নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
সকালে এসে আবর্জনা পরিস্কার করলাম। প্রায় ঘন্টাখানিক যাবত আবর্জনা সরিয়ে এইমাত্র স্বস্তির নি:শ্বাস ফেললাম। পুরো ব্লগ যেন জাহান্নামের নিকৃষ্টতম ভাগাড়! ব্লগজুড়ে নোংড়া ছবি! অশ্লীলতার ছড়াছড়ি! অকল্পনীয় অভব্যতা! ধারনাতীত অসভ্যতা! অসহনীয় যন্ত্রনার নারকীয় তান্ডব আমার অসংখ্য পোস্টে! সীমাহীন বেলেল্লাপনা! অযাচিত আক্রমন! অভাবনীয় নোংড়ামো!
গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোনও এক নারীর একটি ঘটনা একবার শুনেছিলাম। ধর্ষিতা সেই নারী ধর্ষনের বিচার চাইতে গিয়ে পুনরায় ধর্ষিত হয়েছিলেন, লাঠিয়াল মাতব্বরের হাতে। আজকের ব্লগের অবস্থাও কি তাই নয়? গতকালকের আমার সেই পোস্টটি (Click This Link) এখনও নির্বাচিত পাতায় ঝুলে আছে! অথচ ফ্লাডিং চলছে তার মাথার উপর দিয়েই। আবার ১০১ টি কমেন্টস করা হয়েছে আমার পোস্টগুলোতে। প্রতিটি কমেন্টস -এ চরম অশ্লীলতার অবর্ননীয় প্রকাশ।
আমার বুঝে আসছে না, আমি কি করলে ভাল হবে। বিজ্ঞ ব্লগারদের নিকট বিনীতভাবে পরামর্শ চাচ্ছি। আমার কি এই ব্লগটিকে ভুলে যাওয়া উচিত? ছেড়ে চলে যাওয়াই বিধেয়, প্রিয় এই প্রাঙ্গন? এখানে থাকার কোনো অধিকারই কি আমার থাকতে নেই? থাকা উচিত নয়?
গত দু'দিনে যে আইডিগুলো (Click This Link http://www.somewhereinblog.net/) থেকে আমার পোস্টে ফ্লাডিং করা হয়েছে ,তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কোনও একশন এখনও দৃশ্যমান হচ্ছে না। কিন্তু, আমার মন বলে, সামুর সম্মানিত মডারেটর প্যানেল বসে নেই। নিশ্চয়ই তারা ফ্লাডিংয়ে লিপ্ত এই চক্রের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ শিঘ্রই নিবেন।
আমি এখানে থাকি কিংবা না থাকি এটা বড় কোনো বিষয় নয়, আমার মত নিতান্ত নগন্য ব্যক্তিকে এই ব্লগের হাজারো লাখো তারকার ভিড়ে তেমন কিছু মনে করারও কোনো কারন নেই। অন্তত: আমি যেমনটি মনে করি। ইমপোর্টেন্ট বিষয় হিসেবে বারবার যেটা ভাবনায় চলে আসে তা হচ্ছে, ব্লগের পরিবেশ রক্ষা। ব্লগের পরিবেশ সুন্দর রাখায়, এর পবিত্রতা রক্ষায়, লাখো মানুষের পদচারনায় মুখর প্রিয় এই প্রাঙ্গনটিকে নির্বিঘ্ন এবং নিরুপদ্রব রাখায় সম্মানিত ব্লগ এডমিনদের সাহসী পদক্ষেপ সময়ের অন্যতম দাবি এখন।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩২
নতুন নকিব বলেছেন:
থাকতে তো নিশ্চয়ই চাই। সামুর পরিশুদ্ধতাও মনে-প্রানে কামনা করি। কিন্তু কাহাতক আর, ভাই! দেখছেনই তো! কান্ড-কীর্তি যা ঘটছে! প্রতিনিয়ত পাপে তলিয়ে যাচ্ছি মনে হয়। অন্ধকারের এ ঘোর অমানিশা কবে দূর হবে? কিভাবে দূর হবে?
