নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

বউ শ্বাশুরীর ঝগড়া

২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৫



পুত্র বাবা বিদেশ বাড়ি
অর্থোপার্জন করতে!
লক্ষ লক্ষ টাকার স্বপ্ন-
টাকার পাহাড় গড়তে!

বৃদ্ধ বাবা মায়ের কাছে
বউকে গেছেন রেখে!
বউকে যেন বাবা ও মা
রাখেন দেখে-টেখে!

ক'দিন যেতেই সেয়ানা বউ
ইতিউতি তাকায়!
'এর ওর সাথে আডডাবাজি'
শ্বাশুরীকে ভাবায়!

একটু আধটু শাসন বারন
বউয়ের মোটে সয় না!
শ্বাশুরীকে ধমক দিয়েও
কোনো কাজই হয় না!

মোবাইল ফোনে মিছেমিছি
নালিশ করে স্বামীকে!
তুমিতো খুব মায়ের ভক্ত
ভুলছো 'তোমার আমি কে'!

ছেলেও এবার বসলো বেকে
মাকে শাসায় ফোন করে!
তোমার এত ঝগড়া কিসের
দোআ কর, মন ভরে!

জনমদু:খী মায়ের মনের
চাপা কান্না কমে না!
পুতের এমন নির্বুদ্ধিতায়
ক্ষোভটা তবু দমে না!

বউকে কিছু বলতে গেলে
বউয়ের মুখে খৈ ফোটে!
'পাগলি', 'বুড়ি' -এসব গালি
অহরহ খুব জোটে!

বউ-শ্বাশুরীর ঝগড়া শুনে
শ্বশুর মশাই খুব হাসেন!
গলগলিয়ে হাসতে যেয়ে
হুক্কা হুয়া হু কাশেন!

তাগড়া জোয়ান বউ বেচারী
শ্বাশুরীকে খুব বকেন!
শ্বশুর ভাবেন, বউয়ের পক্ষ
না নিলেই কি না ঠকেন!

পুত্রবধুর বাক্যবানেও
মুচকি হাস্য মুখে তার!
হুলো বিড়াল গোছের স্বভাব
মুখ করেন না তবু ভার!

ন্যায় অন্যায়ের মাথা খেয়ে
বউরেই কুর্নিশ করেন!
দোষ গুনের বিচার ছেড়ে
বউয়ের পক্ষই ধরেন!

এমন যদি পুত্র হয় আর
রসময় হয় বউ এমন!
স্বামীও বেকুব অকর্মন্য
শ্বাশুরীর দু:খটা কেমন?

নিবেদন: ব্লগের রম্য ছড়ার প্রান শহিদুল ইসলাম প্রামানিক ভাই এই ঈদে কোনো রম্য ছড়া দিয়েছেন বলে দেখিনি। তাই তার অভাব পূরনের জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা। যদিও তার মত করে অত রসালো লেখা আমি হয়তো লিখতে পারবো না। সামান্য চেষ্টাতে তো অসুবিধা নেই। এই লেখাটি তাকেই নিবেদিত।



মন্তব্য ৫৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৩

সিগন্যাস বলেছেন: আপনি জিন-ভূতে বিশ্বাস করেন?

২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৬

নতুন নকিব বলেছেন:



হঠাত, এই প্রশ্ন!

কুরআন বিশ্বাস করলে তো জিন অস্বীকার করা যায় না। কারন, কুরআনে 'আল জিন' নামে আস্ত একটি সূরাহ রয়েছে।

কৃতজ্ঞতা।

২| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮

সিগন্যাস বলেছেন: আর ভূত?

২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২২

নতুন নকিব বলেছেন:



আলকুরআনের স্পষ্ট ভাষ্যে শয়তান আছে বুঝা যায়। ভূত প্রেত এই শয়তানেরই বংশধর। শয়তান নিজেও জিন জাতি থেকে আগত। ভূত-প্রেত ইত্যাদি নামে আলাদা কোনো কিছুর অস্তিত্ব ইসলাম ধর্মের বিশ্বাসমতে নেই। এরাও জিন জাতির বিপথগামী অংশ বলে ধরে নেয়া হয়।

ভাল থাকবেন।

৩| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২২

সাহসী সন্তান বলেছেন: আপনার প্রচেষ্টা সার্থক! রম্য ছড়া ভাল হইছে! তবে লাস্ট প্যারার ফুট নোটটা দেওয়ার দরকার ছিল না। ছড়া পড়ার পরে যে কোন পাঠকই বুঝতে পারবে ঘটনাটা বাস্তব থেকে উঠে আসছে...

