নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

প্রথম পাতার এক্সেস দেয়া হলে এরা কি আরও ভাল কিছু উপহার দিতেন না!

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০



লেখার হাত ভাল, এমন কিছু ব্লগার রয়েছেন যারা অনেক দিন থেকে ব্লগে আছেন কিন্তু প্রথম পাতার এক্সেস পাননি। মন্তব্য এবং পোস্ট মিলিয়ে অলমোস্ট ভাল লিখে থাকেন এমন ব্লগারদের প্রথম পাতার এক্সেস দেয়া হলে এটা তাদের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি ব্লগকেও সমৃদ্ধ করবে, সন্দেহ নেই। তাদের উদ্ভাবনী শক্তির বিকাশ দেখার সুযোগও লাভ হবে আমাদের। এমন অনেক ব্লগার রয়েছেন, যাদের বছর পার হয়ে গেছে, কিন্তু পর্যবেক্ষন পিরিয়ড এখনও শেষ হয়নি। আপাতত: আমি কয়েকজনের নামোল্লেখ করলাম। আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনার জানামতে যিনি অথবা যারা ভাল লিখে থাকেন, কিন্তু এখনও প্রথম পাতায় যেতে পারেননি, দয়া করে তাদের ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করুন। আপডেট করে তাদের নামও এই পোস্টে অন্তর্ভূক্ত করার চেষ্টা থাকবে। সম্মানিত মডারেটরবৃন্দকে আমরা তাদের বিষয়ে সঠিকভাবে অবহিত করতে পারলে হয়তো দ্রুত বিষয়গুলোতে তারা নজর দিতে সক্ষম হবেন এবং সমস্যাগুলোর একে একে সমাধানের পথ বেরিয়ে আসবে। তবে, ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে, অনেক যোগ্যতাসম্পন্ন ভাল লেখকের ব্যাপারেই হয়তো আমার ধারনা নেই। এজন্য সকলের স্বতস্ফুর্ত পরামর্শ একান্তভাবে কাম্য। আশা করি, আমাদের এই প্রিয় প্রাঙ্গন আরও প্রানবন্ত, আরও সতেজ, সবুজ হয়ে উঠবে সকলের সম্মিলিত প্রয়াসে। এই মুহূর্তে যাদের কথা বলতে পারি তারা হলেন-

সৈয়দ তাজুল
১ বছর ৪ মাস ধরে ব্লগিং করেন। পোস্ট সংখ্যা কম। মাত্র ৭টি। যদিও তার লেখার মান ভাল। মন্তব্য করেছেন: ৪৭৫টি। মন্তব্য পেয়েছেন: ১১৭টি। ঘুরে আসতে পারেন তার ব্লগ বাড়ি- সৈয়দ তাজুল

টারজান০০০০৭
ব্লগিং করছেন ১ বছর ৩ মাস। পোস্ট করেছেন: ৪৫টি। মন্তব্য করেছেন: ১৩৮৫টি। মন্তব্য পেয়েছেন: ২৭২টি। অনুসরণ করছেন: ২ জনকে। তাকে অনুসরণ করছেন: ১৬ জন। তার অনবদ্য মন্তব্যগুলো বেশ মজার। ভিন্ন আঙিকে দেয়া তার মন্তব্য অনেকের উপভোগের বিষয় এবং প্রিয় বটে। তিনি ইতিহাসের ছাত্র ছিলেন কি না জানি না। তবে তার মন্তব্যগুলো লক্ষ্য করলে দেখা যায়, ঐতিহাসিক বিশ্লেষনগুলোতে তিনি সিদ্ধহস্ত। এতে তার জ্ঞানের ছাপ পরিলক্ষিত হয়। তার ব্লগে যেতে পারেন- টারজান০০০০৭

ক্স
ব্লগিংয়ের বয়স ১ মাস। পোস্ট সংখ্যাও কম। মাত্র ২টি। কিন্তু মন্তব্যগুলো ক্ষুরধার। বুদ্ধিদীপ্ত। মন্তব্য করেছেন: ৩০৯টি। মন্তব্য পেয়েছেন: ২০টি। কাউকে অনুসরণ করছেন না তিনি। তাকে অনুসরণ করছেন: ৩ জন। তার ব্লগে যেতে হলে- ক্স

