নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

নয়া কেতন

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪



দিকে দিকে আজো মাজলূমানের শোনা যায় আহাজারি,
'মানবতা রক্ষার ভান' পুজি করে চলে ফরিয়ার কারবারি।
আজও এখানে কান্নার সলিলে ভাসে বুকফাটা আর্তনাদ,
দেখি, রক্তের দামে মাতম ক্রয়ের নবতর বিবর্তনবাদ।

সভ্যতার দাবিদার পশুর অধম মানবের বর্বর অনাচার,
ভেঙ্গে চৌচির 'আশরাফে মাখলূকাত' -নামের অহঙ্কার।
মানবতা মার খায়, জগত জুড়িয়া আজো পড়ে পড়ে মরে,
দুর্বলের গালে কষাঘাত, সাফল্য সকল যেন সবলের তরে!

শক্তিহীন অনাথের কান্নাই আশ্রয়- অশ্রুতে মেলে শান্তনা,
জীবনের বোঝা যেতে হয় বয়ে, বেদনার সয়ে সয়ে বঞ্চনা।
ক্ষুধার যাতনা- পেটে নেই ভাত- নেই অন্ন-বস্ত্রের সংস্থান,
সভ্য পৃথিবী(!) দ্রুত ধাবমান- নেয় না খবর কেবা কার সন্তান!

আকাশে বাতাসে এখনও শোনা যায় অনাহারীর আর্তনাদ!
এখনও মানুষ ভুখাফাকা- পায়নি সুঘ্রান - শান্তির আস্বাদ!
এখনও অগনন মানুষের কাছে- পৌঁছেনি পালয়িতার আহবান!
এখনও মানুষের মুক্তি মেলেনি- ঘটেনি পঙ্কিলতার অবসান!
এখনও মানবতা গুমরে কেঁদে মরে- ফরিয়াদের ওঠে হাত!
এখনও আগমন ঘটেনি কারও- ভাঙতে অত্যাচারীর বিষদাঁত!
এখনি কী করে বল বন্ধু তুমি- বিশ্রামের আয়োজন কর!
মানবতাকে বাঁচিয়ে তুলতে, এসো মানবতা আগলে ধর!

উড়িয়ে শান্তির নয়া কেতন,
ফেরাতে জাতির হৃত চেতন,
আবার তোমার জাগ্রত বিবেক জাগাও জাগাও বীর!
ভীরু-কাপুরুষ তুমিতো নও,
জ্ঞানে-গুনে পুন: আগুয়ান হও,
জগত তোমার তাকত দেখুক, হে বিশ্ববিজয়ী শির!

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: “মনবতার জয় হোক”

ভালো লিখেছেন।

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

নতুন নকিব বলেছেন:



শাহরিয়ার ভাই, আপনার আগমনে মুগ্ধতা। কৃতজ্ঞতা জানবেন।

অনেক ভাল থাকার প্রার্থনা।

২| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভাল লেখা।

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা। আন্তরিক দোআ এবং অভিনন্দন আপনার জন্য।

আপনাকে কল্যানের ভেতরে রাখুন আল্লাহ পাক।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪

আলোর পথে বিডি বলেছেন: অসাধারন , ভাল লেগেছে ।

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। কৃতজ্ঞতা।

অনেক ভাল থাকুন ভাই।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭

সৈয়দ তাজুল বলেছেন: বাহ, কবিতাটি ভাল লেগেছে প্রিয়।

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬

নতুন নকিব বলেছেন:



আপনার মন্তব্যটিও কিন্তু হৃদয়ছোঁয়া।

অনেক ভাল থাকুন প্রিয় ভাই।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯

ক্স বলেছেন: এই বিষয়টি নিয়ে একটি পোস্ট আপনার কাছ থেকে আশা করছি। আমার পোস্ট হুবুহু কপি পেস্টে কোন আপত্তি করবনা

কোথায় আজ সেই মিডিয়া যারা মালালাকে নিয়ে কান্নার রোল তুলেছিল?

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। লিঙ্ক এর ছবিগুলো দেখে আমার চোখ অশ্রুসজল হয়ে উঠেছে। আহ! হে আল্লাহ মহিয়ান! এও কি দেখা যায়! নিস্পাপ শিশুদের এমন নিথর দেহগুলো দেখে আমি চোখের অশ্রু ধরে রাখতে পারিনি।

নিউজ লিঙ্কটি দিলে ভাল হত।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

ক্স বলেছেন: Click This Link

https://www.aljazeera.com/news/2018/04/afghan-air-attack-kills-children-kunduz-religious-school-180403064510386.html

https://www.nbcnews.com/news/world/children-feared-dead-afghan-airstrikes-targeting-taliban-kill-dozens-n862651

https://bangla.bdnews24.com/world/article1478738.bdnews

https://www.jugantor.com/international/34615/আফগানিস্তানে-মাদ্রাসায়-বিমান-হামলায়-নিহত-৩০

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৫

নতুন নকিব বলেছেন:



লিঙ্কগুলো শেয়ার করায় ধন্যবাদ।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১

মোস্তফা সোহেল বলেছেন: যাদের প্রতিবাদ করার কথা তারই নিশ্চুপ থাকে।আল্লাহ নিশ্চয় সব মজলুমদের একদিন পাকড়াও করবেন।
কবিতা অনেক ভাল হয়েছে।+++

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৭

নতুন নকিব বলেছেন:



সেটাই তো হচ্ছে। রক্ষকরা দুনিয়াজুড়ে ভক্ষকে পরিনত হয়েছে। আল্লাহ পাক নিশ্চয়ই সব মাজলূমদের নয়, জালিমদের পাকড়াও করবেন।

