নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মুসাফির

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৩



চল্ মুসাফির ক্লান্তি ভুলে, ঘুমন্ত বীর জাগরে জাগ্।
সর্বগ্রাসীর গ্রাস কেড়ে আন্ মজলুমানের ন্যায্য ভাগ।
গাল-গোলামীর শিকল ছিঁড়ে
জোর কদমে উচ্চ শিরে
দীঘল রাতের পেরিয়ে আঁধার দূর সফরের যাত্রী জাগ্।
জিঞ্জিরে কি আটকানো যায় চিত্তে পোষা ক্ষিপ্ত বাঘ?

ভয় কেন তোর সম্মুখে ভোর আলোর নাচন প্রতীক্ষায়।
তুই মার খেয়ে হার না মানা- তোর নাগাল আর কে বা পায়?
তোর ভাঙ্গা কেল্লায় দে না ফের
উড়িয়ে নিশান তাওহিদের
জালিম জুলূম হালুম হুলুম দেখ্ লেজ গুটিয়ে কই পালায়।
বৃথাই কেন করিসরে ভয় ন্যায়ের মশাল জ্বালতে আয়।

বালির বাঁধে যায় না বাঁধা - উতাল গাঙের মাতাল ঢেউ।
দ্যাখ্ বদ্ধ কারার রুদ্ধ দূয়ার ভাঙ্গবে আবার নতুন কেউ।
বন্ধ করে মুখের ভাষা
দাবিয়ে রাখা যায় না আশা
জাগবে যখন গরিব চাষা বজ্র নিনাদ তুলবে সে-ও।
সেই গর্জনে তার উঠবে কাঁপন অত্যাচারীর মসনদেও।

কর্ম যাদের ধর্ম পালন বর্ম তাদের মনের বল।
বক্ষ পেতেই রুখবে তারা সকল বাঁধার বিন্ধ্যাচল।
রক্তে সবার মুক্তি জ্বালা
বন্দীরা সব ভাঙ্গবে তালা
করবে আবাদ একত্ববাদ বিশ্বব্যাপী মৃত্যুঞ্জয়ীর দল।
বিশ্বজয়ী নও সেনারা, আয় সামনে চল্ সামনে চল্।



অফটপিক: সবাইকেই চলে যেতে হবে। মায়াময় পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে প্রত্যেকেরই প্রস্থান নিশ্চিত। সামুর মায়াও কেটে যাবে একসময়। কোনো বন্ধনই এখানে চিরস্থায়ী নয়। কেবল মহান প্রভূ পালয়িতার সাথে যদি কেউ গড়ে নিতে পারে অটুট বন্ধন- সেটাই স্থায়ী- চিরস্থায়ী- অবিনশ্বর।

সামুতে অনেক দিন ছিলাম। সামুর মায়া কাটিয়ে সামুকে ছেড়ে যেতে হৃদয় আপ্লুত হয়। কিন্তু বিদায়ের ডাক এসে গেলে তাকে ফিরিয়ে দেয়ার উপায় কি? আমাকে হুমকি দেয়া হয়েছে- সামুতে আমি লিখলেই আমার পোস্টে ফ্লাডিং করা হবে। প্রতিকার চেয়ে যে পোস্টটি কিছু দিন পূর্বে দিয়েছিলাম, সেটি সামুর পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। সুতরাং, সামু কর্তৃপক্ষ যেটা ভাল মনে করেছেন, তাতেই আমার জন্য কল্যান বিবেচনা করতে চেয়েছি। জানি না, আমি কোনো ভুল করছি কি না। তবে, সামুর প্রতি ভালবাসা অক্ষুন্ন থাকবে নিরন্তর। সামুতে আসতে পারবো কি পারবো না, জানি না। হয়তো আসা হবে। হয়তো হবে না। জানা নেই। তবে কেন জানি মনে হচ্ছে এই পোস্টটির পরে আর কোনো পোস্ট আমার আর থাকবে না। কারও প্রতি আমার কোনো ক্ষোভ, অভিমান, অভিযোগ নেই। ব্লগের প্রতিষ্ঠাতা মহিয়সী নারী জানা'র প্রতি হৃদয় নিংড়ানো শুভকামনা। সম্মানিত মডারেটরগনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে জাদীদ ভাই (কাল্পনিক_ভালবাসা) -য়ের প্রতি।