পদাতিক চৌধুরি
যতটুকু জানি, পদাতিক চৌধুরি এখনও প্রথম পাতার এক্সেস পাননি। তার ব্লগের বয়স আড়াই মাস। পোস্ট করেছেন: ১৫টি। মন্তব্য করেছেন: ৬১৩টি। মন্তব্য পেয়েছেন: ১৮৩টি। অনুসরণ করছেন: ৭ জনকে। তাকে অনুসরণ করছেন: ৪ জন। লেখার হাত বেশ ভাল। ঝরঝরে। মন্তব্যে দারুন। তার ব্লগে যেতে- পদাতিক চৌধুরি

কাউয়ার জাত
পোস্ট করেছেন মাত্র ৩টি। মন্তব্য করেছেন: ৫২৭টি। মন্তব্য পেয়েছেন: ১০১টি। ব্লগে আছেন: ১ বছর ৪ মাস। অনুসরণ করছেন: ১ জনকে। তাকে অনুসরণ করছেন: ১২ জন। তার বুদ্ধিদীপ্ত অসাধারন মন্তব্যগুলো ভাবনার খোরাক যোগায়। তার ব্লগে যেতে হলে-কাউয়ার জাত

সৈয়দ ইসলাম
পোস্ট করেছেন মাত্র ২৬টি। মন্তব্য করেছেন: ১১০১টি। মন্তব্য পেয়েছেন: ৪৯২টি। ব্লগে আছেন: ৩ মাস ৩ সপ্তাহ। তিনি অনুসরণ করছেন: ১১ জনকে। তাকে অনুসরণ করছেন: ১২ জন। তিনি ভাল লিখেন। আশা করা যায়, ব্লগে আলো ছড়াতে সক্ষম হবেন। তার ব্লগে ঘুরে আসতে পারেন- সৈয়দ ইসলাম

খাঁজা বাবা
পোস্ট করেছেন মাত্র ২৮টি। মন্তব্য করেছেন: ৩১১ টি। মন্তব্য পেয়েছেন: ২৪ টি। ব্লগে আছেন: ১ বছর ৬ মাস। তিনি অনুসরণ করছেন: ০৮ জনকে। তাকে অনুসরণ করছেন: ০১ জন। তার লেখা ভাল। আশা করা যায়, চেষ্টা করলে তিনি আরও ভাল লিখবেন। তার ব্লগ ঠিকানায় যেতে হলে- খাঁজা বাবা

যুক্তি না নিলে যুক্তি দাও
পোস্ট করেছেন মাত্র ১৩টি। মন্তব্য করেছেন: ৩৩৪ টি। মন্তব্য পেয়েছেন: ১০৫ টি। ব্লগে আছেন: ৪ মাস ২ দিন। তিনি অনুসরণ করছেন: ১৮ জনকে। তাকে অনুসরণ করছেন: ০১ জন। তার লেখা সুপাঠ্য। ব্লগে তিনি সময় দেন। আশা করা যায়, তিনি আরও ভাল করবেন। তার ব্লগ ঠিকানায় যেতে হলে- যুক্তি না নিলে যুক্তি দাও

জোয়ান অব আর্ক
পোস্ট করেছেন মাত্র ৬ টি। মন্তব্য করেছেন: ৭৮ টি। মন্তব্য পেয়েছেন: ১৮ টি। ব্লগে আছেন: ১ বছর ২ মাস। তিনি অনুসরণ করছেন না কাউকে। তাকে অনুসরণ করছেন: ০২ জন। তার লেখা মোটামুটি। ব্লগে তিনি সময় দেন কম। ব্লগ ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে ছিল। হতাশা তার ভেতরে। তাকে প্রথম পাতায় যেতে হলে, তার প্রতি রিকোয়েস্ট থাকবে, তিনি যেন ব্লগের প্রতি তার ভালবাসা প্রমানে সচেষ্ট হন। ব্লগটিকে ভালবাসুন। এখানে সময় দিন। নিত্য নতুন লেখা দিন। লেখাগুলোয় বৈচিত্রতা আনুন। মানুষের মনের খোড়াক যোগায় এমন কিছু লিখুন। আপনার জন্য কর্তৃপক্ষই ব্যবস্থা নিতে এগিয়ে আসবেন। তার ব্লগ ঠিকানায় যেতে হলে- জোয়ান অব আর্ক

কাওসার চৌধুরী
পোস্ট করেছেন মাত্র ৪৫ টি। মন্তব্য করেছেন: ৫০২ টি। মন্তব্য পেয়েছেন: ১৮০ টি। ব্লগে আছেন: মাত্র ৩ সপ্তাহ ৪ দিন। তিনি অনুসরণ করছেন: ০৯ জনকে। তাকে অনুসরণ করছেন: ১২ জন। তার লেখাগুলো দারুন। অল্প সময়ে ব্লগটিকে আপন করে নিয়েছেন তিনি। তার লেখাগুলোয় বৈচিত্রতার ছাপ রয়েছে। আশা করা যায়, ব্লগে তার মত প্রতিভার আগমন আনন্দের কারন হবে। তার ব্লগ বাড়িতে যেতে চাইলে- কাওসার চৌধুরী

