নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
পবিত্র বাইতুল্লাহর রাতের অনন্য একটি ভিউ।
নানান ব্যস্ততার ভেতরে সময় পেরিয়ে যায়। দীর্ঘ বিরতির পরে আবার বাইতুল্লাহর মুসাফির নিয়ে আসতে পেরে শুকরিয়া জানাচ্ছি মহান মালিক দয়াময় প্রভূর দরবারে। আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে সকলের জন্য ঈদ শুভকামনা।
হাজরে আসওয়াদের ক্লোজিং ভিউ।
কাবা শরিফের সৌন্দর্য্য
পবিত্র কাবা শরিফের সৌন্দর্য্য, সৌকর্যের তুলনা নেই। পবিত্র হারামাইন শরিফাইনের খাদেম সউদি রাজ পরিবার অন্যান্য বিষয়ে যা ই করেন না কেন, এই ক্ষেত্রে তাদের প্রশংসা না করে পারা যায় না। পবিত্র বাইতুল্লাহ কমপ্লেক্স নতুন করে বৃহত অবকাঠামোতে নির্মানের যে বিশাল কর্মযজ্ঞে তারা হাত দিয়েছেন, তা রীতিমত বাস্তবতাকে হার মানায়। আল্লাহু আকবার! কি বিশাল পরিসর! কি ব্যাপক আয়োজন! কি মহা সৌন্দর্য্যের ব্যতিক্রমি পরিস্ফুটন! পবিত্র বাইতুল্লাহ! আল্লাহ জাল্লা শানুহূ এর মহিমান্বিত ঘর! আল্লাহ পাক যেমন তুলনাহীন! অতুলনীয় অনির্বচনীয় অভাবনীয় যেমন তাঁর সৌন্দর্য্য-জামাল! পবিত্র বাইতুল্লাহও যেন জমিনের বুকে তেমনই! তুলনাহীন উপমাহীন দৃষ্টান্ত মেসালবিহীন অনন্যতায় সেরা, সৌন্দর্য্যের শ্রেষ্ঠতম প্রতীক!
দৃষ্টিনন্দন প্রিয় বাইতুল্লাহ।
কালো কাপড়ে আবৃত অনন্য সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠতম সৌন্দর্য্যের ফোয়ারা যেন! জগতের সকল সুন্দরের শুভ্রতার শুদ্ধতার সৌম্যতার সৌহার্দের সৌরভের সৌকর্য্যের সৌভাগ্যের অফুরন্ত ঝর্নাধারা যেন!
রাতের অসাধারন পুরো বাইতুল্লাহ কমপ্লেক্স।
বাইতুল্লাহ দর্শনের স্বাদ মেটে না!
আমি বাইতুল্লাহতে বারবার প্রবেশ করেছি! আলহামদুলিল্লাহ, তৃষ্ণা মেটে না! বাইতুল্লাহর, প্রিয়তম রবের ঘরের একটি খুঁটির দিকে তাকিয়ে, তার সৌন্দর্য্যামোদে মুগ্ধ হয়ে, দিব্য চোখে অবলোকন করে করে দিন পার করে দেয়া কোনো ব্যাপারই না! বন্ধু, আমি বিশ্বাস করি, পবিত্র বাইতুল্লাহর একটি ঝাড়বাতির সৌন্দর্য্য দেখে আপনি আকুল হবেন! সুবহানাল্লাহ, কি বিশালায়তন, মনোরম, অনিন্দ্যসুন্দর আলোকসয্যা! কি ভেতরে, কি বাইরে, রাতের পুরো বাইতুল্লাহ কমপ্লেক্স যেন নূরের একটি ঝলক!