সামুর সম্মানিত মডারেশন প্যানেলকে ধন্যবাদ। এইমাত্র দেখলাম, তারা সদয় হয়ে ফ্লাডিংয়ে লিপ্ত আইডি দু'টি ব্যান করে দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, তারা এসব বাজে নিক যাতে কেউ বানাতেই না পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে ভাববেন।
আল্লাহ পাক আমাদের রক্ষা করুন।
ভাল থাকুন।
২| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৯
রাফা বলেছেন: আর কিছু পারেন আর না পারেন কিছু ক্ষমতা-তো আপনার হাতেই রয়েছে।যে সকল নিক থেকে ফ্লাডিং করা হোচ্ছে সব গুলো ব্লক করুন।কমেন্ট মডারেট করুন।এগুলো`তো না পারার কথা নয়।
আর এই সকল কুলাঙ্গার আর নরকের কীটদের জন্য কি পালিয়ে বাচতে চান ! যদি তাই চান তাহোলে`তো তাদের উদ্দেশ্যই সফল করলেন আপনি।
ধন্যবাদ।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪২
নতুন নকিব বলেছেন:
খারাপ পরিস্থিতি দেখার সাথে সাথে কমেন্ট মডারেশনের মাধ্যমে কমেন্ট ব্লক করেছি। এবং সন্দেহজনক প্রত্যেকের। এক মিনিট দেরি করিনি। গতরাতে আবারো পৃথিবী যখন নিদ্রাচ্ছন্ন, তখন এই চক্র নতুন আইডি খুলে ব্লগ অপবিত্র করেছে।
জঘন্যতা দর্শনে হৃদয়ে হাহাকার ওঠে। চোখ অশ্রসজল হয়। ফজরের নামাজ পড়ে এসে ব্লগে ঢুকে মনে হল, এই বুঝি পাপের নগরে প্রবেশ করলাম। অন্তরের ব্যথা কি করে বুঝাই!
আপনার আন্তরিকতায় মুগ্ধতা! গত কিছু দিন যাবতই আপনি আমার দুরবস্থা নিয়ে ভেবে এসেছেন। আপনি এই বিষয়ে শক্তিশালী প্রতিবাদের আওয়াজ তুলে একটি পোস্ট দিয়েছেন। আপনাদের ছেড়ে যাওয়ার কথা ভাবতে কষ্টরা সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়।
অনেক ভাল থাকুন।
৩| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার কি এই ব্লগটিকে ভুলে যাওয়া উচিত? ছেড়ে চলে যাওয়াই বিধেয়, প্রিয় এই প্রাঙ্গন? এখানে থাকার কোনো অধিকারই কি আমার থাকতে নেই?
এসব কী বলছেন নকিব ভাই??
ফ্লাডিং মানে পুরো ব্লগের অপমান, ব্লগারদের কাছে লজ্জার বিষয়। আমরা সবাই এর প্রতিকার চাই। মডুরা বসে বসে ঘুমায়, তা না হলে এসব কুরুচিপূর্ণ নিক কীভাবে খোলা যায়??
আপনার কাছে অনুরোধ, ব্লগিং ছেড়ে দিয়ে ঘৃন্য নর্দমার কীটদের উদ্দেশ্য সফল করবেন না। সবর করুন। সত্যের বিজয় সুনিশ্চিত।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮
নতুন নকিব বলেছেন:
অসাধারন আন্তরিকতায় আবদ্ধ করলেন ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা। বুঝেছি, আপনাদের সাহসের বাহনে চড়ে সামুতেই ফিরে আসতে হবে বারবার।
অনেক শুভকামনা।
৪| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯
রাফা বলেছেন: আপনিতো মডারেশন করছেন না ,যদি করতেন তাহোলে আমাদের কারো কমেন্ট সাথে সাথে পাবলিস হইতোনা আপনার ব্লগে।যেটা ক্লিয়ারেন্স দিতেন সেটাই শুধু পাবলিশ হইতো ।আপনি মনে হয় বুঝতে পারছেননা।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১
নতুন নকিব বলেছেন:
আমি আসলে বুঝিনি। বিষয়টি জানা ছিল না। আপনার কাছে কৃতজ্ঞতা অশেষ।
৫| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭
রাফা বলেছেন: আপনার প্রোপিকের পাশেই ত্রিভুজাকৃতির যে চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে কমেন্ট বা মন্তব্য মডারেশন আছে দেখুন সেটা এ্যাক্টিভ করুন ।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০
নতুন নকিব বলেছেন:
করেছি। এরপরে বাকিটা একটু বলুন, প্লিজ।
