নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
দৈনন্দিন জীবনে চলার পথে ভুল কে না করে? ছোটখাট ভুল ত্রুটি হরহামেশা আমরা করে বসি। কথায় ভুল, কাজে ভুল, চলায় ভুল, বলায় ভুল, খাওয়ায় ভুল, নাওয়ায় ভুল, ভুল ভুল ভুল। এককথায় ভুলে ভরা আমাদের জীবন। যার জীবনটাই ভুলে ভরা, সেই আমিই কি না অাবার অন্যের ভুল দেখে নাক সিটকাই! ধমক দিই! থাপ্পড়ই কি না মেরে বসি গালের উপর! কি আশ্চর্য্য! একবার কি হিসেব করে দেখেছি, জীবনে আমি কতটি ভুল করেছি? কতটি অন্যায় আমার জীবনে আমি করেছি। বুঝে করেছি। হয়তো না বুঝে করেছি। কিন্তু অন্যায় তো হয়ে গেছে। ভুল তো করে ফেলেছি। তাহলে অন্যের ভুলগুলোকে অক্ষরে অক্ষরে ধরি কি করে? নিক্তি দিয়ে মেপে মেপে অপরের ভুলকে ওজন দিই কিভাবে? কর্মচারীকে ধমক দিই কেমন করে? বউয়ের কাজের ভুল ধরার জন্য চুলচেঁড়া বিশ্লেষনে যাই কি করে? আমার কি ক্ষমা প্রাপ্তির বাসনা আছে? আমি কি মহান মনিবের কাছে ক্ষমা পেতে চাই? আমি কি তাঁর বিচারের কাঠগড়ায় পরিপূর্ন নির্দোষ, নিরপরাধ এবং বেকসুর প্রমান করতে পারবো? কোনো মানুষই কি এটা পারবে? পারার কথা? আদৌ নয়। তাহলে অন্যদের প্রতি তাদের ভুল-ত্রুটির জন্য রাগ কেন? অন্যের দোষ ধরার প্রতি আমাদের এত মনযোগ কেন? অন্যের প্রতি ক্ষমার আচরন কেন নয়? আপনি যদি রাগ সংবরন করতে পারেন, অন্যদের ক্ষমা করার মহান গুন আয়ত্ব করতে পারেন, আপনার জন্য মহান প্রতিপালক জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন। আসুন, মহাগ্রন্থ আল কুরআনের অমিয়বানী দেখে হৃদয় জুড়িয়ে নিই। আল্লাহ পাক ঘোষনা করেন-
وَسَارِعُواْ إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য। সূরাহ সূরা আল ইমরান, আয়াত-১৩৪।
الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاء وَالضَّرَّاء وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন। সূরাহ সূরা আল ইমরান, আয়াত-১৩৫।
আসুন, আমরা নিজেদের রাগ সংবরন করার চেষ্টায় সফল হই। অন্যদের প্রতি ক্ষমাপ্রদর্শন করার শিক্ষা নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করে মহান প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত লাভের সৌভাগ্য অর্জনে ধন্য হই।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫
নতুন নকিব বলেছেন:
ভাই কেমন আছেন? সত্যি বলেছেন। রাগ মানুষের অর্জনকে পর্যন্ত ধ্বংস করে দেয়। আমাদের সকলকে এই ব্যধি থেকে বেঁচে থাকার তাওফিক দিন মহান প্রভূ পালয়িতা।
ভাল থাকার দুআ নিরন্তর।
২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: একদিন এক মাওলানা কৌতুক করে বলেছিলেন, "হারাম খাওয়া জায়েজ আছে।"
সবাই জিজ্ঞাসা করলো, কি সেই হারাম?