মৌরি হক দোলা
পোস্ট করেছেন ১২ টি। মন্তব্য করেছেন: ৫৬ টি। মন্তব্য পেয়েছেন: ৫০ টি। ব্লগে আছেন: ১ মাস ১ সপ্তাহ। তিনি অনুসরণ করছেন: ১৯ জনকে। তাকে অনুসরণ করছেন: ২ জন। তার লেখার হাত ভাল। আশা করা যায়, ব্লগে তিনি ভাল করবেন। তার ব্লগ বাড়ি এই ঠিকানায়-
মৌরি হক দোলা

সুখবরটি জানিয়ে রাখছি:
ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি, সামহোয়্যার ইন ব্লগের সম্মানিত মডারেটরবৃন্দ ব্লগার পদাতিক চৌধুরি -কে সেইফ স্ট্যাটাস দিয়ে প্রথম পাতায় প্রবেশাধিকার দিয়েছেন গতকাল ২৩.০৪.২০১৮। এর জন্য তাদের প্রতি অন্তহীন কৃতজ্ঞতা। অভিনন্দন জানাচ্ছি পদাতিক চৌধুরি -কে। আশা করি, বাকিদের জন্যও তাদের আন্তরিকতার বহি:প্রকাশ অচিরেই দেখতে সক্ষম হব আমরা।

আলহামদুলিল্লাহ। গতকাল দেখলাম, ব্লগার কাওসার চৌধুরী কে সেইফ করা হয়েছে। এজন্য আবারও আন্তরিক কৃতজ্ঞতা ব্লগ এডমিনের সম্মানিত মহোদয়গনের প্রতি। অভিনন্দন, কাওসার চৌধুরী ভাইকেও।

অবশেষে সামুকে আবারও ধন্যবাদ টারজান০০০০৭ ভাইকে সেইফ করায়। অদ্য ১০.০৫.২০১৮ জানলাম তিনি এখন প্রথম পাতায়। তাকেও অভিনন্দন। তার নিকট থেকে শক্তিমান ভাল ভাল লেখা আশা করছে ব্লগাররা।

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ নকিব ভাই! আপনার উদ্যোগ প্রশংসনীয়! কে কে এখনও সেফ হয়নি তাদের ব্যাপারে আমার ধারণা নেই। আমিও চাই তাদের সবাইকে প্রথম পাতায় অ্যাকসেস দেয়া হোক। ব্লগে গতি ফিরে আসুক।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪

নতুন নকিব বলেছেন:



সেই উদ্দেশ্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। ব্লগের ঝিমিয়ে পড়া ভাব ভাল লাগে না। ব্লগ ভর্তি থাকবে সব সময়। গমগম করবে। জনারন্যে পরিনত হবে। সেটাই চাই।

মূল্যবান মন্তব্য রেখে যাওয়ায় ধন্যবাদ। কৃতজ্ঞতা।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

তারেক ফাহিম বলেছেন: সুন্দর উদ্যেগ্।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। কৃতজ্ঞতা। যোগ্যতার অধিকারী আর কারও নাম দিন না, ভাই!

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো এবং গুরুত্বপূর্ণ পোষ্ট।
সামু অবশ্যই ব্যবস্থা নিবেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। আশা এবং ভরসা আমাদেরও, সামুর প্রতি। অচিরেই তারা ব্যবস্থা নিলে কৃতার্থ হই।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি যে চার জনের নাম লিখেছেন- আমার বিশ্বাস তারা সামু ব্লগ আর বেশি সমৃদ্ধ করবে।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

নতুন নকিব বলেছেন:



আমিও তাই মনে করি। এরকম আরও কেউ কেউ রয়েছেন, যাদের মনোবল দুর্বল হয়ে গেছে, তাদের ব্লগে ধরে রাখার জন্য প্রথম পাতার এক্সেস দেয়া দরকার।

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: কৃতজ্ঞতা জানাই আপনাদের উদ্যোগকে।আমার নাম আছে সে জন্য বলছি না, আসলে ব্লগকে আমার মনে হয় একটা বৃহৎ সংসার যেখানে অগ্রজরা তাদের অনুজদের দিকে লক্ষ্য রাখবেন, আর অনুজদের থাকবে অগ্রজদের প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভালবাসা। প্রতিটি মুহূর্তে এহেন সংসার হয়ে উঠবে মুখরিত।যার সার্থক রুপায়নে আছেন আপনাদের নিরলস প্রচেষ্টা।