৬| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৭
রাফা বলেছেন: এখন আপনার পোষ্টে আর সরাসরি কমেন্ট পাবলিশ হবেনা।আপনি দেখে যেটা পাবলিশ করবেন সেটাই সবাই দেখবে।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১২
নতুন নকিব বলেছেন:
চেষ্টা করেছি। কিন্তু হচ্ছে না।
৭| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৯
রাফা বলেছেন: আপনি এখনও করতে পারেন নাই..।ডানদিকে একেবার উপরে যেখানে আপনার প্রোপিকের পাশে হলুদ ত্রিভুজ সাইন সেটা ক্লিক করে এ্যাক্টিভ করেন।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২০
নতুন নকিব বলেছেন:
প্রোপিকের পাশে হলুদ ত্রিভুজ সাইনটির উপর ক্লিক করলে একটিভ তো হয় না। বরং একটি ড্রপ ডাউন মেন্যূ চলে আসে। যাতে ক্রমান্বয়ে থাকে,
কমেন্ট মডারেশন
প্রোফাইল এডিট
অনুসারিত ব্লগার
পাসওয়ার্ড পরিবর্তন
লগ আউট
এর ভেতরে কমেন্ট মডারেশনের উপরে ক্লিক করলে 'কমেন্ট মডারেশন' লেখা একটি পেইজে আমাকে নিয়ে যায়, যেখান থেকে আমি কাউকে নিষিদ্ধ তালিকায় নিয়ে তার কমেন্ট ব্যান করতে পারি। কিংবা কাউকে সন্দেহ তালিকায় নিতেও পারি। এখানে নিরাপদ তালিকা করারও অপশন রয়েছে।
বিরক্ত করছি আপনাকে।
৮| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩
ইএম সেলিম আহমেদ বলেছেন: নকিব ভাই আসলেই আমরা লজ্জিত। আসলেই সামুর দূর্দিন চলছে সেটা ঐ আইডির নাম আর প্রফাইল ছবি দেখেই অনুধাবন করা যায়। আপনার সাথে এরকম ঘটনার জন্য আমরা দুঃখিত।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৩
নতুন নকিব বলেছেন:
আপনার আন্তরিক মন্তব্য ভাল লাগলো। অনেক শুভকামনা আপনার জন্য।
পাশে এসে দাড়ানোয় সাহস যুগিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা।
৯| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯
আরইউ বলেছেন: নতুন পোস্ট লেখার সময় "রিভিউ হবে" অপশনটি সিলেক্ট করে দেবেন। নতুন পোস্ট লেখার সময় "রিভিউ হবে" অপশনটি সিলেক্ট করে দেবেন।
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬
নতুন নকিব বলেছেন:
আচ্ছা, পরামর্শ মাথায় থাকলো। ধন্যবাদ।
১০| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫
আল ইফরান বলেছেন: ভাই, এই অসভ্য জন্তুদের আক্রমনের মুখেও আপনাকে থাকতে হবে অথবা থাকার চেস্টা করতে হবে। আমরা আমব্লগাররা সাথে আছি, শ্বাপদের সাথে লড়ে যেতে চাই।
ব্লগ এডমিনদের দৃস্টি আকর্ষন করছি।
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭
নতুন নকিব বলেছেন:
পাশে থাকায় এবং সাহস যুগিয়ে যাওয়ায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।
১১| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬
কানিজ রিনা বলেছেন: এত জঘন্য মানুষীকতার মানুষ ব্লগে থাকে
কেমনে? এই কুশ্রী ব্লগার নিশ্চয় পর্ন
ব্যবসায়ী ওকে ধরিয়ে দিন।
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭
নতুন নকিব বলেছেন:
মন্তব্যে অভিনন্দন।
ভাল থাকুন নিরন্তর।
১২| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি পোষ্ট করার সময়য় কমেন্ট অপশন সম্পাদনা করে নিবেন। যেটা অনেকে বলেছেন।।
২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১
নতুন নকিব বলেছেন:
এই বিষয়টা আমি এখনও ক্লিয়ার নই। রাফা ভাই অনেক চেষ্টা করেছেন, যাতে আমি বুঝতে পারি। তাকে ধন্যবাদ তার আন্তরিক প্রচেষ্টার জন্য। কিন্তু আমি বিষয়টিতে সফল হইনি। আপনি কি এটা ভাল করে জানেন?
