নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মুক্তির আহবান!

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫



আপনাকে চাই প্রভূ!
পথ ভুলে যদি বিপথে কখনো দিশেহারা হই কভু!
আপন দয়ায় ক্ষমা করে ফের,
নিয়ে টেনে পথে সেই সত্যের,
উঠায়ে দিয়েন আলমে আরওহার শুভ্র সেই শপথে!
চলা ও বলার ক্ষমতা দিয়েন আপনার বলে দেয়া পথে!

সত্যের শপথে যেন থাকি অবিচল,
মুজাচ্ছাম নমুনা রাসূলের অবিকল,
ধারন করিয়া রাঙাতে জীবন তাওফিক মাগি প্রভূ!
আপনি কখনো ভুলে যেন নাহি যান, যদিও বা আপনাকে ভুলি কভু!

দিয়েন শকতি চলিবারে পথ,
হৃদয়ে ঈমান বাজুতে তাকত,
থেকে দ্বীনের উপর ইস্তিকামাত সাহাবায়ে রাসূলের মত!
পাড়ি দিতে পারি যেন পথ কন্টকাকীর্ন বাধা আসুক যত শত!

বাতিলের সম্মুখে তুলে প্রতিবাদ,
ইনসাফের করে ফের নয়া আবাদ,
আবার যেন ওড়াতে পারি দ্বীনের নূরানী কেতন!
ফিরায়ে আনতে পারি যেন সকল অচেতন চিতে চেতন!

ঈমান ক্রয়ের ফড়িয়া’দের,
প্রতিহতে তুলে হাত ফরিয়াদের,
ভাংতে দিয়েন সাহস অতুল বিচ্ছিন্নতার গ্লানি!
নিজেরে বিলিয়ে করে যেতে পারি যেন আমিত্বের কুরবানী!

দু’হাতে সরায়ে অন্ধকার,
খুলে দিতে সাহস, বন্ধ দ্বার,
অমানিশা নাশি- দূর করে দিয়ে ঘোর তমসার রাত!
আনতে আবার আলোকিত সেই সোনাঝড়া রঙিন প্রভাত!

জ্বালিয়ে হেরার আলো আবার,
বিনাশি সকল কালো আঁধার,
বিশ্ব মুসলিম কন্ঠে আবার একতার ওঠে গান!
বিভেদের নয়, শান্তির শপথ, উঠুক মুক্তির আহবান!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

আবু আফিয়া বলেছেন: চমৎকার, বিভেদ ভুলে গিয়ে শান্তিই হোক সবার কাম্য, লেখককে ধন্যবাদ

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

নতুন নকিব বলেছেন:



আপনাকেও ধন্যবাদ। চমকপ্রদ এবং আন্তরিক মন্তব্যে অভিনন্দন।

অনেক ভাল থাকুন।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ্নকিব ভাই খুব সুন্দর হয়েছে।
স্বচ্ছ মন না থাকলে এরকম লেখা সম্ভব না।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

নতুন নকিব বলেছেন:



আপনার মূল্যবান মূল্যায়নে ধন্য হল লেখাটি। আপনার মনটাও কিন্তু স্বচ্ছ মনে হয় আমার কাছে। সরলতায় ভরা অনেকটা।

অনেক ভাল থাকুন।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩

সৈয়দ তাজুল বলেছেন: দয়ালের কাছে আবেদনের সুরে এমন সুন্দর কবিতাকে জানাই বিনম্র ভালবাসা।

কবিতা ভাল হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

নতুন নকিব বলেছেন:



অসাধারন হৃদ্যতার ছোঁয়া রেখে গেলেন ভাই।

অনেক অনেক শুভকামনা।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর। অহিংসা পরম ধর্ম।আজ পেলাম সত্যই পরম ধর্ম।আমরা বাঁচি সদা সর্বদা সত্যকে জ্ঞান করে।শুভেচ্ছা নিয়েন।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৯

নতুন নকিব বলেছেন:



আপনার সুন্দর মন্তব্য বরাবরই প্রেরনাদায়ক। আলহামদুলিল্লাহ। জাজাকুমুল্লাহু তাআ'লা আহসানাল জাজা'।

অনি:শেষ শুভকামনা আপনার জন্যও।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১০

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা। ভালবাসা। শুভকামনা।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনার মূল্যবান মূল্যায়নে ধন্য হল লেখাটি। আপনার মনটাও কিন্তু স্বচ্ছ মনে হয় আমার কাছে। সরলতায় ভরা অনেকটা।
অনেক ভাল থাকুন।


ভালোবাসা নিরন্তর।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

নতুন নকিব বলেছেন:



আপনার জন্যও।

আমার দেখতে ইচ্ছে করে, রাজীব নূর তার স্বপ্নগুলো পূরন করতে পেরেছেন। তার মনের অপূর্নতাগুলো একে একে দূর হয়ে গেছে। আক্ষেপগুলো ঝড়ে ঝড়ে পড়ে গেছে দূর দিগন্তে। বিপন্ন মানবতাকে বাঁচিয়ে তোলার অদম্য অভিলাষে মানবতার যে গান তিনি গেয়ে চলেছেন অনি:শেষ, জাতীয়তার সীমানা ছাড়িয়ে গোটা মানব সমাজের সাম্য-শান্তি-সমৃদ্ধি-সৌভাগ্যের যে স্বপন তিনি দেখে চলেন রাতভর; তার সাক্ষাতে ধন্য হয়েছেন একদা কোনও এক দিন।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

তারেক ফাহিম বলেছেন: সত্যিকারের কামনা।

কবিতা অনেক সুন্দর হয়েছে শ্রদ্ধেয়।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২২

নতুন নকিব বলেছেন:



আপনাদের মত ভাল লোকদের প্রেরনা না পেলে এই কবিতা আদৌ আলোর মুখ দেখতো কি না কে জানে! কৃতজ্ঞতা জানাচ্ছি হৃদয়ের অর্গল খুলে। অনেক ভাল থাকুন প্রিয়।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন। সকল মুসলমানের মধ্যে আবার ঐক্য ফিরে আসুক- এই কামনা থাকল।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৮

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা।

আপনার কামনা পূর্ন করুন মহান আল্লাহ পাক। সকল মুসলমানের মধ্যে ফিরে আসুক ঐক্য। শীষাঢালা প্রাচীরের মত অভেদ্য, অবিচ্ছিন্ন উচ্চতায় একতার সুতোয় জড়ো হোক গোটা বিশ্ব মুসলিম। আবার পৃথিবী দেখুক দেড় হাজার বছর পূর্বের সোনালী সেই দিনগুলোর প্রতিচ্ছবি। বাস্তবে। দিব্য দৃষ্টিতে। কালের আয়নায় যা দেখতে হত এতকাল আমাদের।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বরাবরের মতই খুব সুন্দর লিখেছেন।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৯

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতি আনন্দিত করে। অনেক ভাল থাকার দোআ।

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭

মিরোরডডল বলেছেন: I liked most the second last para
ভালো লিখেছেন

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। কৃতজ্ঞতা, ভাল লাগায়।

অনেক ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.