ভাল থাকুন নিরন্তর।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১

নতুন নকিব বলেছেন:



ব্লগতো একচুয়ালি একটা বৃহত পরিবারই। বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে এই পরিবারের সদস্যরা।

খুব সুন্দর লাগলো আপনার কথা- আসলে ব্লগকে আমার মনে হয় একটা বৃহৎ সংসার যেখানে অগ্রজরা তাদের অনুজদের দিকে লক্ষ্য রাখবেন, আর অনুজদের থাকবে অগ্রজদের প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভালবাসা।

এটাই হওয়া উচিত। কিন্তু আমরা কতটুকু সামর্থ্যবান আমাদের দায়িত্ব পালনে? নানান সীমাবদ্ধতা আমাদের আটকে দেয়। আমরা হোচট খাই। তবু অন্তরে লালিত শুভকামনা থেকেই ক্ষুদ্র এই প্রয়াস। নবীন প্রবীন বলে কথা নয়, নানান পথ ও মতের সম্মিলনকেন্দ্র, এই পরিবারের সদস্যদের আন্তরিকতার এই ধারা অটুট থাকলে আশা করি, আমরা বড় হব। অনেক বড়। সামু বড় হবে। বিশ্বজোড়া, পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়বে যার পরিধি।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

রকি বিশ্বাস বলেছেন: ব্লগের গ‌তি ক‌মে যা‌চ্ছে ক‌বিতার কার‌নে । সামু ব্ল‌গে বর্তমা‌নে ক‌বি ও সা‌হি‌ত্যি‌কের সংখ্যা বে‌শি ম‌নে হয় ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭

নতুন নকিব বলেছেন:



কবিতার কারনে ব্লগের গতি কমে যাওয়াটা ঠিক বুঝে উঠতে পারলাম না। কবিতা হোক আর গল্প হোক, লেখার মানটা হচ্ছে ফ্যাক্টর। তবে এটাও ঠিক, যাচ্ছেতাই লিখলেই তাকে কবিতা বলা যায় না।

আর কবি সাহিত্যিক না থাকলে সামু চলবে কাদের দিয়ে? কবি সাহিত্যিকগনকে তো সামুর সম্পদ মনে করি। তারা দেশের গর্ব। তাদের প্রতি শ্রদ্ধা পোষন করি।

পাঠ এবং মূল্যবান মন্তব্যে অভিনন্দন।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

তারেক_মাহমুদ বলেছেন: এদের অনেকেই আমার প্রিয়, সবার জন্য শুভ কামনা।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

নতুন নকিব বলেছেন:



আপনিও এদের এবং এরা ছাড়াও সামু ব্লগের অনেকের প্রিয়। আপনার জন্যও শুভকামনা।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: এদের সবাই আমার প্রিয় ব্লগার। আমার পোস্টে কমেন্ট করে থাকে। তারা প্রথম পাতা এক্সেস পেলে অনেক ভালো করবেন ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১

নতুন নকিব বলেছেন:



আমাদেরও। তবে, আপনিও নি:সন্দেহে অনেকের প্রিয় মুখ। আশা করি, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহন করে এদের সকলের প্রথম পাতায় এক্সেস দিয়ে দিবেন।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪

ক্স বলেছেন: আমার দুইটি পোস্টের মধ্যে একটি কপি পেস্ট। কপি পেস্ট করা যদিও আমার পছন্দ নয়, কিন্তু সবাইকে সচেতন করার তাগিদে প্রথম আলোর একটি প্রতিবেদন হুবহু কপি পেস্ট করলাম, যদিও তেমন কেউ ভিজিট করেনি - এ যাবত সাকুল্যে ১০ জন ভিজিটর পেয়েছি - তার মধ্যে দু'জন সম্ভবত আমি নিজেই।

আমার হয়ে ওকালতি করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আসলে প্রথম পাতায় এক্সেস চাইনা - ওটা মানসম্পন্ন ব্লগারদের সম্মানিত করার স্থান হিসেবেই সংরক্ষিত থাকুক। আমি চাই আমাদের মত তৃতীয় শ্রেণীর ব্লগারদের জন্য আরেকটি থ্রেড (নির্বাচিত পাতা ও প্রথম পাতার পাশাপাশি) যাতে আমার ভাবনা সকলের সাথে শেয়ার করতে পারি। ব্লগ তো আমাদের স্বাধীনভাবে মন খুলে কথা বলার স্থান। এখানে এসে যদি চিপে চাপে থাকতে হয়, কষ্ট করে সময় নষ্ট করে পোস্ট দেবার পর একজনও ভিজিটর না পাওয়া যায় - কেমন লাগে বলুন?