আমার স্বভাবের রুক্ষতা আমার অজানা নয়। এর কারনে ব্লগে থাকাকালীন কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের প্রতি ক্ষমাসুলভ আচরন প্রত্যাশা করছি। তাদের প্রতিও আমার কোনো মান-অভিমান নেই। সকলেরর প্রতি শুভকামনা।

ব্লগারদের অনেককেই পেয়েছি আত্মার আত্মীয়র মত। সকলের নাম মনে পড়ছে না এই মুহূর্তে। যাদের মনে পড়ছে তাদের ভেতরে রয়েছেন- বিদ্রোহী ভৃগু, শায়মা, খায়রুল আহসান, সনেট কবি, হাসান মাহবুব, রাজসোহান, শ।মসীর, কুঁড়ের বাদশা, ইমন জুবায়ের, কৌশিক, অর্ফিযাস, জুলভার্ণ, স্বদেশ হাসনাইন, দুখী মানব, নস্টালজিক, জুন, অন্যমনস্ক শরৎ, সুখী মানুষ, পদ্ম পুকুর, মুক্ত মানব, আফরোজা সোমা, আলোকিত পৃথিবী, মোহাম্মদ মজিবর রহমান, এস.কে.ফয়সাল, আলম, রিনকু১৯৭৭, রাজীব নুর, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোস্তফা সোহেল, মোগল সম্রাট, আহমেদ জী এস, মোস্তফা কামাল পলাশ, গড়ল, সামু পাগলা০০৭, অর্থনীতিবিদ, অনন্য দায়িত্বশীল আমি, গালিব আফসারৗ, কানিজ রিনা, সুমন আকরাম, নীল মনি, খাঁজা বাবা, বৃষ্টি বিন্দু, মাহমুদুর রহমান সুজন, টারজান০০০০৭, কামরুননাহার কলি, তারেক_মাহমুদ, পদাতিক চৌধুরি, কাওসার চৌধুরী, কথার ফুলঝুরি!, বিলিয়ার রহমান, ভ্রমরের ডানা, সাইফুল্লাহ শামীম, স্নিগ্ধ মুগ্ধতা, মনিরা সুলতানা, মো: নিজাম উদ্দিন মন্ডল, নীলআকা৩৯, তারেক ফাহিম, প্রামানিক, মোঃ মাইদুল সরকার, বর্ষন হোমস, রওশন_মনি, এভো, প্রান্তর পাতা, মাহমুদুর রহমান সুজন, সৈয়দ তাজুল, নূর মোহাম্মদ নূরু, বিচার মানি তালগাছ আমার, কাউয়ার জাত, এক হতভাগা, ক্ষতিগ্রস্থ, আলোর পথে বিডি, ক্স, মোহেবুল্লাহ অয়ন, অগ্নিবেশ, এ আর ১৫, মিথী_মারজান, ভীতু সিংহ, কাতিআশা, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ মাইদুল সরকার, পলাশবাবা, সম্রাট ইজ বেস্ট, মৌরি হক দোলা, আল আমিন সেতু, আশিক হাসান, নাঈম জাহাঙ্গীর নয়ন, শামচুল হক, মোঃ খুরশীদ আলম, রকি বিশ্বাস, সেলিম আনোয়ার, শাহরিয়ার কবির, ধ্রুবক আলো, শাহাদাত হোসাইন (সত্যের ছায়া), চাঁদগাজী, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, ঢাবিয়ান, মাহের ইসলাম, তানভির জুমার, কাছের-মানুষ, কাজী ফাতেমা ছবি, সোহাগ তানভীর সাকিব, শাহারিয়ার ইমন, আখেনাটেন, মনযূরুল হক, মঞ্জুর চৌধুরী, আহমেদ জী এস, অপ্‌সরা, গিয়াস উদ্দিন লিটন, সেলিম আনোয়ার, স্পর্শ, নূর-ই-হাফসা, কথাকথিকেথিকথন, কি