হাতিম সংলগ্ন লাইটের অপরূপ সৌন্দর্য্য।
বই কিতাব আর কুরআনুল কারীম রাখার তাকের অনাবিল সৌন্দর্য্য
আমার ধারনা, পবিত্র বাইতুল্লাহকে বৃহত একটি লাইব্রেরী কল্পনা করলেও অন্যায় হবে না! হাজার হাজার নয়, বরং লক্ষ লক্ষ বই কিতাব রয়েছে পবিত্র এই ঘরের ভেতরে! সবচে' বেশি রয়েছে পবিত্র কালামুল্লাহ! মানে আল কুরআন! কুরআন শরীফ রাখার জন্য রয়েছে দৃষ্টিনন্দন তাক! আল্লাহু আকবার! কুরআনুল কারিমের প্রতি তাদের কি ভক্তি! কি অনি:শেষ শ্রদ্ধা! কি নিরুপম ভালবাসা! পবিত্র কুরআন রাখার জন্য নির্মিত তাকগুলো দেখলেই এই মহাগ্রন্থের প্রতি তাদের শ্রদ্ধা-ভালবাসার প্রগাঢ়তা উপলব্ধি করা যায়! তাকগুলো পিতলের তৈরি! দেখে মনে হয়, যেন খাঁটি স্বর্ন নির্মিত! অত্যন্ত সুদৃশ্য এসব তাকের যে যত্ন নেয়া হয়, তাও কি কল্পনা করা যায়! খাদেমদের জন্য এলাকা ভাগ করা রয়েছে! যার আওতায় যতটুকু এলাকা পড়ে তিনি ততটুকুতে অবস্থিত কুরআনুল কারীম রাখার সমস্ত তাক পরিষ্কার পরিচ্ছন্ন করেন! প্রতিনিয়ত চলতে থাকে এই কাজ! শিফট ওয়াইজ! শুধু তাকের যত্ন নয়, আমি আশ্চর্য্য হতাম, যখন দেখতাম, পাঠান্তে রেখে দেয়া আমার কুরআনুল কারিম গ্রন্থখানা সামান্য একটু বাঁকাভাবে রয়েছে, এটাও তাদের দৃষ্টি এড়াতো না! খাদেম এসে তাকের অন্যান্য কুরআনের সাথে অবিকল মিলিয়ে রেখে দিতেন তা! সুবহানাল্লাহ! কি অসাধারন সৌন্দর্য্যবোধ! কি আজব সৌন্দর্য্যোপলব্ধি! এও কি কুরআনের প্রতি মহব্বতের নি:সীম নমুনা নয়!
মসজিদে নববীর অনুপম সুন্দর একটি ঝাড়বাতি।
কুরআনুল কারীম রাখার এই তাকের দৃশ্য বাইতুল্লাহ শরীফের মত একইরকম, অভিন্ন এবং অবিকল দেখেছি মাসজিদে নববীতে! সেখানেও বিপুল সৌন্দর্য্যের হাতছানি! আল্লাহু আকবার! আমার হৃদয় ভরে গিয়েছে! এত সুন্দর কিছু থাকতে পারে, কে জানতো! এত সৌন্দর্য্য থাকতে হয়, কে বুঝতো! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
সৌন্দর্য্যে বিমোহিত বাইতুল্লাহর একটি ঝলক।
হারামাইন শরীফাইনের রক্ষনাবেক্ষনে নিয়োজিত মহাত্মাদের আরেকটি সৌন্দর্য্যবোধ দেখে আপ্লুত হয়েছি, তারা উভয় মাসজিদের জন্য একই কুরআন নির্ধারন করে দিয়েছেন! তাতে লক্ষ লক্ষ কুরআন শরীফ রাখতেও সমস্যা হয় না! অবশ্য সম্ভবত: (দৃষ্টিশক্তি দুর্বল এমন বৃদ্ধগন অথবা যারা চোখে কম দেখার কারনে কুরআন শরীফের ছোট ছাপা পড়তে কষ্ট হয়) এমন মাজুরদের কথা চিন্তা করে কিছু বড় সাইজের কুরআন শরীফও বিভিন্ন তাকে রাখা দেখেছি! আলহামদুলিল্লাহ!
বাইতুল্লাহর বহির্ভাগ এবং প্রবেশ পথের দৃষ্টিনন্দন মন কেড়ে নেয়া অবয়ব।
বাইতুল্লাহর প্রবেশ দ্বার।
রাতের দৃশ্য। মনোমুগ্ধকর পুরো বাইতুল্লাহ কমপ্লেক্স।
প্রত্যেক ইচ্ছুক ব্যক্তিকে আল্লাহ পাক তাঁর প্রিয় ঘর বাইতুল্লাহর যিয়ারত নসীব করুন।
পেছনের পর্বগুলো দেখতে ক্লিক করুন-
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-২)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৩)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৪)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৫)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৬)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব৭)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৮)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৯)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১০)
১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৬
নতুন নকিব বলেছেন:
জাজাকুমুল্লাহু তাআ'লা খইর।
২| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৫
কামরুননাহার কলি বলেছেন: অসাধারণ ভাইয়া। অনেক দিন পর পেলাম আপনার লেখা। অথবা পোস্ট করেছেন হয়তো পাইনি আমি।
১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৭
নতুন নকিব বলেছেন:
সেটাই। ছিলাম না। থাকলেও অনিয়মিত। মুগ্ধতা। কৃতজ্ঞতা। অনেক ভাল থাকার দোআ।
৩| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৭
তারেক_মাহমুদ বলেছেন: খুবই মনঃমুগ্ধকর ছবি খুব ভাল লাগলো নকিব ভাই।
১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৮
নতুন নকিব বলেছেন:
জ্বি, শুকরিয়া। কৃতজ্ঞতা। অনেক ভাল থাকুন।
৪| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪২
সনেট কবি বলেছেন: অসাধারণ।
১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৮
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। কৃতজ্ঞতা। অনেক ভাল থাকার প্রার্থনা।
৫| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর পোস্ট!