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬

নতুন নকিব বলেছেন:



আমার হয়ে ওকালতি করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আসলে প্রথম পাতায় এক্সেস চাইনা - ওটা মানসম্পন্ন ব্লগারদের সম্মানিত করার স্থান হিসেবেই সংরক্ষিত থাকুক। আমি চাই আমাদের মত তৃতীয় শ্রেণীর ব্লগারদের জন্য আরেকটি থ্রেড (নির্বাচিত পাতা ও প্রথম পাতার পাশাপাশি) যাতে আমার ভাবনা সকলের সাথে শেয়ার করতে পারি। ব্লগ তো আমাদের স্বাধীনভাবে মন খুলে কথা বলার স্থান। এখানে এসে যদি চিপে চাপে থাকতে হয়, কষ্ট করে সময় নষ্ট করে পোস্ট দেবার পর একজনও ভিজিটর না পাওয়া যায় - কেমন লাগে বলুন?

আপনি চাবেন না, সেটাই ধারনা করেছি। যোগ্য ব্যক্তি কখনও নিজের যোগ্যতার কথা বলে বেড়ান না। বরং, কখনও কখনও দেখা যায়, সাধ্যমত নিজেকে লুকিয়ে রাখতেই সচেষ্ট হন তিনি। আর এর প্রতিফল হিসেবে, উল্টো সমাজ তাকে তুলে ধরে। আমাদের দায়িত্ব আপনার মত, আপনাদের মত লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে সামনে নিয়ে আসা। বাকি কাজটা সামুর সম্মানিত মডারেটরদের বিবেচনাধীন। আশা করছি, খুব শিঘ্রই তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবেন।

ভাল থাকবেন।

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


সামুর দেয়া, " ৩ দিন" ৩দিনই থাকা উচিত; এর থেকে বেশীদিন রাখা হলে কারণ জানানোর দরকার। ব্লগে রেজিষ্ট্রেশন করার সময়, যেই আবেগ, উৎসাহ, প্রেরণা থাকে, প্রথম পাতায় না আসতে পারলে, তা ক্ষোভে পরিণত হওয়ার সম্ভাবনা আছে; সামুকে এই ব্যপারে গতিশীল হওয়ার দরকার।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭

নতুন নকিব বলেছেন:



সামুর দেয়া, " ৩ দিন" ৩দিনই থাকা উচিত; এর থেকে বেশীদিন রাখা হলে কারণ জানানোর দরকার। ব্লগে রেজিষ্ট্রেশন করার সময়, যেই আবেগ, উৎসাহ, প্রেরণা থাকে, প্রথম পাতায় না আসতে পারলে, তা ক্ষোভে পরিণত হওয়ার সম্ভাবনা আছে; সামুকে এই ব্যপারে গতিশীল হওয়ার দরকার।

সহমত। মূল্যবান মন্তব্যের জন্য অভিনন্দন। আপনার কথাগুলো আশা করি, কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন। অনেক ভাল থাকুন।

১১| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অন্য কোন অসুবিধা না থাকলে উনাদেরকে প্রথম পাতায় এ্যাকসেস দেওয়া উচিৎ। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১

নতুন নকিব বলেছেন:



সহমত। কারও সমস্যা থাকলে সেটারও কোনো একটা সমাধান অবশ্যই বের করা সম্ভব। আশা করি, কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করে বাধিত করবেন।

নবীন-প্রবীন মুক্তিকামীদের পাশে এসে দাঁড়ানোয় মোবারকবাদ।

১২| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরো কয়েক জনের নাম বলা যায়ঃ
@লালূ ভাই
@ সৈয়দ ইসলাম(উনাকে কিছুদিন দেখছি না)
@খাজা বাবা
@ যুক্তি না দিলে যুক্তি দাও
@ কাওসার চৌধুরি
আরো কিছু-----

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০২

নতুন নকিব বলেছেন:



তথ্য প্রদানে ধন্যবাদ। এদের মধ্যে কয়েকজনকে জানি। তারা ভাল লিখে থাকেন। প্রত্যেকের লেখার গুনগত মান যাচাই করে তাদের প্রথম পাতায় এক্সেস দেয়ার অনুরোধ কর্তৃপক্ষের প্রতি।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

