নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

পিটপিট চোখ ম্যালে

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০২



মাটির খামির হতে নিজ হাতে গড়ে-
আদমের দেহে রূহ ফুঁকে দেন প্রভু।
আচানক মৃত কায়া ওঠে নড়েচড়ে,
পিটপিট চোখ ম্যালে-কথা কয় কভু!

মালায়েক হতে উচ্চ দানেন সম্মান,
ফিরিশতা সিজদায় লুটায় মস্তক।
মর্ত্যের মানব জ্ঞানে শ্রেষ্ঠ-গরিয়ান,
নির্বাচিত স্রষ্টার আশীষে শেষতক।

জান্নাতের অনাবিল সুখের দেয়াল,
আদমের বাসগৃহ স্বর্গের চূড়ায়।
একাকি কাটে না ক্ষন- সঙ্গীর খেয়াল,
সৃজনে 'হাওয়া' কে- সে অভাব ফুরায়।
'খাও দাও থাকো জান্নাতে', -কন্ প্রভু,
কিন্তু যেয়ো না ঐ বৃক্ষ কাছে কভু!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাল হয়েছে।
নকিব ভাই? আচানক অর্থ কী? আচমকা?

মাফ করবেনঃ বানানে প্রভু এবং কভু হবে।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৫

নতুন নকিব বলেছেন:



বানানগুলো এখনই ঠিক করে দিচ্ছি। আসলে ভাল করে না দেখেই পোস্ট দিয়েছিলাম। অনেক আনন্দিত হলাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ, বানান বিষয়ে কথা বলায়। আর- 'মাফ করবেন' কেন বলছেন? বরং, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা, সময় নিয়ে পোস্টটিতে চোখ বুলিয়ে যাওয়ার জন্য।

ঠিক ধরেছেন। যা বলেছেন 'আচানক' তাই।

অনেক শুভকামনা। আপনি শক্তিমান লেখক হবেন, ইনশাআল্লাহ।

২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৮

সুমন কর বলেছেন: বেশ, ভালো লাগল। +।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, দাদা। কবিতা ভাল লেগেছে জেনে সত্যি আনন্দিত।

অনেক ভাল থাকার কামনা।

৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ।
সত্যি বলতে কী? আপনাদের জন্যই ব্লগে আসি। বড়দের সংস্পর্শে এই অধমের, যদি কিছু উন্নতি হয়?

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪২

নতুন নকিব বলেছেন:



আপনাকে দেখে, আপনার কিছু সুন্দর মন্তব্যের ভেতরেই আপনার মননশীলতা আর সুরুচির পরিচয় পেয়ে গেছি। নষ্ট-ভ্রষ্টদের জয়জয়কারের এই দু:সময়ে ভালো থাকা, নিজেকে ভালো রাখা, নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রেখে চলা- নিশ্চিত কঠিন কাজ বৈকি। সে কঠিন কাজটি অবলীলায় করে যাওয়ার প্রচেষ্টা কারো ভেতরে যখন দেখি, তখন ভালো লাগে।

অনেক ভাল থাকুন। পাশে থাকুন, থাকবো ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.