করি আজ ভেবে না পাই, সুমন কর, অনিকেত বৈরাগী তুর্য্য, সোহানী, কলাবাগান১, হাসান কালবৈশাখী, নাগরিক কবি, কবি হাফেজ আহমদ, স্বামী বিশুদ্ধানন্দ, মলাসইলমুইনা, রাফা, ঢাবিয়ান, আরইউ, করুণাধারা, জাহিদ অনিক, কালীদাস, কাইকর, বৃষ্টি বিন্দু, ওমেরা, অর্ক, সত্যপথিক শাইয়্যান, অর্থনীতিবিদ, পবন সরকার, দিলের্‌ আড্ডা, জোকস, শিখা রহমান, ঠাকুরমাহমুদ, কাবিল, সাদা মনের মানুষ, শাহিন বিন রফিক, যুক্তি না নিলে যুক্তি দাও, কুহুক, হাঙ্গামা, বনসাই, ইউনিয়ন, ডঃ এম এ আলী, শূন্যনীড়, মোঃ মঈনুদ্দিন, ব্লগ মাস্টার, রুহের গ্রাস, বিলিয়ার রহমান, EM Selim Ahmed, আল ইফরান, দ্যা ফয়েজ ভাই, :):):)(:(:(:হাসু মামা, জহির আসাদ, ভুয়া মফিজ, ঘাওড়া মজিদ, নরাধম, রুপম হাছান, ইসলামি চিন্তাবিদ, আল-শাহ্‌রিয়ার, নতুন, ভ্রমরের ডানা, কেমিক্যাল বাবু, জুনায়েদ বি রাহমান, বারিধারা ২, নগরবালক, জাহিদ হাসান রানা, আমার আব্বা, মরুচারী বেদুঈন, ট্রাম্প বিন পুতিন বিন হিটলার, স্বপ্নের_ফেরিওয়ালা, ফেরদৌসা রুহী, শামছুল ইসলাম, শাহিন-৯৯, উম্মে সায়মা, মানবী, জুন, মরুসিংহ, সচেতনহ্যাপী, রূপক বিধৌত সাধু, অলিউর রহমান খান, গ্রামের ছোট্র ব্লগার খায়রুল, মাঈনউদ্দিন মইনুল, আবু তালেব শেখ, নীলপরি, ফাহিমা জেরিন জেবা্, বিদেশ পাগলা, আরজু পনি, আমানউল্লাহ রাইহান, কসমিক রোহান, জাহিদ হাসান, উচ্ছল, করুণাধারা, কাল্পনিক_ভালোবাসা, মানিজার, পাগল ছেলে (বিষণ্ণ), বাংলার জামিনদার, নির্বাক কাকতাড়ুয়া, উদ্বাস্তু মানুষ আমি, হাসান রাজু, ANIKAT KAMAL, সুদীপ কুমার, রসায়ন, ফয়সাল রকি, জুলিয়ান সিদ্দিকী, হাতকাটা হাকিমুল, আবিদা সিদ্দিকী, ঠ্যঠা মফিজ, বারিধারা, বিজন রয়, গার্থ, তারেক৭০৭, মেরিনার, নীল আকাশের সাদা মেঘ,এম এ কাশেম, মূর্তুজা খান, শরীফুর রায়হান, নিঃস মুসাফির, সত্যের ছায়া, হাতেম গাজী, শাহাদাত হোসাইন সুজন, সামিউল ইসলাম বাবু, খরতাপ, গেম চেঞ্জার, সারাফাত রাজ, পলাশমিঞা, শামীম সরদার নিশু, শোভন কুমার বর্ধন, মাঝিবাড়ি, মু:আ:রহমান, উদাসী স্বপ্ন, অতঃপর হৃদয়, শাহজালাল হাওলাদার, সরোজ মেহেদী, কামরুন নাহার বীথিসহ আরও অনেকে। যাদের নামোল্লেখ করতে পারিনি, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। কারন, এর বাইরে অনেকে রয়েছেন, যারা এখানে প্রিয় ছিলেন। যাদের স্মৃতি মনে জাগরুক থাকবে অনেকদিন। এদের অনেকের সাথেই মন্তব্যে ডিসকাশন হয়েছে। ভাল লেগেছে।