জোয়ান অব আর্ক বলেছেন: আমি সামু ব্লগ থেকে ভেগে গিয়েছিলাম। আপনার এই পোস্ট দেখে নিজের চেহারা দেখাতে এলাম। দেখুন তো পছন্দ হয় কিনা।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৬

নতুন নকিব বলেছেন:



ফিরে এসেছেন বলে খুশি হলাম। ভেগে যাওয়ার প্রয়োজন আশা করি হবে না। সামু তো সেতু বন্ধন। অবশ্যই আপনার শুভ দিন সামনে। হাত খুলে লিখতে থাকুন। কর্তৃপক্ষ অবশ্যই ন্যায়ানুগ ব্যবস্থা নিতে কার্পন্য করবেন না।

আপনার জন্য আমাদের শুভকামনা।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ "চাঁদগাজীবলেছেন:সামুর দেয়া, " ৩ দিন" ৩দিনই থাকা উচিত; এর থেকে বেশীদিন রাখা হলে কারণ জানানোর দরকার। ব্লগে রেজিষ্ট্রেশন করার সময়, যেই আবেগ, উৎসাহ, প্রেরণা থাকে, প্রথম পাতায় না আসতে পারলে, তা ক্ষোভে পরিণত হওয়ার সম্ভাবনা আছে; সামুকে এই ব্যপারে গতিশীল হওয়ার দরকার।"

--- সহমত। মডুরা সেফ/ব্লক করার দায়িত্বটা গুরুত্বের সাথে করুক। তবে ব্লগকে আগাছা মুক্ত করতে গিয়ে চারা গাছগুলো যেন মারা না পড়ে।।

সুন্দর ব্লগিং পরিবেশ তৈরী হোক।।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮

নতুন নকিব বলেছেন:



মডুরা সেফ/ব্লক করার দায়িত্বটা গুরুত্বের সাথে করুক। তবে ব্লগকে আগাছা মুক্ত করতে গিয়ে চারা গাছগুলো যেন মারা না পড়ে।।

সুন্দর ব্লগিং পরিবেশ তৈরী হোক।।


গাজী ভাইয়ের মন্তব্যে সহমত পোষন করেছি। আপনার কথাটিও গুরুত্ববহ। এ কথাটির প্রতি সম্মানিত মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নীল মনি বলেছেন: মডারেটরদের দেখতে চাই :)। পোস্টটি নি:সন্দেহে ভালো।কাওসার ভাইয়ের নাম নিজাম ভাইয়া বলে দিয়েছে অবশ্য।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

নতুন নকিব বলেছেন:



মডারেটর দেখার ইচ্ছে আপনার পূরন হলেও হতে পারে। না হলেও ক্ষতি নেই। তারা যথাযথ ব্যবস্থা নিলেই হল। মন্তব্যে অভিনন্দন। কাওসার ভাই ভাল ব্লগার।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

টারজান০০০০৭ বলেছেন: ধন্যবাদ ! প্রায়ই ভাবি লেখা ছাড়িয়া দিব। ফেসবুকের মতন একাউন্ট ডিলিট করার ব্যবস্থা থাকিলে অনেক আগেই ডিলিট করিয়া দিতাম। আমি প্রায়ই বলিয়া থাকি , মডারেশন প্যানেলের কারণেই সামু সুপারমল হইতে মুদি দোকান হইয়াছে, প্রথম পাতার একসেস,নির্বাচিত পাতা, ইত্যাদি বিষয়গুলো যদি বিবেচনাপ্রসূত না হয় তাহা হইলে সামুর পান-বিড়ির দোকান হইতে বেশি সময় লাগিবে না !

ব্লগের অবস্থা দেখিয়া মনে হয় ,পাইলট বুঝি বানরের হাতে প্লেন চালাইতে দিয়া.............. !!!!!! X((

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪

নতুন নকিব বলেছেন:



আপনার তীক্ষ্ণ খোঁচাযুক্ত মন্তব্য হজম করার জন্য বিশেষ বৈশিষ্ট্য প্রয়োজন বৈকি! আপনাকে না জানলে অনেকেরই হয়তো উলটো বুঝার সম্ভাবনা থেকে যায়। আশা করি, একাউন্ট ডিলিট করার প্রয়োজন আপনার হবে না, কর্তৃপক্ষ অচিরেই আপনাকে প্রথম পাতায় নিয়ে যাবেন।

শুভকামনা থাকলো।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

ঢাবিয়ান বলেছেন: আমিও মাত্র এই সেদিন নিরাপদ হয়েছি। কিভাবে হলাম জানি না। তবে সামু ব্লগ কতৃপক্ষ খুব সম্ভবত কবিদের পছন্দ করে। যারা এখনও নিরাপদ হন নাই, তারা ধুমাইয়া কবিতা লিখুন। =p~ =p~ =p~

