নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ঢাল তলোয়ার নেই তবু নিধিরাম সরদার! (রম্য ছড়া)

০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:৩৮



ঢাল তলোয়ার নেই তবু
নিধিরাম সরদার!
মুখেই কামান দাগান,
''বেটা হে, খবরদার!''

কারো সাথে কোনোকালে,
শক্তিতে পারেন না।
তবু তার ভাব, তিনি
সত্যিতে হারেন না।

অযথা এর ওর সাথে
লড়তে চান কুস্তি।
চেনা লোক কিবা পর
পেতে নেন দোস্তি।

ওপাড়ার আবুলের
চায়ের দোকানে তার।
দিন রাত আডডায়
কেটে যায় মজাদার।

কেউ এলে বলে, ''কিরে
সরদার চা খাবি?''
নিধিরাম মুখে হাসি-
''খাওয়ালে নাই দাবি।''

চায়ের পেয়ালা হাতে
সরদার উসখুস।
ভাব দেখে বোঝা যায়
সাথে চান টোস্ট-টুস!

টোস্টের বোয়ামখানা
দ্যান তুলে হাতে তার।
চায়ে ভেজা টোস্ট খেয়ে
সে কি খুশি! বলা ভার।

এভাবেই পরপর
যারা চা খেতে আসে।
সরদার বেঞ্চিতে,
খুক খুক খুক কাঁশে।

চা- তাকে খেতেই হয়,
দৈনিক বিশেক কাপ।
দোকানির বেঞ্চিটা
তার কাছে চায় মাফ।

সেই যে সকাল বেলা,
বসে এসে ঠায় ঠায়।
কার এমন সাধ্যি যে,
বৈঠকে বিঘ্ন ঘটায়!

মাঝে মাঝে বিনোদন,
জুড়ে দেন গল্প।
কী যে বলিরে আবুল,
মনে আছে অল্প!

সেকালে জোয়াল দিয়ে
বোয়াল ধরে নিতাম!
মানুষতো দূরের কথা
ভূতেও পাত্তা দিতাম!

ভূত প্রেতের আডডা ছিল
ঐযে পোড়ো বাড়ি!
আমার ভয়ে ভূত পালাতো
নদেয় দিত পাড়ি!

সেই সে দিনের গল্প কি আর
বলবো তোকে বল্!
বুকে সাহস বেজায় ছিল
মন ভরপুর বল।

খাঁটি জিনিষ খেতাম পেতে
মানুষও ছিল খাঁটি।
ভ্যাজাল খেয়ে নকল মানুষ
আজ রোগে পরিপাটি!

আজ আর সেসব লাভ কি বলে,
সোনালি সেই দিন!
বুকটা কাঁপে, কেমিকেলের যুগে,
চায়েও ফরমালিন!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

কামরুননাহার কলি বলেছেন: শেষ চড়নগুলো ভালো বলেছেন ভাইয়া।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে অনুপ্রানিত।

২| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: কার জন্য বেঁচে আছেন? কীসের জন্য বেঁচে আছেন?

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩

নতুন নকিব বলেছেন:



সেটাই তো ভাবনার! ভাল বলেছেন। ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:১৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: দীর্ঘ ছড়া, ভাল লাগলো :)

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ।

৪| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪

নতুন নকিব বলেছেন:



অনেক কৃতজ্ঞতা, দাদা।

৫| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

আরফীন ইসলাম বলেছেন: ভালো

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

৬| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০১

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন ভাই। ;)

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। অনেক অনুপ্রানিত।

৭| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৯

ফেনা বলেছেন: শুন্দর। ভাল লাগা রেখে গেলাম।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা অশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.