নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
মদিনার পানে ছুটে যায় এই মন,
মদিনার সাথে চির হৃদয়ের টান।
মদিনার পুত মাটি ভরে দ্যায় প্রান,
মদিনার মাটি সেও প্রেমিকের ধন।
মদিনার পথে পথে রাসূলের স্মৃতি,
মদিনার ধুলিকনা পবিত্র কাঁকর,
জুড়ায় আশিক প্রান প্রেমের আকর,
ধন্য হয় পূর্নতায় হাবিবের প্রীতি।
মদিনার স্নিগ্ধ বায়ু ছড়ায় সুরভী,
মদিনার পথঘাট চির চেনা জানা।
তৃষিত হৃদয় তরে ম্যালে প্রেমডানা,
ভরায় তাপিত প্রান মলয় পুরবী।
মদিনার পথে মেলে জান্নাতের জ্যোতি,
'মদিনা' -প্রেমিক মনে মহা দামী মোতি।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
নতুন নকিব বলেছেন:
মদিনার সাথে যে আপনার আত্মার চির অম্লান বন্ধন! ভাল তো লাগবেই। কৃতজ্ঞতা অনেক এবং শুভকামনা। আপনার পোস্টে গিয়েছিলাম। ভাল লেগেছে।
২| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পবিত্র শহর, প্রাণের শহর, প্রাণপ্রিয় নবিজী (সাঃ) এর শহর মদীনাকে নিয়ে আপনার কাব্যগাথা অনেক অনেক ভালো লাগল! শুভকামনা!
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০২
নতুন নকিব বলেছেন:
আলহামদুলিল্লাহ! মদিনার পানে আপনারও মন ছুটে যায়, বুঝেছি! মুগ্ধতা, কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যে। অনেক ভাল থাকার প্রার্থনা।
৩| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০৩
সাহসী সন্তান বলেছেন: সব লাইনের মাথাতেই যখন মদিনা দিয়া শুরু করছেন তখন মাঝখানের দুই প্যারার শেষের দুই দুই লাইন আর বাদ রাখলেন কেন?
যাহোক, মজা করছিলাম! কবিতা সুন্দর হইছে! শুভ কামনা জানবেন!
২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:০৭
নতুন নকিব বলেছেন:
মজা করেছেন, বুঝতে পেরেছি। আনন্দিত হলাম আপনার কথায়।
কবিতা পাঠ, সুন্দর মন্তব্য এবং লাইক প্রদানে কৃতজ্ঞতা ও শুভকামনা অন্তহীন।
৪| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি শত-কোটি দুরুদ ও সালাম পেশ করছি।
ভালো লিখেছেন ভাই।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:১৬
নতুন নকিব বলেছেন:
প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি শত-কোটি দরুদ ও সালাম আমাদের পক্ষ থেকেও।
للَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ
.إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ
كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ
মোবারকবাদ, প্রিয় কবি ভাই।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:১২
নতুন নকিব বলেছেন:
৫| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মদিনা দেখার সৌভাগ্য যেন হয়।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:১৭
নতুন নকিব বলেছেন:
আপনার স্বপ্ন পূরন হোক, প্রিয় ভাই।
কৃতজ্ঞতা অশেষ। ভাল থাকুন নিরন্তর।
৬| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৩
কাছের-মানুষ বলেছেন: অনেক চমৎকার একটি কবিতা।
পবিত্র ভুমি মক্কা-মদিনাতে যাবার ইচ্ছা আমার সবসময়, ইনশাল্লাহ সুযোগ পেলে যাব একমসময়।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৩
নতুন নকিব বলেছেন:
ইনশাল্লাহ সুযোগ পেয়ে যাবেন একমসময়। মনকে শক্ত করে বেধে ফেলুন। নিয়্যাত ঠিক করুন। দেখবেন, রাস্তা বেরিয়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখবেন, অর্থ-বিত্ত এই ক্ষেত্রটিতে কোনো বিষয় নয়। কোটিপতি যেতে পারেননি। পাঁচককেও আল্লাহ পাক ঘুরিয়ে আনেন। শিল্পপতির যাওয়া হয় না। রিক্সাওয়ালার স্বপ্ন পূরন হয়ে যায়। এ এক আজব কুদরতের কারিশমা।
পাঠ এবং আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৭
নতুন নকিব বলেছেন:
'কাছের-মানুষ' কাছে পেয়ে লাগলো অনেক ভাল,
'কাছের-মানুষ' কাছেই থাকুক মনটা করে আলো।
একটু মজা করলাম। অনেক ভাল থাকবেন।
৭| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
গান হিসেবেও খুব ভালো হবে।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৮
নতুন নকিব বলেছেন:
আপনিও যে সুন্দর!
গান হিসেবেও সুন্দর হবে! বাহ! বেশ! তো, দেন না একটা সুর দিয়ে!
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০
কাইকর বলেছেন: ভাল লাগলো অনেক।লাইক দিলাম ভাই