আশাকরি প্রিয় নকিব ভাইকে আবার নিয়মিত পাবো!
১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৬
নতুন নকিব বলেছেন:
নিয়মিত হওয়ার চেষ্টা করবো। জানি না, কতটা পেরে উঠবো। আপনি তো মা- শাআল্লাহ যোগ্যতায় অনন্য লড়াকু সৈনিক। ব্লগের অলরাউন্ডার নিসন্দেহে। অন্তত: আমার ধারনা। আল্লাহ পাক আপনার সকল কাজে বরকত দান করুন।
পোস্ট পাঠ এবং মন্তব্যে আসায় কৃতজ্ঞতা। অনেক ভাল থাকার প্রার্থনা।
৬| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আমিন । সুন্দর শেয়ার ।
১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৭
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ, কবি ভাই। আপনার আগমনে কৃতজ্ঞতা।
অনেক অনেক শুভকামনা।
৭| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নকিব ভাইকে ঈদের প্রতিশুভেচ্ছা জানাই । অসাধারন সুন্দর ছবি ও লেখা। ++++
অনেক শুভ কামনা আপনাকে।
১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:২৫
নতুন নকিব বলেছেন:
জাজাকুমুল্লাহু তাআ'লা খইর। পাঠ এবং সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা। আপনাকেও ঈদ শুভেচ্ছা আবারও।
ছবিগুলো আসলেই অসাধারন। প্রিয়তম প্রভূ পালয়িতার ঘরের চৌকাঠ ঘেঁসে অসহায়ের মত, কাঙালের মত, দীনহীন ইয়াতিম অনাথের মত দাঁড়ানোর সেই সব স্মৃতি এসব ছবি তাজা করে দেয়। এগুলো দেখলেই বুকটা ধক করে ওঠে। প্রানটা মোচর দিয়ে ওঠে। আহ্! মিলনের বিরহের সে কি অসাধারন সময় পার করেছিলাম! আহ্! আবার কবে কখন ফিরে যেতে পারবো মালিকের দরজায়! ভিখারীর মত হাত পেতে দেব পরম নির্ভরতায়! মুঠি মুঠি রহমত দিয়ে তিনিও ভরে দিবেন অভাগার তৃষিত হৃদয়!
অনেক ভাল থাকবেন ভাই।
৮| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ লিখেছেন।
১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা! কেমন আছেন প্রিয়? নিশ্চয়ই ঈদ ভালভাবে কাটিয়েছেন! ভালভাবে বলতে, চোখের পানি নাকের পানিতে নিজের এবং জগতবাসীর কল্যানে দোআর হাত তুলেছেন!
অনেক ভাল থাকুন।
৯| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩
আবু তালেব শেখ বলেছেন: আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করবেন কিনা জানিনা,,,,,,, আল্লাহ আপনাকে সুস্হতা দান করুন।
১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৬
নতুন নকিব বলেছেন:
জ্বি, আপনাদের দোআয় সম্পূর্ন সুস্থ এখন। আলহামদুলিল্লাহ।
অবশ্যই আল্লাহ পাক তাওফিক দিবেন। কায়োমনোবাক্যে তাঁর কাছে ফরিয়াদ করুন। তিনি অবশ্যই শুনবেন।
কৃতজ্ঞতা এবং শুভকামনা অনি:শেষ।
১০| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৬
নতুন নকিব বলেছেন:
আগমনে কৃতজ্ঞতা।
১১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় নকিব ভাই ব্লগে কিছুদিন ছিলাম না তাই লেখা গুলো মিস করেছি।
আশা করি আস্তে আস্তে সব পড়ে ফেলতে পারব।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১
নতুন নকিব বলেছেন:
আপনাকেও মিস করেছি প্রিয় ভাই। আশা করি, এখন থেকে নিয়মিত আপনাকে পাব। আপনার মত সহৃদয় ব্যক্তিদের পদচারনায় মুখরিত হোক সামুর প্রাঙ্গন। অনেক ভাল থাকার দুআ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: অসাধারণ।