সকলের নিরন্তর ভালবাসার বিনিময় দেয়ার ক্ষমতা এই অধমের নেই। তাদের প্রতি এক বুক কৃতজ্ঞতা। সকলের প্রতি আন্তরিক সালাম। ভাল থাকার দুআ। নিরন্তর কল্যান কামনা সবার জন্য। দু:খ নেই, জীবনের বাকি দিনগুলো হয়তো সামুর অম্ল মধুর স্মৃতিগুলো মন্থন করে করেই কেটে যাবে। আমি স্বাস্থ্যগতভাবে কিছুটা অসুস্থ। সকলের নিকট বিনীতভাবে সুস্থতা এবং দুনিয়া আখিরাতের কল্যানের দুআ প্রার্থনা করছি। সবাই ভাল থাকুন। ব্লগারদের কালির আঁচরে একে একে বিদূরিত হোক সমাজ দেহের কলুষ কালিমাগুলো। মানবতার জয় হোক বিশ্বময়। সত্যের পথে, সাধুতার পথে থাকুন। ব্লগারদের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হোক। অধিকার বঞ্চিতগন ফিরে পাক তাদের ন্যায্যাধিকার। সামু দীর্ঘজীবি হোক।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:০০

বৃষ্টি বিন্দু বলেছেন:
হে মুসাফির, কবিতা ভাল লেগেছে খুব।

লেখাটি অনেকটাই ব্যতিক্রম! অনেকের নাম একাধিকবার চলে আসছে।

সব মিলিয়ে ভালই লাগলো।

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪৮

নতুন নকিব বলেছেন:



কবিতা ভাল লাগায় কৃতজ্ঞতা। কিছু নাম একাধিকবার এসেছিল। আপনি বলার পরে ঠিক করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

কাইকর বলেছেন: খুব ভাল লিখেছেন।

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। আপনি মনে হয় কিছুটা ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছেন।

ভাল থাকুন অনেক।

৩| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৫

শিমুল_মাহমুদ বলেছেন: কবিতাটি চমৎকার, কিন্তু অফটপিকটি খুবই দুঃখজনক। আপনাদের মত গুনি মানুষেরা আমাদের মত নতুনদের জন্য অনুপ্রেরণা। পৃথিবীর সর্বত্রই খারাপ মানুষ থাকবেই। তাদেরকে নিজের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে মোকাবেলা করতে হবে। আপনার জন্য অনেক ভালবাসা ও শুভকামনা।

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক মন্তব্য হৃদয় ছুঁয়ে গেল। খুব সুন্দর বলেছেন। কিন্তু মোকাবেলা করব কার সাথে? মা স্বয়ং যদি সন্তানকে আঁচলের পরশ থেকে দূরে সরিয়ে দিতে চান তাহলে আর বলার কী থাকতে পারে!

অনেক শুভকামনা আপনাদের জন্য।

৪| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫২

কামরুননাহার কলি বলেছেন: রবি ঠাকুরের একটি কবিতা আছে না-
বিদায় দিতে নাহি চাই,
তবুও বিদায় দিতে হয়।
ঠিক তেমনি আমি বলিবো-
বিদায় দিতে নাহি চাই
তবুও কেনো চলে যান।
চাই না দিতে আমি বিদায়
রবেন পাশে সব সময়।
দুঃখে পেলে ভুলে যান সব কিছু। কারণ পৃথিবীতে সব মানুষ সমান না। তাই তাল মিলিয়ে সবার সাথে চলতে হবে।

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৫৮

নতুন নকিব বলেছেন:



তাল মিলিয়ে চলার চেষ্টা করতাম, যদি অন্য কেউ কিছু বলতেন।

অসাধারন আন্তরিকতা নিয়ে মন্তব্যে আসায় কৃতজ্ঞতা 'ছোট্ট পাখি'।

অনেক ভাল থাকুন।

৫| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি কি বলবো বুঝতে পারছি না।
আপনি যদি সত্যি সত্যি চলে যান, তাহলে জানবেন
আপনার জন্য আমাদের অশেষ দোয়া থাকলো।
আপনার মতো একজন ব্লগার খুব দরকার ছিলো, খুব।
একজন মানুষকে সরিয়ে ফেলা যায় কিন্তু একজন মানুষের আইডিয়াকে মুছে ফেলা যায় না।
আইডিয়া, প্ল্যান, এসব খুন করা যায় না।
কথা দিলাম, আমার মাঝে বেঁচে একটি নতুন নকিব।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০২

