নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ইসলামী ক্যালিগ্রাফি; অসম্ভব সৌন্দর্য্যে ভরা প্রিয় আঁকাআকি-২

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:০৮

প্রথম পর্বের লিঙ্ক-

ইসলামী ক্যালিগ্রাফি; অসম্ভব সৌন্দর্য্যে ভরা প্রিয় আঁকাআকি-১

নয়নজুড়ানো ইসলামী ক্যালিগ্রাফি কার না মন কেড়ে নেয়? বরাবরই আমার ভালোলাগার একটি বিষয় এটি! সুন্দর কিছু, অনন্য কিছু, দৃষ্টিনন্দন যা কিছু পেয়েছি, কুড়িয়ে নিয়েছি দু'হাতে। আজীবন। আঁকাআকি অনেকেরই প্রিয় বিষয়। প্রিয় বন্ধুগন, আসুন, অনিন্দ্য সুন্দর আর মনোরম কিছু ক্যালিগ্রাফি দেখে নিই এই পর্বটিতেও-



প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় নাম



'ওয়া ক্কূ-লূ- লিন্নাসি হুসনা'।

'মানুষের সাথে উত্তম আচরন কর।' আল কুরআন।



'রব্বানা লা- তুআখিজনা- ইন নাছী-না আও আখত'না-।'

'হে আমাদের প্রভূ, আমাদের ভুল ভ্রান্তি এবং অপরাধের জন্য আমাদেরকে পাকড়াও করবেন না।' আল কুরআন।



'লা- তাক্কনাতূ- মিররহমাতিল্লাহ।'

'আল্লাহ তাআ'-লার রহমত থেকে নিরাশ হয়ো না।' আল কুরআন।



'ক্কুল লাও কা-নাল বাহরু মিদা-দাল্লি কালিমা-তি রব্বি- লানাফিদাল বাহরু ক্ববলা আন তানফাদা কালিমাতু রব্বি-।'

'বলুন, আমার প্রভূর বানীসমগ্র (মহিমা) লিপিবদ্ধ করার প্রয়াসে সাগরসমূহের বারিরাশিকে যদি কালি বানানো হয়, সাগর শুকিয়ে যাবে, আমার প্রভূর মহিমা বর্ননা শেষ হবে না।' আল কুরআন।



'উদঊ-নী আসতাজিবলাকুম।'

'আমাকে ডাকো, আমি সাড়া দেব।' আল কুরআন।



'লা- ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ।'

''অাল্লাহ তাআ'-লা ব্যতিত কোনো ইলাহ নেই। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল।''



'বিসমিল্লাহির রহমানির রহীম।'

'শুরু করছি পরম দয়ালু দাতা আল্লাহর নামে।'



'ওয়ারহমাতী অছি'তা কুল্লা শাইয়্যিন।'

'আর আমার রহমত পরিবেষ্টন করে আছে সকল কিছুকে।'



'সপ্তাহে এক দিন হলেও তাহাজ্জুদ পড়ুন। আপনার জীবনে বড় পরিবর্তন লক্ষ্য করবেন।' মুফতী মেনক।



আল্লাহ পাকের প্রিয়তম নাম।



আল্লাহ পাকের প্রিয়তম নামের অপূর্ব সৌন্দর্য্য।



'রব্বানা- লা- তুযিগ ক্কুলূবানা- বা'দা ইজ হাদাইতানা-।'

'হে প্রভূ, সত্য পথ প্রদর্শনের পরে আমাদের অন্তকরনকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করুন।' আল কুরআন।



আল্লাহ পাকের চির মহিমান্বিত প্রিয়তম নাম।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১০

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। অপূর্ব!

ধন্যবাদ। কৃতজ্ঞতা।

২| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫

মাহিরাহি বলেছেন: অপূর্ব

৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:২৫

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। কৃতজ্ঞতা।

৩| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০২

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,




ক্যালিগ্রাফি নামে যে কটি ছবি এখানে দিয়েছেন , সে সম্পর্কে আমার একটু দ্বিধা রয়েছে ।
যতোদূর জানি ক্যালিগ্রাফি হলো হাতের লেখার শিল্পরূপ । অলংকৃত হস্তলেখা । উপরের ছবির সবগুলোতেই কিন্তু আরবী হরফের অলংকরন নয় বেশির ভাগটাই সরাসরি ছাপার হরফের মতো লেখা , যে কেউ লিখতে পারেন যেমন আমি আপনি বাংলায় লিখে থাকি । এই যেমন, এই মন্তব্যের বাংলা হরফগুলোতে কোনও শৈল্পিক ভাব নেই তেমনি আর কি !
১, ৭ ও ৮ নম্বর এবং শেষের দু'টি ছবিতে লেখাগুলো ক্যালিগ্রাফিক । বাকীগুলোকে কি ক্যালিগ্রাফিক বলা যাবে ?
আরবীতে বিশেষ করে ইসলামী অসংখ্য দৃষ্টিনন্দন , সৌন্দর্যমন্ডিত ক্যালিগ্রাফি রয়েছে । সেগুলোর কিছু দিতে পারতেন যেমন --


একদম সাধারন ক্যালিগ্রাফি ।


এটা শৈল্পিক ।

শুভেচ্ছান্তে ।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

নতুন নকিব বলেছেন:



যথার্থ বলেছেন। কৃতজ্ঞতা। আপনার কথায় সহমত।

আসলে ক্যালিগ্রাফির শ্রেনিবিন্যাসে যাইনি। প্রকৃত ক্যালিগ্রাফি তো আপনি যেমনটি বলেছেন, শিল্পীর হাতের তুলির ছোঁয়ায় আঁকা ভিন্ন সৃষ্টিগুলোই। এক্ষেত্রে দৃষ্টিনন্দন আর্টগুলোকেও তুলে ধরতে চেয়েছি।

পর্যায়ক্রমে ভাল ভাল শিল্পকর্মগুলোকে তুলে ধরার ইচ্ছে। আপনার পরামর্শ মনে রাখার চেষ্টা থাকবে।

পোস্টে আগমন এবং সুপরামর্শের জন্য সাধুবাদ আবারও। অনেক ভাল থাকবেন শ্রদ্ধেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.