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭

নতুন নকিব বলেছেন:



আপনি সেইফ হয়েছেন জেনে আনন্দিত হলাম। কবিতা উপাদেয়। কবিতা লিখলেই যদি দ্রুত প্রথম পাতায় যাওয়া যায়, তাহলে তা করা যেতে পারে। কবিদের যদি সত্যি ব্লগ কর্তৃপক্ষ পছন্দ করে থাকেন, তাহলে তো তাদের বিশেষ ধন্যবাদ দিতেই হয়। কানে কানে বলি, কবিতা কিন্তু আমিও মাঝে সাঝে একটু আধটু লেখার চেষ্টা করি।

অনেক ভাল থাকবেন।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার নিজেরও ৬ মাস লেগেছিল। এটা আসলেই বড় ধৈর্য্যের পরীক্ষা। এত লম্বা সময় অপেক্ষায় রাখা ঠিক না। টারজান ও ক্স খুব ভালো ব্লগার হবেন বলেই মনে করি তাদের মন্তব্য দেখে...

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৮

নতুন নকিব বলেছেন:



এমনটাই সাধারনত: দেখা যায়। আসলে এতটা ধৈর্য্য সবার জন্য ধরা কঠিন। কর্তৃপক্ষ যদি আরেকটু সদয় হতেন।

সুন্দর মন্তব্যে মোবারকবাদ।

১৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

কাওসার চৌধুরী বলেছেন:

প্রথমে প্রিয় মন্ডল ভাইকে ধন্যবাদ, আমার নামটি কমেন্টে লেখার জন্য। তিন সপ্তাহ হল ব্লগে আছি। নিয়মিত লেখালেখি করলেও ব্লগে প্রথম। এখনো প্রথম পেইজে জায়গা হয়নি। তারপরও সিনিওর অনেক ব্লগার খু্ঁজে খুঁজে আমার লেখা পড়েন, মন্তব্য করেন, এজন্য উনাদের কাছে কৃতজ্ঞ। ইতিমধ্যে অনেকের সাথে খুব ভাল সম্পর্ক হয়েছে। তবে প্রথম পাতায় এক্সেস পেলে আর বেশি জনের সাথে পরিচিত হতে পারতাম।

ধন্যবাদ, লেখককে। আমার ব্লগে একটু ঘুরে গেলে খুশি হব।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২

নতুন নকিব বলেছেন:



মন্ডল ভাই গুনী ব্যক্তি। তার ব্লগের জন্য দায়বদ্ধতা দেখি। এটা ভাল লাগার। আপনিও মা-শাআল্লাহ ব্লগে আলো ছড়াবেন বলে আমাদের ধারনা। আপনার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি, যাতে অচিরেই প্রথম পাতার এক্সেস আপনাকে দেয়া হয়।

মন খুলে লিখে যান। অবশ্যই ব্যবস্থা হয়ে যাবে, ইনশা-আল্লাহ। অনেক ভাল থাকুন।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০

খাঁজা বাবা বলেছেন: আমি এক বছর ছয় মাস যাবত আছি। এখনো প্রথম পাতায় সুযোগ পাইনি।
কিভাবে পাব জানি না।
বার কয়েক সমস্যার কথা জানিয়েছি। কোন লাভ হয় নি।
যদি আমি প্রথম পাতায় সুযোগ পাওয়ার যোগ্য না হয়ে থাকি, অন্তত কারন টা জানালে বুঝতে সুবিধা হত।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩

নতুন নকিব বলেছেন:



আপনার সাথে তো মাঝে মাঝে কথা হয়েছে। মন্তব্য দেখেছি। আপনি ধৈর্য্য ধরে লেগে থাকুন। কর্তৃপক্ষ আশা করি শিঘ্রই আপনাকে প্রথম পাতায় যেতে দিবেন।

শুভকামনা নিবেন।

২১| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: নকিব ভাই আমি একটুও ভাল নেই।এই মুহূর্তে দেখলাম সামু আমাকে নিরাপদ ব্লগার হিসাবে বিবেচিত করেছে।বাস্তবে আগে নিজের ছোট্ট পরিসরে যা ইচ্ছা তাই লিখতে পারতাম।কিন্তু আজ মনে হল গলির খেলোয়ারকে বিশ্বমিটে নামিয়ে দেওয়া হয়েছে ।যাইহোক, আপনাদের নিরলস প্রচেষ্টায়ই আমাকে এই স্থানে টেনে এনেছে -একথা হলফ করে বলতে পারি।একই ভাবে আপনাদের সর্বদা পাশে পাবো, এই আমার নিরন্তর কামনা।

