নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

অনন্ত যাত্রা

১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫



একলা চলার দিন ভেবে হয়রান!
দীঘল সফর অচিন পথের টান!
একাই পথিক নেই কোনো পথ জানা,
রিক্ত- দুশ্চিন্তা তাই অন্তরে দেয় হানা।

বড়ই পাতায় গরম জলের স্নান,
বাঁধন কাটিয়ে সব করে দেয় ম্লান।
এমন দিনটি- ভীত বিহবল ক্ষন,
বাঁশের চাটাই বিছায় আপন জন।

যে যার মতন কাঁদবে মাতম তুলে,
খানিক বিয়োগ- ঠিক পরে যায় ভুলে।
পুকুর ধারের গাছ গাছালির ছায়,
মাটির মানুষ শেষে- মর্ত্য বিছানায়।

আঁধার কবর বিজলী বিদ্যুত নেই,
এমন দিনের চিন্তায় হারাই খেই।

ব্লগের শুভাকাঙ্খী প্রিয় ভাই বোনদের অনুরোধ এবং নিজের মনের বোঝাপড়ায় সামুতে আবার ফিরে এলাম নতুন পোস্ট নিয়ে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। সকলকে ঈদের শুভেচ্ছা। সকলে ভাল থাকুন নিরন্তর।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২২

সৈয়দ তাজুল বলেছেন:

নকিব ভাই, আপনার প্রত্যাগমন আমাদের জন্য অনেক আনন্দের।
কবিতা ভাল হয়েছে।
প্লাস+++

পবিত্র ঈদের পবিত্র শুভেচ্ছা জানবেন

১৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



আপনার আগমন আনন্দের। দীর্ঘ সময় অনিয়মিত ছিলাম। কেমন ছিলেন?

ঈদ মোবারক আপনাকেও। কবিতা পড়েছেন জেনে আনন্দিত। অনেক ভাল থাকুন সপরিবারে।

২| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৫২

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আগাগোড়া পুরোদস্তুর একটা অনবদ্য সুন্দর কবিতা পেলাম। আল্লাহর দরবারে আপনার সার্বিক মঙ্গলের কামনা করি। কবিতায়+++++++++++++++++++++++++++++++++++।

১৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। আপনি সামুতে আগের মতই সময় দিচ্ছেন দেখে ভাল লাগলো। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। স্বজন-সন্তানদের নিয়ে অনেক ভাল থাকবেন এই প্রত্যাশা।

কবিতায় লাইক এবং প্লাস দেয়ায় কৃতজ্ঞতা।

ঈদের শুভেচ্ছা। ঈদের কোলাকুলিটা করতে পারলাম না। ইনশা-আল্লাহ পরবর্তীতে করে নিব।

৩| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নকিব ভাই আপনার প্রত্যাগমনে আমরা আনন্দিত ।

দীর্ঘ দিন পরে অত্যন্ত সময়োপযোগী কবিতা।


শুভ কামনা প্রিয় নকিব ভাইকে।

১৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৪০

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। আপনার শুভাগমনে এই পোস্ট সম্মানিত হল। কৃতজ্ঞতা অশেষ। কেমন ঈদ কাটাচ্ছেন? আপনাকে এবং ভারতবাসী সকলের জন্য আমাদের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।

অনেক ভাল থাকবেন, প্রার্থনা মহান আল্লাহ পাকের দরবারে।

৪| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি।


শুভ কামনা জানবেন।

১৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহু তাআ'লা খইর। আবারও সময় করে প্রত্যুত্তরে খোঁজ খবর জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা।

৫| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


এগুলোকে কবিতা বলা, সাহিত্যের অংশ হিসেবে নেয়া, কেমন যেন মানায় না।

১৮ ই জুন, ২০১৮ সকাল ৮:২৫

নতুন নকিব বলেছেন:



আমারও ধারনা সেটাই।

মুখের উপর শক্ত মন্তব্য ভাল লাগে। এটি আপনি ছাড়া আর কাউকে করতে দেখি না। ধন্যবাদ।

আপনার ঈদ কেমন কাটলো? ঈদ শুভেচ্ছা নিবেন।

৬| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: প্রথম ছবিটা দেখে ভয় পেয়েছি।

১৮ ই জুন, ২০১৮ সকাল ৮:২৬

নতুন নকিব বলেছেন:



ভয় পেলেও বাস্তবতা তো এমনই। বাস্তবতা যাতে ভুলে না যাই সে জন্যই এই পোস্ট।

অনেক কৃতজ্ঞতা।

৭| ১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫৫

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রত্যাবর্তনে জানাই আন্তরিক ধন্যবাদ।
ঈদ মোবারক...

১৮ ই জুন, ২০১৮ সকাল ৮:২৭

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ।
ঈদ মোবারক।
কৃতজ্ঞতা অশেষ।
অনেক ভাল থাকার দোআ।

৮| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৪

নিশাচড় বলেছেন: আঁধার কবর বিজলী বিদ্যুত নেই
এমন দিনের চিন্তাই হারাই খেই।

পরকালের ভাবনা। দারুন লেগেছে।

১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৯

নতুন নকিব বলেছেন:



পরকাল নিয়ে ভাবেন ক'জন! চিন্তাশীলগনই এ নিয়ে ভাবতে পারেন। বাকিরা তো চোখ থাকতেও অন্ধ। আপনার কাছে ভাল লাগা স্বাভাবিক।

অনেক সুন্দর মূল্যায়নে মুগ্ধতা। কৃতজ্ঞতা। ঈদ মোবারক।

অনেক দিন কথা হয় না। ভালোই ছিলেন তো?

৯| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৮

সুমন কর বলেছেন: আমাদের সাথেই থাকুন...........

ভালো হয়েছে। +।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১২

নতুন নকিব বলেছেন:



জ্বি, দাদা তাই থাকার প্রত্যাশা।

পাঠ এবং প্লাস প্রদানে কৃতজ্ঞতা। সামুতে থেকে যেতে আপনার হৃদ্যতাপূর্ন আহবান মন কেড়ে নিল। অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.