তাছাড়া একটা কেবল আপনার আত্মীয়ের পরিবারেরই প্রতিচ্ছবি নয়। বাংলার আকাশে বাতাসে এখন এইধরনের ঘটনা অহরহ ঘটছে। আর সেটা নিয়েই পরিবার গুলোর যত হাহাকার!

পোস্টে ভাল লাগা! শুভকামনা জানবেন!

২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৭

নতুন নকিব বলেছেন:



আপনার পরামর্শের প্রতি সম্মান রেখে ফুটনোটটা সরিয়ে দিলুম।

আসলেই এদেশের বাস্তবতা এখন এমনই খারাপ পর্যায়ের দিকে ধাবিত হচ্ছে। দু:খ হয়। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন। অনেক সুন্দর কমেন্ট নিয়ে এসে আনন্দিত করলেন। আপনিও আনন্দিত হোন, সে কামনা করছি।

চুপি চুপি এসে প্রথমেই লাইক দিয়ে গেলেন যে, তাও কিন্তু দেখেছিলুম। আগের পোস্টেও একই ঘটনা লক্ষ্য করেছি।

অনেক শুভকামনা আবারও।

৪| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন ছড়া লিখেছেন তো?
হবে, হবে! আপনাকে দিয়েই হবে;)


পুনশ্চঃ বেচার বউয়ের আর কি দোষ বলুন! সেওতো মানুষ:P
কিচু মনে না কললে একটা গানা হুনেন:
আমার বন্ধুয়া বিহনে গো
সহেনা পরানে গো
একেলা ঘরে রইতে পারিনা.. :P

২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩১

নতুন নকিব বলেছেন:



আপনার মন খোলা প্রশংসা পেয়ে তো ছড়াকারের তকমা জুটে যাবে শেষে!

হ্যা, তা যা বলেছেন! বউয়ের কী আর দোষ! দোষটা আমিও তাকে দিতে পারি না। দোষ হচ্ছে, আমাদের অতি লোভের।

অনেক ভাল থাকবেন। শুভকামনা অন্তহীন।

৫| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @সিগন্যাস,
আপনি কি না লেখার শপথ করেছেন??

(জ্বীনকে বাংলায় ভূত, পেত্নী, পরী..... এসব বলে! তবে মানুষ মরে গেলে যে অতৃপ্ত আত্মা, ভূত হয়ে যায় না এটা নিশ্চিত!)

২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩১

নতুন নকিব বলেছেন:



সঠিক বলেছেন। ধন্যবাদ।

৬| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

সিগন্যাস বলেছেন: @নিজাম মন্ডল
জিন দেখার কিংবা জিন হাজির করতে পারে এমন কোন প্রাণীর ঠিকানা আপনার জানা আছে?ইদানীং এইসব বিষয়ে প্রভূত আগ্রহ জাগছে মনে।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

নতুন নকিব বলেছেন:



আগ্রহ থাকা খারাপ নয়। তবে সাবধান থাকবেন। অনেক ক্ষেত্রেই প্রতারনার মাধ্যম এগুলো।

৭| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! দারুণ হয়েছে। প্রিয় নকিবভাই রম্য করতে গিয়ে নির্মম বাস্তবকে যে তুলে ধরলেন। তবে বৌয়ের দোষ দিয়ে লাভ। বাড়ির লোকই যদি মাকে চিনতে না পারে তাহলে বৌ তো সে সুযোগটি নেবেই। পাশাপাশি যার উদ্দেশ্যে আজকের নিবেদন সেই প্রিয় কবি প্রামাণিক ভাইকে জানাই অভিনন্দন।

অনেক শুভেচ্ছা প্রিয় নকিবভাইকে।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২০

নতুন নকিব বলেছেন:



অনেক সুন্দর আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।

এসব ক্ষেত্রে বউয়ের দোষ পুরোপুরি দেয়া যায় না।

প্রামানিক ভাই সম্ভবত: ঈদের ছুটিতে আছেন। তাকে আপনার অভিনন্দন পৌঁছে দেয়া হবে সময়মত।

শুভকামনা নিরন্তর।

৮| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @সিগন্যাস,
আমাকে হেলমেট দিলেও আর বেল তলায় যাবো না ভাই!!
এক সময় হরর মুভি, সানডে হরর স্পেশাল, ব্ল্যাক ম্যাজিক..... এসব নিয়ে খুব আগ্রহ ছিল! ওসব করতে গিয়ে শেষে যা ভয় পেয়েছিলুম! তা নিয়ে আর বলতে চাই না!!