১৩| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮
অগ্নিবেশ বলেছেন: আইপি ব্যান হয়ে গেলে কিন্তু কোনো নাম দিয়েই পোস্ট করতে পারবেন না।
২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২
নতুন নকিব বলেছেন:
আইপি ব্যান হবে কেন, বুঝিনি ভাই।
১৪| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অপশন-১
কাউকে নিষিদ্ধ কিংবা সন্দেহের তালিকায় নিতে চাইলে প্রো-পিকের পাশে লাল চিহ্নিত অংশে ক্লিক করুন।
অপশন-১
কাউকে নিষিদ্ধ কিংবা সন্দেহের তালিকায় নিতে চাইলে প্রো-পিকের পাশে লাল চিহ্নিত অংশে ক্লিক করুন।
ক্লিকের পর এরকম একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে গেলে প্যানেল পাবেন, প্যানেলের উপরে কমেন্ট মডারেশন নামে একটি ডায়ালগ পাবেন (আমি লাল চিহ্নিত করেছি)। এখন কমেন্ট মডারেশনে ক্লিক করুন।
অপশন-১
কাউকে নিষিদ্ধ কিংবা সন্দেহের তালিকায় নিতে চাইলে প্রো-পিকের পাশে লাল চিহ্নিত অংশে ক্লিক করুন।
অপশন-১
কাউকে নিষিদ্ধ কিংবা সন্দেহের তালিকায় নিতে চাইলে প্রো-পিকের পাশে লাল চিহ্নিত অংশে ক্লিক করুন।
ক্লিকের পর এরকম একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে গেলে প্যানেল পাবেন, প্যানেলের উপরে কমেন্ট মডারেশন নামে একটি ডায়ালগ পাবেন (আমি লাল চিহ্নিত করেছি)। এখন কমেন্ট মডারেশনে ক্লিক করুন।
এখন বামে পাশে একটি প্যানেল পাবেন। (ছবিতে দেখুন, লাল চিহ্নিত করা আছে)। সেখানে কাউকে নিষদ্ধ করতে হলে নিষদ্ধ করে ক্লিক করুন এবং তার নাম/লিংক দেন। অথবা সন্দেহ করলে একইভাবে সন্দেহের তালিকা করুন।
এখানে আপনি ভুলে যদি কারো মন্তব্য মুছে ফেলেন সেটিও ফেরত আনন্তে পারবেন। সেটি করতে হলে মুছে ফেলা মন্তব্যে ক্লিক করতে হবে।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৮
নতুন নকিব বলেছেন:
অনেক সময় নিয়ে বিস্তারিত বলায় অপরিসীম কৃতজ্ঞতা।
ভাল থাকুন অনেক।
১৫| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অপশন-২
পোষ্ট লিখার জন্য এখানে চলে যান।
তারপর পোষ্ট লিখুন।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪০
নতুন নকিব বলেছেন:
আলহামদুলিল্লাহ। কাজটি করতে সক্ষম হয়েছি। অনেক শুভকামনা।
১৬| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
তারপর পোষ্ট পাব্লিশ করার পূর্বে হাতের বাম পাশে মন্তব্য সেটিংস এর প্যানেল প্যানেলে যান (আমি লাল চিহ্নিত করে দিয়েছি)। সেখানে রিভিউ হবে অপশনে ক্লিক করুন এবং তারপর পোষ্ট পাব্লিশ করবেন। এতে আপনি যার মন্তব্য ইচ্ছে হয় অনুমোদন দিতে পারবেন আর যাকে ইচ্ছে হয় অনুমোদন দিবেন না।
মনে রাখবেন ব্লগের ভিতরে খারাপ মানুষ আছে। এতে ঘাবড়ে যাবেন না।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪২
নতুন নকিব বলেছেন:
ঘাবড়াইনি। নোংড়া পরিবেশ দেখে মন খারাপ হয় মাঝে মাঝে।
পাশে থাকায় এবং অব্যহত সাহস যুগিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা আবারও।
১৭| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১
আরইউ বলেছেন: আপনি সহজ মন্তব্য বুঝতে পারছেন না! শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) যা বলেছে তা করুন। এরপর থেকে নতুন পোস্ট দেবার সময় সেল্ফ মডারেশন অন করে নেবেন।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩
নতুন নকিব বলেছেন:
বুঝেছি। অনেক শুভকামনা।
ভাল থাকবেন ভাই।
১৮| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮
শামচুল হক বলেছেন: নোংরা পোষ্টের জন্য ব্লগে বিপদ
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৬
নতুন নকিব বলেছেন:
জ্বি, সকলের জন্য বিপদ। আমি আস্তে আস্তে হাত গুটিয়ে নেয়ার চিন্তা করছি। মুখ বন্ধ রাখলে যদি সকলের কল্যান হয়, তাই করতে হবে। এছাড়া আর উপায় কি?
অনেক ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৪
বিলিয়ার রহমান বলেছেন: ফ্লাডিংকে ঘৃণা করি!
সামু শুদ্ধ থাকুক। আপনিও আমাদের মাঝে থাকুন।