নতুন নকিব বলেছেন:



এমন মন্তব্য পড়লে কেন জানি, অজান্তেই আমার চোখের কোন্ অশ্রুসজল হয়। প্রান্তর প্রান খুলে দুআ করছি আপনার সাফল্যের জন্য। জীবনে দেশ ও জাতির জন্য কিছু করতে পারার যোগ্যতা দিয়ে আপনাকে গড়ে তুলুন মহান পালনকর্তা।

আপনার গর্বিত বাবা মায়ের মুখে ফুলচন্দন পড়ুক। সামনের দিনগুলোতে আরও ভাল রেজাল্ট করে করে সাফল্যের স্বর্নশিখরে আরোহন করতে সক্ষম হোন।

৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: @কাইকর আপনি কি পোষ্ট না পড়েই মন্তব্য করেন নাকি X((

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০৫

নতুন নকিব বলেছেন:



কাইকর ভাল লিখেন। হয়তো অনেক ব্যস্ততার ভেতরে রয়েছেন। আপনি এবং সে দু'জনই সামুতে নতুন মুখ। দু'জনই বেশ প্রতিভাদীপ্ত। দু'জনকেই অশেষ শুভকামনা।

৭| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৪

আবু তালেব শেখ বলেছেন: প্রথমে আপনার তেজোদৃপ্ত কবিতাখানি পড়ে রোজার শেষবেলাই তাজা তাজা মনে হচ্ছিল নিজেকে। বেশ কিছুদিন সামু থেকে আড়ালে ছিলাম তাই আপনার মুল্যবান লেখা থেকে বঞ্চিত ছিলাম।
মাঝখানে অনেক ব্লগারদের নাম মুখস্ত রাখতে পারেন তারও প্রমান পেলাম।
কিন্তু,,,,,,,
লাস্ট অধ্যায়ে এসে খুব ভেংগে পড়লাম।আপনি অসুস্থ এটা শুনে শান্তি পাচ্ছি না। আল্লাহ মহান, তিনি রোগ দেন এবং তিনিই রোগ নিয়ামক। ভরসা রাখুন আল্লাহর উপর।
আপনাকে ব্লগ থেকে কখনো হারাতে চাইনা।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৩

নতুন নকিব বলেছেন:



আপনাদের মত আকাশপ্রমান উদার আর অসাধারন হৃদয়বান কিছু লোকের পদচারনাই সামুর আকর্ষন বৃদ্ধি করেছে অনেক অনেক। সম্রাট ইজ বেস্ট, অনন্য দায়িত্বশীল আমি, নিজাম উদ্দিন মন্ডল, মাইদুল ইসলাম সরকার, নীল আকা৩৯, মোহেব্বুল্লাহ অয়ন এবং আপনিসহ আরও কয়েকজনকে দেখে ভাল লাগে। সত্যের পথের যেন অতন্দ্র প্রহরী আপনারা। সত্যকে আঁকড়েই চলতে থাকুন দীর্ঘ দীঘল বন্ধুর পথ। সামনেই মঞ্জিল। আলোর প্রান্তর। ইনশা-আল্লাহ সফলতা আসবেই।

সদা-সতত শুকরিয়া এবং ভরসা আল্লাহ পাকের প্রতি। তিনি যেমন রেখে খুশি, অধমও তাতেই যেন খুশি থেকে যেতে পারে। দুআ করবেন। ব্লগের এই প্রিয় প্রাঙ্গন আমাদেরও ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল না।

অনেক ভাল থাকুন।

৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।
এতদিন কোথায় ছিলেন? মিস করেছি আপনাকে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনাকেও মিস করেছি। রমাদানের রহমত বরকত খুঁজছিলাম একটু। কিছুটা অসুস্থতাও ছিল। আপনি নিশ্চয়ই ভাল আছেন মা মনিকে নিয়ে।