আপনার এত শখ থাকলে,
রাতের বেলা কবরস্থান, হিন্দুদের মরা পোড়ানোর স্থান এসব জায়গায় বসে থাকেন!! দু-একটা পেত্নী দেখা পেতেও পারেন!!;)

বাইরে যাব...

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩১

নতুন নকিব বলেছেন:



কত কিছুই যে আপনার নখদর্পনে! মা-শাআল্লাহ! বিশাল বড় আপনার অভিজ্ঞতার ঝুলি!

তা, দু'এক বার কি শ্বশান, চিতা অথবা মঠে রাত যাপনেরও স্মৃতি আছে না কি! আমার এসবের আশপাশ দিয়ে যাতায়াতের বহু স্মৃতি রয়েছে। গা ছমছম করতো এমনিতেই।

অনেক শুভকামনা।

৯| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

লাবণ্য ২ বলেছেন: দারুন রম্য ছড়া!

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩২

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

১০| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

ওমেরা বলেছেন: ছড়া ভাইয়া খারাপ হয়নি , বেশ ভালই তো লাগল ।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৭

নতুন নকিব বলেছেন:



অত বেশি ভালও হয়নি। মন্তব্য ভাল লাগলো। শুভকামনা।

১১| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৭

ফেনা বলেছেন: দারুন ভাল লাগল।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৮

নতুন নকিব বলেছেন:



সত্যিই?

অনেক কৃতজ্ঞতা। শুভকামনা।

১২| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! খুব ই মজা পেলাম =p~ বেচারা নিরীহ পুরুষ জাতি :P

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৪১

নতুন নকিব বলেছেন:



আপনি মজা পেয়েছেন জেনে আনন্দিত।

পুরুষ জাতি নিরীহ বেচারা! হ্যাঁ, যা বলেছেন! নিরীহ বেচারা নয়, কিছু আছে রামছাগল টাইপ! সেইগুলোর কথাই ছড়ায় উঠে এসেছে!

অনেক ভাল থাকুন।

১৩| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৯

সনেট কবি বলেছেন: রম্য ছড়া ভাল হয়েছে।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৪২

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি, আগমনে মুগ্ধতা। কৃতজ্ঞতা অশেষ।

১৪| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



নতুন বউ রাখে সৌদী বা মালয়েশিয়া গেলে, প্রতিবেশীদের দরদ বেড়ে যাবার কথা

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৪

নতুন নকিব বলেছেন:



সেটাই দেখা যায়। মায়ের চেয়ে মাসীর দরদ উথলে ওঠার অবস্থা শুরু হয় গাও গেরামে। দেশের অবস্থা সুবিধার নয়, গাজী ভাই।

আপনার চোখের অবস্থা কেমন?

১৫| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

নাহিদ০৯ বলেছেন: দারুন বাস্তব রম্য।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৫

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। টেস্ট করলুম একটু। আপনাদের দেয়া সাহসে ভর করে আশা করা যায়, রম্য তাহলে লেখা যাবে।

অনেক শুভকামনা।

১৬| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:০৩

Orthohin shajib বলেছেন: |-) সমাজের বাস্তব চিত্রটা কি আসলেই এমন হওয়া উচিত?

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৭

নতুন নকিব বলেছেন:



আমাদেরও একই জিজ্ঞাসা। আমাদেরও চাওয়া পাওয়া একটাই, অনাচার অবিচার পাপাচার দূর হোক সমাজ থেকে।

শুভকামনা।

১৭| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।

এসব পুত্র মেরুদন্ডবিহীন !!

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৯

নতুন নকিব বলেছেন:



দাদা,
অনেক আন্তরিক মন্তব্যে প্রীত।

একদম সঠিক বলেছেন। যারা বাবা মায়ের প্রতি সম্মানজনক আচরন করে না, এগুলো পৃথিবীর নিকৃষ্ট জীব। এদের মত হতভাগা আর কে আছে?

অনেক ভাল থাকবেন।

১৮| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:১৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লিখেছেন,বাস্তবতা উঠে এসছে লেখায়।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৫১

নতুন নকিব বলেছেন:



একান্ত আন্তরিক প্রশংসায় মুগ্ধতা। মন ভাল হয়ে গেল।

অনেক অনেক শুভকামনা আপনার জন্যও।

১৯| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব সত্য লিখেছেন।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন।

অনেক ভাল থাকার কামনা।

২০| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাস্তবতাকে দারুণ ছন্দে তুলে ধরেছেন।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪২

নতুন নকিব বলেছেন:



বাস্তব ঘটনা নিয়েই লেখা যে!

কৃতজ্ঞতা ও শুভকামনা।

আপনি কি সেইফ হয়েছেন?

