আইনা উলূল আলবা-ব? ক্ক-লূ আইয়্যা উলিল আলবা-ব? তুরি-দু ক্ক-লাল্লাজি-না ইয়াজকুরূ-নাল্লাহা ক্কিয়া-মাও ওয়াক্কুউ-দাও ওআ'লা- জুনূ-বিহিম ওয়াইয়াতাফাক্কারূ-না ফি- খলক্কিচ্ছামা-ওয়াতি ওয়াল আরদি, রব্বানা- মা- খলাক্কতা হা-জা- বা-ত্বিলান ছুবহা-নাকা ফাক্কিনা- আজা-বান্না-র' উ'ক্কিদা লাহুম লিওয়া-উন ফাআতবাআ'ল ক্কওমু লিওয়া-হুম ওয়াক্ক-লা লাহুম, 'উদখুলূ-হা খ-লিদী-ন।'
হযরত আবু হুরাইরা রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্নিত, রসূলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ক্কিয়ামতের দিন একজন ঘোষনাকারী ঘোষনা দিবেন, 'বুদ্ধিমান লোকেরা কোথায়?'
লোকজন প্রশ্ন করবে, 'বুদ্ধিমান বলতে কাকে বুঝানো হচ্ছে?'
জবাবে বলা হবে, 'তারা, যারা আল্লাহর স্মরন করতো দাঁড়িয়ে, বসে এবং শুয়ে। আর আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য নিয়ে গভীর চিন্তা-ভাবনা করতো। আর অবশেষে বলতো, হে আমাদের প্রভূ, এগুলো আপনি নিরর্থক সৃষ্টি করেননি। আপনার পবিত্রতা ঘোষনা করছি। আমাদের নরকাগ্নি থেকে বাঁচান।'
তাদের জন্য একটি পতাকা উত্তোলিত হবে। অত:পর বুদ্ধিমান লোকেরা তাদের পতাকা অনুসরন করবেন এবং তাদের বলা হবে, চির শান্তির এই আলয়ে প্রবেশ কর।
আল কুরআনের সূরাহ আলে ইমরানের নিম্নোক্ত আয়াত প্রসঙ্গে বর্নিত এই হাদিস।
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لِّأُوْلِي الألْبَابِ
190
নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে।
الَّذِينَ يَذْكُرُونَ اللّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىَ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
191
যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।
আল্লাহ পাক আমাদের উপরোক্ত হাদিসের মর্ম অনুধাবন করে তা নিজেদের জীবনে বাস্তবায়নের তাওফিক দান করুন।
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৪
নতুন নকিব বলেছেন:
আপনার দোআ আল্লাহ পাক কবুল করুন।
শুভকামনা।
২| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে একটা কবিতা মাথা এলো।
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৫
নতুন নকিব বলেছেন:
লিখে ফেলুন। আমরা পড়ে আনন্দ পাব।
ভাল থাকবেন।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমিন। ছুম্মা আমিন।
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৫
নতুন নকিব বলেছেন:
আমিন।
ভাল থাকুন।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মহাবিশ্বেরগঠন সম্পর্কে গবেষণার ফজিলত সম্পর্কিত হাদিস।
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৬
নতুন নকিব বলেছেন:
জ্বি, শুকরিয়া।
শুভেচ্ছা অনেক।
৫| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮
শাহিন বিন রফিক বলেছেন: আমিন।
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৭
নতুন নকিব বলেছেন:
সহমত।
ভাল থাকুন।
৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
সঞ্জীব ব্যানার্জী বলেছেন:
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩
নতুন নকিব বলেছেন:
আগমনে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হে আল্লাহ্
সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।