নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
রাজিব! তুমি চলে গেলে দু:খ নেই তাতে,
কান্নার বেগও না হয় বলি, যাব চেপে!
ফুল হয়ে ফুটতে চেয়ে অকাল প্রভাতে,
ঝড়ে গেলে, ভাবতেই বুক ওঠে কেঁপে!
তোমার একটা হাত, যে হাত ন্যুজ হত,
বই খাতা কলমের ভারে!
আমাদের অসুস্থ মন, সমাজের দুষ্ট ক্ষত,
কেড়ে নিল সেই হাতটারে!
মা বাবা সে হারিয়েছ অনেক আগেই,
ছিল না আপন বলে কেউ!
তাই তুমি পড়েছিলে অবুঝ দু' ভাইয়ের ভাগেই,
তুমিহীন ওরা যেন সাগরের ঢেউ!
তোমার অতৃপ্ত রূহ প্রশান্তির পরশ পেয়ে,
জান্নাতের খুশবু মেখে থাক!
তোমার অপূর্ন আশা প্রান পাক পূর্নতায় নেয়ে,
অবুঝ দু'টি ভাই সফলতা পাক!
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। কৃতজ্ঞতা।
২| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: অভিযুক্ত গাড়ির চালকদের হত্যা মামলার আসামি করে খুব দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। চালকদ্বয়ের ফাঁসি চাই।
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০
নতুন নকিব বলেছেন:
সহমত। ধন্যবাদ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: এরকম যেন আর কারো না হয়।
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০
নতুন নকিব বলেছেন:
সহমত। ধন্যবাদ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১১
নতুন নকিব বলেছেন:
ভাল বলেছেন। নেক দুআ কবুল হোক।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: রাজিবের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১১
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। ভাল বলেছেন। কবুল হোক।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: রাজিবেরা কোনভাবে এই বিশৃংখল সমাজে জয়ী হতে পারবে না।
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১২
নতুন নকিব বলেছেন:
সেটাই। ধন্যবাদ।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: রাজীবের জন্য দোয়া ও তার পরিবারের সবার জন্য সমবেদনা! আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারকে এর উত্তম বদলা দান করুন। আমীন।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৫
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। পরিবার বলতে আর কি! মা নেই, বাবাও নেই। অবুঝ দু'টি ছোট ভাই ছাড়া তার পরিবারে তো আর কেউই নেই।
আপনার নেক দুআ আল্লাহ পাক কবুল করুন। অনেক শুভকামনা আপনার জন্য।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
২ বাসের মালিক থেকে ক্ষতিপুরণ নিয়ে, সিটি তাতে আরো কিছু টাকা যোগ করে, রাজীবের ভাইগুলোকে সাহায্য করা ঢাকা সিটির দায়িত্ব।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৬
নতুন নকিব বলেছেন:
সঠিক বলেছেন। ধন্যবাদ।
৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
আখেনাটেন বলেছেন: মানুষের জীবন কত সস্তা হয়ে গেছে এ দেশে!
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৭
নতুন নকিব বলেছেন:
সেটাই। মানুষের জীবনের চেয়ে সস্তা এদেশে আর কিছু আছে কি? মনে হয় নেই। ৫ টাকার জন্যও যেখানে মানুষ খুন হয়, সেটা তো এই জনপদই।
ভাল থাকবেন অনেক।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮
শাহারিয়ার ইমন বলেছেন: আল্লাহ তার আত্মার মাগফেরাত দান করুক