২১| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হুম।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০

নতুন নকিব বলেছেন:



আপনাকে দ্রুত সেইফ করে দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট বিনীত নিবেদন রাখছি।

২২| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:২৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বাস্তব একটা দৃশ্যই তুলে ধরেছেন, তবে ছড়াটা মোটামুটি মানেরও হয়নি। একথা বলাতে রাগ হবেন না। সবাই যদি পিঠ চাপড়াই তাহলে ভাল মানের লেখা আসবে কেমনে বলেন ?

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৫

নতুন নকিব বলেছেন:



আপনাকে ধন্যবাদ। আরেহ, রাগের কথা বলেন কেন? আমিতো এই লাইনে এমনিতেও নবাগত। ভুল না করলে শিখবো কিভাবে?

আর রাগ করা তো কোনো কাজ নয়। বরং, আপনার এই কথায় হয়তো আরেকটু ভালভাবে চেষ্টা করার একটা ছোট্ট সুযোগ নেয়া যাবে।

আর ঠিক বলেছেন-

সবাই যদি পিঠ চাপড়াই তাহলে ভাল মানের লেখা আসবে কেমনে বলেন ?

শুভকামনা জানবেন।

২৩| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দময় জীবনে হঠাৎ ঘটে দ্বন্দ্ব
বুঝা বড় দায় কে ভাল, কে মন্দ।

অনেক সুন্দর ছড়া হয়েছে।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৭

নতুন নকিব বলেছেন:



দারুন দু'টি লাইন লিখেছেন। ভাল লাগলো। কৃতজ্ঞতা।

অনেক শুভকামনা মাইদুল ভাই।

২৪| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৪

শামচুল হক বলেছেন: এক কথায় চমৎকার।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮

নতুন নকিব বলেছেন:



আপনার উদার মূল্যায়নে কৃতজ্ঞতা।

অনেক ভাল থাকবেন।

২৫| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছড়া হিসেবে অনেক সুন্দর হয়েছে। যদিও ছড়ায় একটি থিম বা বিষয়বস্তু ছিলো। আর ছন্দের মিল করণের প্রামাণিক ভাইয়ের মিল পাওয়া যায়।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:২০

নতুন নকিব বলেছেন:



প্রামানিক ভাইয়ের গ্যাপ পূরনের জন্যই তো এই প্রচেষ্টা। যদিও এই ছড়া প্রামানিক ভাই লিখলে আরও অনেক ভাল লিখতেন। নতুন হাতেখড়ি হিসেবে আপনাদের ধন্যবাদ মাথায় তুলে নিলুম। কৃতজ্ঞতা অশেষ।

ভাল থাকুন নিরন্তর।

২৬| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

প্রামানিক বলেছেন: বউ শ্বাশুরির ঝগড়া ভাইরে
তন্ময় হয়ে পড়লাম
ছড়া দেখেই তাড়াতাড়ি
লগইনটা করলাম।

পড়তে গিয়ে লাগল ভালো
আরো ভালো আন্তমিল
পুরো ছড়ায় চেষ্টা ভালো
কোথাও নেইকো একটু ঢিল।

লিখতে থাকুন রম্য ছড়া
একদিন ঠিকই করবে ভালো
ছড়ায় ছড়ায় দেশটাতে ভাই
ছড়িয়ে যাবে ছড়ার আলো।

রম্য ছড়া লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৩

নতুন নকিব বলেছেন:



ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিলেন
রম্য ছড়ার আলো।
'অবশেষে আপনার দরশন'
মনটা হল ভালো।

আপনাকেও মোবারকবাদ প্রিয় ছড়াকার। আরও যারা আপনাকে অভিনন্দন জানিয়েছেন, তাদের পক্ষ থেকেও। নতুন রম্য তাহলে অচিরেই পাচ্ছি আমরা।

২৭| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: প্রভু দিও তুমি হেদায়াত।
তুমি বর্ষণ করিও রহমত।
প্রভু ধরাতে দিও তুমি শান্তি
প্রভু মানবের করিও উন্নতি।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৮

নতুন নকিব বলেছেন:



বাহ! দারুন কবিতা!

অনেক ভাল লিখেছেন। অনেক শুভকামনা।

২৮| ২২ শে জুন, ২০১৮ রাত ৯:৪৬

বৃষ্টি বিন্দু বলেছেন: রম্য পদ্যটি বাস্তবতাকে তুলে ধরলো।
ভালো লাগলো অনেক।
+++

২৩ শে জুন, ২০১৮ সকাল ৮:১৬

নতুন নকিব বলেছেন:



জ্বি, পাঠ এবং সুন্দর মন্তব্যে মোবারকবাদ কবিকে।

অনেক ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.