আমি জানিনা আমার সঙ্গে আলোচিত আর কতজন নুতন ব্লগারকে আজ সেফ করা হল। আর না করা হলে, দ্রুত তাদেরও সেফ করা হবে , এই আশাই থাকবো । আর গতকাল যারা এই পোষ্টটি পড়েছেন বা তাদের মূল্যবান মন্তব্য দিয়েছেন,তাদের সকলের উদ্দেশ্যে রইল আমার অন্তরের শুভেচ্ছা ।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৪

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। আনন্দিত হলাম। আপ্লুত হলাম। সুখবরটি অবহিত করায় কৃতজ্ঞতা।

ব্লগের মান্যবর মডারেটরবৃন্দকে আন্তরিক অভিনন্দন, আপনাকে সেইফ করার জন্য। আশা করছি, তারা বাকিদের ব্যাপারেও সদয় ব্যবস্থা নিয়ে আমাদের কৃতজ্ঞতার পাল্লা আরও ভারী করবেন। আমরা তাদের হৃদ্যতায় বরাবর কৃতজ্ঞ।

মন খুলে লিখতে থাকুন। আমরা ইনশা-আল্লাহ পাশে থাকব। আরও কাছাকাছি হতে পারব।

অনেক ভাল থাকবেন।

২২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

মাহের ইসলাম বলেছেন:
প্রথম পাতায় স্থান পাওয়ার একটা আকাঙ্ক্ষা শুরু থেকেই ছিলো।
তবে, এখন কিছুটা উৎকণ্ঠা কাজ করছে।
অবশ্য, সম্নানিত এবং উৎসাহিতও বোধ করছি।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৫

নতুন নকিব বলেছেন:



আপনি বোধ হয় সেইফ হয়েছেন। মোবারকবাদ। এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা।

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানবেন :) :)

এখন দেখা যাক, প্রথম পাতায় আসা যায় কি না!!!

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

নতুন নকিব বলেছেন:



আশা রাখুন, প্রথম পাতায় আপনি অবশ্যই যাবেন। আপনার কর্ম আপনাকে সেখানে নিয়ে যাবে। আপনাদের উদ্দীপনাকে শানিত করার জন্যই আমাদের এই পোস্ট, এই আলোচনা, আলোকপাত। এই পোস্টে আলোচিত হলেই তাকে সেইফ করা হবে, বিষয়টি মোটেই তা নয়, আশা করি, আপনি বুঝতে পারছেন। মূলত: আপনার অব্যহত প্রচেষ্টাকে দেখে থাকেন ব্লগের সম্মানিত কর্তৃপক্ষ। আপনার কাজ আপনি চালিয়ে যান, তাদের কাজটির জন্য তাদের তখন বলতেও হবে না। ফলাফল আমরা এমনিতেই দেখতে পাব।

শুধু অনুরোধ রাখছি, হতাশ হবেন না। লেগে থাকুন। ভাল কিছুকে, নতুন কিছুকে, নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে উপস্থাপনের চেষ্টা করুন।

ভাল থাকবেন।

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৪

কামরুননাহার কলি বলেছেন: আশা করি সামু কর্তৃপক্ষ যেনো আপনার এই সুন্দর পোস্টটি দেখেন।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮

নতুন নকিব বলেছেন:



আপনার সুন্দর আশা পূরন হোক।

অনেক ভাল থাকবেন।

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৪

মৌরি হক দোলা বলেছেন: হুমম... বুঝতে পেরেছি। প্রথম পাতায় যখনই যাই না কেন, আপনার এই পোস্টের কথা ইনশাল্লাহ মনে থাকবে। :) :)

আপনিও ভালো থাকবেন।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩

নতুন নকিব বলেছেন:



আপনার প্রথম পাতায় যেতে যদি এই পোস্ট সহায়ক কোনো ভূমিকা রাখতে সক্ষম হয়, তাহলে নিজেকে অবশ্যই ধন্য মনে করব। আবারও বলছি, হতাশ হওয়ার কিছু নেই। আপনি অবশ্যই প্রথম পাতায় যাবেন ইনশা-আল্লাহ। সামুর সম্মানিত মডারেটরবৃন্দ ব্লগারদের প্রতি যথেষ্ট আন্তরিক। এখানের ভাল-মন্দ প্রত্যেককে নিয়ে তাদের ভাবতে হয়। তাদের প্রচেষ্টা সর্বদাই প্রশংসাযোগ্য। তাদের প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।

অনেক ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.