পাঠ এবং আন্তরিক মন্তব্যে মোবারকবাদ। কৃতজ্ঞতা।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা , জয় হোক বিশ্বব্যপী মানবতার
অন্যায় অধর্ম মিশে যাক তমানিশায় ,
জেগে উঠুক সত্যের অমোঘ বানী
এধরায় নেমে আসুক শান্তির নির্যাস

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১০

নতুন নকিব বলেছেন:



আলী ভাই, আপনার আগমনে ধন্য হলাম। আপনার প্রত্যাশা পূরন হোক। বিপন্ন মানবতা ফিরে পাক অধিকার। এ ধরায় নেমে আসুক শান্তির সুবাতাস।

ভাল থাকুন অনেক।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: অসাধারণ কবিতা | জাজাক আল্লাহ খাইরান |

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং অনিন্দ্য সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা এবং অভিনন্দন।

অনেক ভাল থাকার কামনা।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শান্তি একদিক আসবেই। তারজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২

নতুন নকিব বলেছেন:



অনেক ভাল বলেছেন, সত্যের ছায়া। মোবারকবাদ।

ভাল থাকার প্রত্যাশা নিরন্তর।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৩

নতুন নকিব বলেছেন:



আপনার আগমনে মুগ্ধতা।

অনেক ভাল থাকুন হে চির নবীন।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অসাধারণ। সভ্যতার জয় হোক।নিপাত যাক অশুভ শক্তির।
শুভেচ্ছা নেবেন।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬

নতুন নকিব বলেছেন:



বাহ! অসাধারন মুগ্ধতার পরশে দারুন মন্তব্য!

আপনার প্রত্যাশারা ডানা মেলে দিক দশদিগন্তে। সভ্যতার জয় হোক।নিপাত যাক অশুভ শক্তির।

নিরন্তর শুভকামনা আপনার জন্যও। অনেক ভাল থাকবেন, প্রত্যাশা প্রত্যহ।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭

শূন্যনীড় বলেছেন: কবিতায় প্রিয় কবি নজরুল এঁর গন্ধ পাইলাম। মুগ্ধতা জানবেন কবি ভাই

মানবিকতার হোক চির বিজয়

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪

নতুন নকিব বলেছেন:



অসাধারন মুগ্ধতায় আচ্ছন্ন হলাম আপনার হৃদ্যতাপূর্ন আন্তরিক মন্তব্যে। নজরুল তো নজরুলই। নজরুল কি আর ফিরে আসবেন? তার মত অত বড় হওয়ার দু:সাহস কি করতে পারি? প্রিয় কবি বিচরন করেন অন্তরের অলিন্দে। তিনি মানবতার কবি। জাতীয় জাগরন আর মুক্তির অগ্রদূত। আমাদের প্রেরনা। আমাদের প্রিয় কবি। নিরন্তর দোআ, তাঁর আত্মা জান্নাতে প্রশান্তির পরশে সিক্ত হোক।

আপনার প্রত্যাশা পূরন হোক। মানবতা, মানবিকতার জয় হোক। বিপন্ন মানবতা ফিরে পাক তাদের প্রাপ্য সবটুকু অধিকার।

অনেক ভাল থাকুন ভাই।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: লা জবাব! অসাধারণ! অনিন্দ্য সুন্দর কবিতা! লিখে চলুন সতত। অনেক শুভ কামনা।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯

নতুন নকিব বলেছেন:



আন্তরিকতা ছুঁয়ে গেল প্রতিটি কথা। কী বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করি, তাই ভেবে পাচ্ছি না। এতটা ভালবাসার প্রতিদান দেয়ার ক্ষমতা যে আমার নেই।

প্রান খুলে শুধু দোআ করছি- আপনার অনন্ত পথের যাত্রা হোক কল্যান, মঙ্গল আর সাফল্যের স্বর্নগাঁথায় আকীর্ন।

প্রেরনাদানের জন্য অব্যহত শুভকামনা। আপনার লেখার হাতও মা-শাআল্লাহ ভাল। লিখতে থাকুন প্লিজ। জাতির সূর্য্য সন্তান হবে কারা? সে তো আপনারাই।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সনেট কবি বলেছেন: মান উত্তীর্ণ কবিতা। ফররুখ যেন ফিরে এলো।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি, বিনীত শ্রদ্ধা। দু'টো মাত্র লাইনে না বলা সব কথা যেন বলে গেলেন! নিরন্তর উদ্দীপনা, অনুপ্রেরনা আর সহগামী সহযাত্রী, ব্লগারদের এগিয়ে নেয়ার প্রানপন প্রচেষ্টা আপনার সহজাত প্রবৃত্তির অংশ যেন! ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না।

কবিতা যতটা না ভাল হয়েছে, সন্দেহ নেই, আপনাদের মত জ্ঞানী গুনীদের অসাধারন আন্তরিক মূল্যায়ন এটিকে আরও সজিব সতেজ করে তুলেছে।

কৃতজ্ঞতা আবারও। অনেক ভাল থাকার দোআ।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর কবিতা ও মন ভাবনার প্রকাশ।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনার আগমনে মুগ্ধ হলাম। পাঠ এবং আন্তরিক মন্তব্যে অভিনন্দন অনুক্ষন।

অফুরন্ত কল্যানের বারিধারা সিক্ত করুক আপনার ভাগ্যাকাশ।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

রুহের গ্রাস বলেছেন: দারুন লিখেছেন।

০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৬

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। জাজাকুমুল্লাহু তাআ'লা- ফিদ্দা-রাইন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.