মাওলানা সাহেব বললেন, রাগ। রাগকে খেয়ে ফেল ( এখানে খাওয়া মানে দমন করা)।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১
নতুন নকিব বলেছেন:
কৌতুকই বটে। মাঝে মাঝে এরকম নির্দোষ বিনোদন খারাপ নয়। আপনি ভাল আছেন নিশ্চয়ই। কৃতজ্ঞতা।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরও একটি খুব দরকারি পোস্ট! আপনার লেখার হাতকে আল্লাহ আরও শক্তিশালী করুন। আমীন।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪
নতুন নকিব বলেছেন:
আপনার হৃদয় নিংড়ানো প্রার্থনা আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুন।
হৃদ্যতার বদলা হৃদ্যতা ছাড়া আর কী হতে পারে? কল্যানের দুআ অফুরান।
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: আমার রাগ খুব বেশি। বেশির ভাগ সময়ই রাগ কন্টোল করতে পারি না।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০
নতুন নকিব বলেছেন:
রাগ কন্ট্রোল করাটা কঠিন। তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদের তাওফিক দিন। আপনি ভাল থাকুন অনেক।
৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাগ হল আগুনের মতো
আগুন যেমন শুকনো পাতা ছাই করে দেয়, রাগ তেমনি সৎকর্মগুলোকে বিনাশ করে।
পোষ্টে ধন্যবাদ
+++
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬
নতুন নকিব বলেছেন:
আপনার উপস্থিতি প্রেরনা যোগায়। সুন্দর মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা। অনেক ভাল থাকার দুআ।
৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭
নীল মনি বলেছেন: আমি সব সময়ই একটা কাজ করি আর উপদেশ দিই।
রাগ হলে চুপ করে থাকি।
আর উপদেশ দিই যে-রাগ হলে মুখ বন্ধ রাখতে শিখুন।
নকিব ভাইয়া দারুণ দারুণ পোস্ট দেন।মাশা আল্লাহ।
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮
নতুন নকিব বলেছেন:
আপনার কাজটি ঠিক আছে। রাগের মুহূর্তে নিরব থাকলে রাগ প্রশমিত হয়। দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যেতে বলা হয়েছে।
অনেক ভাল থাকুন।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: ভুলে ভুলে জীবনটা শেষ! রাগ সংবরণ করাটা বেশ কঠিন। যদিও পরে পস্থাতে হয়!
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৯
নতুন নকিব বলেছেন:
সহমত। সুন্দর মন্তব্যে অভিনন্দন। অনেক শুভকামনা আপনার জন্য।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,
সন্দেহ নেই, ক্রোধ দমন করা একটি কঠিন মানসিক প্রক্রিয়া । মানসিক ভাবে তো বটেই , শারীরিক ভাবেও ক্রোধ বা রাগ ক্ষতিকর । সবাই তেমন করে ক্রোধকে দমন করতে পারেননা । যদি পারা যায় সে তো অবশ্যই সবার জন্যে মঙ্গল ।
আর ক্ষমা প্রদর্শন ? এর চে' মহৎ গুন আর কি আছে মানুষের কাছে ?
ভালো লেখা ।
শুভেচ্ছান্তে ।
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
নতুন নকিব বলেছেন:
মূল্যবান শিক্ষনীয় কমেন্ট রেখে যাওয়ায় আন্তরিক মোবারকবাদ। আপনার উপস্থিতিতে আনন্দিত হলাম।
অনেক ভাল থাকার কামনা।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪
নীলপরি বলেছেন: রাগকে দমন করা সত্যিই কঠিন কাজ । পোষ্ট ভালো লাগলো ।
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২
নতুন নকিব বলেছেন:
পাঠ এবং মন্তব্যে অভিনন্দন। পোস্ট ভাল লাগায় কৃতজ্ঞতা।
ভাল থাকবেন নিরন্তর।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ আমাদের সবাইকে রাগ সংবরন করার তৌফিক দান করুন।
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২
নতুন নকিব বলেছেন:
আপনার আন্তরিক দুআ আল্লাহ পাক কবুল করে নিন।
অনেক অনেক শুভকামনা।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০
তারেক ফাহিম বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট ++
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৩
নতুন নকিব বলেছেন:
আপনার মূল্যায়ন ভাল লাগলো।
অনেক শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২
তারেক_মাহমুদ বলেছেন: রাগ মানুষের প্রধান শত্রু, তাই রাগ সংবরণ করা প্রতিটি মুমিন মুসলমানের কর্তব্য।