আন্তরিকতায় মুগ্ধতা।

৯| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: নিজের নামটি একজন প্রিয় ব্লগারের পোষ্টে দেখতে সবসময়ই ভাল লাগে,কিন্তু আজ নিজের নামটি আপনার পোষ্টে দেখে মোটেও ভাললাগেনি। আপনাদের মত মানুষগুলোকে সবসময় পাশে চাই। যারা মানুষকে ইসলামের কথা বলতে চায় তাদের সামনে অনেক প্রতিকুলতা আসবেই, ধৈর্য এবং জ্ঞান দিয়ে সেই প্রতিকুলতাকে জয় করতে হয়। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও দোয়া।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:১৬

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিকতায় বরাবর মুগ্ধ ছিলাম। আজও নিখাদ ভালবাসার চিহ্ন রেখে গেলেন প্রিয় মন্তব্যে। আপনার পরামর্শ মাথায় থাকবে। ভাববো। মনে রাখব।

শুভকামনা নিরন্তর।

১০| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৫

সনেট কবি বলেছেন: প্রিয় কবি, আল্লাহ আপনাকে সুস্থ্য করুন। আপনাকে দেওয়া হুমকির কারণে কষ্ট পেলাম। আপনার পোষ্ট যাদের কষ্টের কারণ তারা কথার লড়াইতে এর প্রতিবাদ করতে পারত। কিন্তু তারা আপনার কলম বন্ধ করে এ কোন লড়াই করছে?

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২১

নতুন নকিব বলেছেন:



'আল্লাহ পাক আপনাকে সুস্থ করুন।' -হৃদয়ের গহীনের এই দুআ মহান মালিক কবুল করে নিন।

কথা সেটাই। কথা দিয়ে, যুক্তি দিয়ে, আলোচনা চালিয়ে বাদ প্রতিবাদ হতে পারে। যুক্তিতে হেরে গিয়ে কেউ অন্যায়ের পথে পা বাড়ালে আমাদের আর কীইবা করার থাকে।

কবিতা নিয়ে কিছু বললেন না যে!

ভাল থাকবেন।

১১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৩

স্ব বর্ন বলেছেন: আমরা সবাই মুসাফির তবে কেন দুদিনের জন্য এই সুন্দর পৃথিবীটাকে এত ভয়ংকর করে তুলছি। জয় হোক সত্য ও পবিত্রতার।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৩৪

নতুন নকিব বলেছেন:



কথা সেটাই।

অনেক ভাল থাকবেন।

১২| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

জাহিদ অনিক বলেছেন:
কর্ম যাদের ধর্ম পালন বর্ম তাদের মনের বল; ভালো লেগেছে খুব।
অফটপিকও বেশ সুন্দর করে লিখেছেন । সকলের জন্য শুভেচ্ছা রইলো।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৩৬

নতুন নকিব বলেছেন:



একটি লাইন বিশেষ ভাল লেগেছে জেনে প্রীত।

আপনার মননশীলতা আমার জানা। আপনার কাছ থেকে অফটপিকের প্রশংসা পাওয়াটা সঙ্গত কারনেই অনন্য প্রাপ্তি।

অনেক ভাল থাকুন কবি ভাই।

১৩| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:০৯

আমার আব্বা বলেছেন: ভাল

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



জ্বি। ধন্যবাদ।

আপনিও ভাল। মানে, ভাল থাকুন।

১৪| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: মরে গেলেই বাঁচি

আর

ভালো লাগে না। ;)

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪

নতুন নকিব বলেছেন:



হ্যা, ভাই মৃত্যুরই এখন অপেক্ষা করতে হয়। অপমান আর গ্লানির জীবন থেকে মৃত্যু শ্রেয়।

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা।

১৫| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই রমজানে আল্লাহ যেন আপনাকে শেফা দান করেন।

ভাল থাকুন।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৬

নতুন নকিব বলেছেন:



আল্ল-হুম্মা আমীন।

আপনিও ভাল থাকুন অনেক। দুই জীবন আলোকিত হোক আপনার।

১৬| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:১৩

শাহিন বিন রফিক বলেছেন: আশাকরি আপনি থাকবেন আর কমেন্ট মডারেট করে থাকবেন, যদি ফ্লডিং করে, আপনি ডিলেট করে দিবেন, অন্যরা জানতে পারবে না। এক সময় বদেরা হাল ছেড়ে দিবে।

২৬ শে মে, ২০১৮ সকাল ১০:০৭

নতুন নকিব বলেছেন:



আপনার হৃদ্যতায় মুগ্ধ। সুপরামর্শ মনে থাকবে। স্মরন রাখব। কিন্তু কাহাতক আর সহ্য হয়, বলুন। যন্ত্রনারও তো সীমা পরিসীমা থাকা উচিত। ইদানিংকার এই ন্যাক্কারজনক ঘটনাগুলোয় অনেক ব্লগার বিব্রত হয়েছেন। আর তাছাড়া সারাক্ষন তো আর পিসির সামনে থাকার সুযোগ হয় না।

অনেক ভাল থাকবেন।

১৭| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৬

সনেট কবি বলেছেন: কবিতা যথেষ্ট ভাল হয়েছে প্রিয় কবি। আজ নারী নেতৃত্ব নিয়ে একটা পোষ্ট দেব ভাবছি। এক্ষেত্রে আপনার সাথে অবশ্য আমার মতের গরমিল রয়েছে। তারপরো আমি চাই আলোচনার মাধ্যমে সত্যটা বেরিয়ে আসুক।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭

নতুন নকিব বলেছেন:



নারী নেতৃত্ব নিয়ে এআর ১৫ না কি এরকম নামের এক ব্লগারের বক্তব্য দেখেছেন? তিনি সম্ভবত: নারী নেতৃত্ব জায়েজের পক্ষে যুক্তি হিসেবে জঙ্গে জামালে উম্মুল মুমিনীন আয়িশা রাদিআল্লাহু তাআ'লা আনহা কর্তৃক মুসলমানদের এক পক্ষের নেতৃত্বদানের ঘটনাকে তুলে ধরেন।

তার সাথে এ ব্যাপারে আলাপ করতে গিয়ে কয়েকটি প্রশ্ন করেছিলাম। নারীদের জন্য যদি নেতৃত্বকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এবং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজই করে দিতেন, তাহলে কোনো নারীকে আল্লাহর রাসূল কেন নেতৃত্বের আসনে বসালেন না? এত এত যোগ্য, জ্ঞানে গুনে অতুলনীয়া, মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ মহিলা সাহাবীগন তাঁর পাশে ছিলেন। কই একজনকেও তো তিনি কোনো প্রদেশের গভর্নর করে পাঠালেন না! কোনো একজনকেও তো ইমামতির দায়িত্ব দিলেন না!

যাই হোক, এই জাতীয় কিছু প্রশ্ন করার পরে ভদ্রলোক আদৌ কোনো সদুত্তর দিতে পরিপূর্নভাবে ব্যর্থতার পরিচয় দেন। কথা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যান। যুক্তিতে না পেরে গায়ের জোরে ঠেলার চেষ্টা করেন।

আশা করি, আপনার ক্ষুরধার লিখনীতে এই বিষয়গুলো আরও পরিষ্কারভাবে সকলের সামনে প্রতিভাত হয়ে উঠবে, যাতে বিভ্রান্তি কেটে যায় পুরোপুরি।

আপনি ভাল আছেন নিশ্চয়ই। ব্লগে অনেক দিন পরে সাইন ইন করলাম। আপনার মন্তব্যটি দেখে ভাল লাগলো। অনেক কৃতজ্ঞতা। অনেক ভাল থাকুন। সকল ব্লগারদের জন্য অগ্রীম ঈদ শুভেচ্ছা।

১৮| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪১

বৃষ্টি বিন্দু বলেছেন: নতুন কিছু লেখেন!
অনেক দিন তো হয়ে গেলো

১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৫

নতুন নকিব বলেছেন:



জ্বি, লিখব ইনশা-আল্লাহ। ঈদ মোবারক। যদিও একটু দেরিতে।

কৃতজ্ঞতা এবং অনেক ভাল থাকার প্রার্থনা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.